ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পাকিস্তানে সার্ক স্বরাষ্ট্রমন্ত্রী সম্মেলনে যোগ দিচ্ছেন না কামাল

প্রকাশিত: ০৮:২৪, ৩ আগস্ট ২০১৬

পাকিস্তানে সার্ক স্বরাষ্ট্রমন্ত্রী সম্মেলনে যোগ দিচ্ছেন না কামাল

কূটনৈতিক রিপোর্টার ॥ দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে যোগ দিচ্ছেন না স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আগামীকাল বৃহস্পতিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এই সম্মেলন শুরু হবে। তবে স্বরাষ্ট্রমন্ত্রী যোগ না দিলেও পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার তারিক আহসান সেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। এদিকে হুমকির মধ্যেও এই সম্মেলনে অংশ নিতে আজ বুধবার ইসলামাবাদে যাচ্ছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। দক্ষিণ এশিয়ায় সন্ত্রাস প্রতিরোধের লক্ষ্যে ইসলামাবাদে সার্ক স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে সার্কভুক্ত দেশগুলোর স্বরাষ্ট্রমন্ত্রী ও সচিবরা অংশ নেবেন। আগামীকাল বৃহস্পতিবার সম্মেলনের মূল অধিবেশন অনুষ্ঠিত হবে। এর আগে আজ বুধবার সার্কের স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হবে। সেখানেও বাংলাদেশের স্বরাষ্ট্র সচিব মোজাম্মেল হক খান অংশ নেবেন না। সূত্র জানায়, যুদ্ধাপরাধের বিচার শুরুর পর থেকেই ঢাকা-ইসলামাবাদের মধ্যে কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েন চলছে। বারবার নিষেধ করা সত্ত্বেও দেশটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলিয়ে আসছে। সে কারণে দুই দেশের কূটনীতিকদের তলব-পাল্টা তলব, বহিষ্কার-পাল্টা বহিষ্কারের ঘটনাও ঘটেছে। এরই মধ্যে চলতি বছরের জানুয়ারিতে ঢাকায় আয়োজিত সার্ক স্যানিটেশন সম্মেলনে পাকিস্তানের জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী জাহিদ হামিদের যোগ দেয়ার কথা ছিল। তবে সেই সম্মেলনে যোগ দেননি জাহিদ মালিক। সে সময় ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সুজা আলম তার দেশের প্রতিনিধিত্ব করেন। ইসলামাবাদে স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর যোগ না দেয়ার মধ্যে দিয়ে আবারও ঢাকা-ইসলামাদের মধ্যে পাল্টাপাল্টি ঘটনা ঘটল। অবশ্য বাংলাদেশের পক্ষ থেকে সার্ক সচিবালয়কে জানানো হয়েছে, বাংলাদেশের চলমান পরিস্থিতিতে ব্যস্ততার কারণে সার্ক স্বরাষ্ট্র মন্ত্রীদের সম্মেলনে আসাদুজ্জামান খান কামাল উপস্থিত থাকতে পারছেন না।
×