ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

জঙ্গী আস্তানা সন্দেহে গুলশানের এক বাড়িতে অভিযান

প্রকাশিত: ০৮:২৬, ৩ আগস্ট ২০১৬

জঙ্গী আস্তানা সন্দেহে গুলশানের এক বাড়িতে অভিযান

স্টাফ রিপোর্টার ॥ জঙ্গী আস্তানা সন্দেহে গুলশানের একটি আলিশান বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। কিন্তু কোন জঙ্গীর সন্ধান মেলেনি। এ ঘটনায় বাড়ির মালিক বলছেন-পূর্ব শত্রুতার জের ধরে জঙ্গী ইস্যু কাজে লাগিয়ে হয়রানির জন্যই এ অভিযান। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ওই বাড়ির কেয়ারটেকারকে নিয়ে গেছে থানায়। অভিযানের সময় সন্দেহজনক কিছুই মেলেনি বাড়িটিতে। গুলশান-১ এর ১৩নং সড়কের ২নং বাসায় মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। দুপুরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় এ বাড়িটির চারপাশে কৌতূহলী লোকজনের ভিড়। বাড়ির সামনে বিশাল গেট, সিসিটিভি ক্যামেরা, ওয়াচ টাওয়ার। বাইরে পুলিশ। হঠাৎ করেই আতঙ্ক ছড়িয়ে পড়ে বাড়িটিকে ঘিরে। তবে কিছুক্ষণ পরেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। পুলিশ আশ্বস্ত করে, আতঙ্কের কিছু নেই। সন্দেহের কারণেই তারা বাড়িটি ঘুরে দেখে গেছেন। গুলশান থানার ওসি সিরাজুল ইসলাম এ সময় সাংবাদিকদের বলেন, আমাদের কাছে অভিযোগ ছিল এই বাড়িতে জঙ্গি আস্তানা বা সন্দেহভাজন কেউ থাকতে পারে। তবে অভিযোগকারীর পরিচয় প্রকাশ করা যাবে না। ৭ ডাকাত আটক ॥ তেজগাঁও এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ আন্তঃজেলা ডাকাতদল ও গাড়ি চোরচক্রের ৭ সদস্যকে আটক করেছে র‌্যাব। রাজধানীর তেজগাঁও এলাকা থেকে সোমবার রাতে র‌্যাব-২ এর চেকপোস্টে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২টি প্রাইভেটকার, ১টি মোটরসাইকেল, ১টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আটকরা হলেন-মোক্তার হোসেন (৪৭), মোঃ আবদুল হাই (৩৫), মোঃ কবির হোসেন (২৭), মানিক মিয়া (৩৫), মোঃ সুমন রায়হান ওরফে সবুজ (২৮), মোঃ মেহেদী ওরফে বাবু (২৯)।
×