ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফেরাতে চান মেসিকে

আর্জেন্টিনার নতুন কোচ বাউজা

প্রকাশিত: ০৬:২৭, ৩ আগস্ট ২০১৬

আর্জেন্টিনার নতুন কোচ বাউজা

স্পোর্টস রিপোর্টার ॥ অবশেষে নতুন কোচ পেয়ে গেল আর্জেন্টিনা। মঙ্গলবার এডগার্ডো বাউজাকে জাতীয় দলের কোচ হিসেবে নিয়োগ দিয়েছে আর্জেন্টাইন ফুটবল এ্যাসোসিয়েশন (এএফএ)। ফলে জেরার্ডো মার্টিনোর শূন্যস্থান পূরণ হলো। আর্জেন্টিনার কোচের দায়িত্ব পেয়েই সেরা তারকা লিওনেল মেসিকে অবসর ভেঙ্গে ফেরানোর প্রত্যয় ব্যক্ত করেছেন ৫৮ বছর বয়সী বাউজা। নামটা অপরিচিত লাগলেও দক্ষিণ আমেরিকার ফুটবলে বেশ জনপ্রিয় বাউজা। ২০০৮ সালে ইকুয়েডরের ক্লাব এলডিইউ কুইটো কোপা লিবার্টোডোরেসের শিরোপা জিতেছিল বাউজার অধীনে। সেবারই ইকুয়েডরের কোন ক্লাব প্রথমবারের মতো পড়েছিল লাতিন আমেরিকান ফুটবল শ্রেষ্ঠত্বের মুকুট। ২০১৪ সালে আর্জেন্টিনার ক্লাব সান লরেঞ্জোকেও কোপা লিবার্টোডোরেসের শিরোপা জিতিয়ে ছিলেন বাউজা। আর্জেন্টিনার হয়েও তিনি কাক্সিক্ষত সাফল্য পাবেন বলে আশা ফুটবল এ্যাসোসিয়েশনের প্রধান আরমান্ডো পেরেজের। নতুন কোচ নিয়োগের ঘোষণা দিয়ে তিনি বলেন, আমরা অনেকের সঙ্গেই কথা বলেছি। আর শেষ পর্যন্ত বাউজাকেই সেরা বলে মনে হয়েছে। আশা করছি, তিনি সেই সাফল্য এনে দিতে পারবেন, যা আমরা সবাই চাই। আর্জেন্টিনার সঙ্গে ২০১৮ সালের বিশ্বকাপ পর্যন্ত চুক্তিবদ্ধ হবেন বাউজা। আর তার নতুন মিশন শুরু হবে আগামী সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ দিয়ে। তবে বাউজার অন্যতম চ্যালেঞ্জ হবে, দলের সেরা খেলোয়াড় মেসিকে আবার আন্তর্জাতিক ফুটবলে ফেরানো। কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে হারের পর বিদায় বলে দিয়েছেন মেসি। এরই মধ্যে মেসির সঙ্গে যোগাযোগও নাকি শুরু করে দিয়েছেন বাউজা। এ প্রসঙ্গে আর্জেন্টিনার নতুন কোচ বলেন, আশা করি মেসির সঙ্গে আলাপ করলে তা তার জাতীয় দলে খেলা চালিয়ে যেতে সাহায্য করবে। মেসির কাছে আমি আমার পরিকল্পনা ব্যাখ্যা করতে চাই। বাউজা বলেন, মেসিকে কোন কিছু নিয়ে বোঝানোর দরকার নেই, পরিকল্পনা হলো ফুটবল নিয়ে (তার সঙ্গে) কথা বলা। তিনি আরও বলেন, খুব বেশি সময় নেই। আমার প্রথম দলে খুব একটা পরিবর্তন থাকবে না। তবে আমি ৫-৬ জন শীর্ষ খেলোয়াড়ের সঙ্গে কথা বলতে চাই।
×