ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জামায়াতের সঙ্গে জোট করার পর ১৫ আগস্ট খালেদার জন্মদিন পালন শুরু ॥ ব্যানা হু

প্রকাশিত: ০৮:০৯, ৩ আগস্ট ২০১৬

জামায়াতের সঙ্গে জোট করার পর ১৫ আগস্ট খালেদার জন্মদিন পালন শুরু ॥ ব্যানা হু

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি থেকে বেরিয়ে আসা নাজমুল হুদা দাবি করেছেন, দলটিতে থাকা অবস্থায় ১৫ আগস্ট খালেদা জিয়ার কেক কাটার প্রতিবাদ করেছিলেন তিনি। ‘বাংলাদেশ জাতীয় জোট’ নামে একটি রাজনৈতিক মোর্চা গঠন করেছেন বিএনপির সাবেক এই মন্ত্রী। এই রাজনীতিক বলেছেন, বঙ্গবন্ধুর দলের আন্দোলন ঠেকাতে ১৫ আগস্ট জন্মদিন পালনের ‘নাটকের অবতারণা’ করেন তার সাবেক নেত্রী খালেদা জিয়া। মঙ্গলবার রাজধানীর শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে জাতীয় গণতান্ত্রিক লীগের এক আলোচনা সভায় নাজমুল হুদা বলেন, দীর্ঘদিন আমি খালেদা জিয়ার সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠভাবে ছিলাম। আমি লক্ষ করেছি, যখন চারদলীয় জোট করে জামায়াতকে সঙ্গে নেয়া হয়, তখন বিএনপির রাজনীতিতে হঠাৎ করে ১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন পালন শুরু হয়। তখন আমরা অনেকেই প্রতিবাদ করেছি কিন্তু যেহেতু এটি (জন্মদিন পালন) প্রতিবাদী রাজনীতির অংশ ছিল, তাই হয়ে ওঠেনি। জামায়াতকে সঙ্গে নিয়ে জোট গঠন করে ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ বিরোধী দলে থেকে আগস্ট মাসে বিভিন্ন কর্মসূচী দিয়ে তীব্র আন্দোলন গড়ে তুলছিল। সেটাকে স্তব্ধ করার জন্যই ১৫ আগস্ট জন্মদিন পালন নামক নাটকের অবতারণা করেছিলেন খালেদা জিয়া।
×