ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আল-আমিনের মুখেও মুস্তাফিজ

প্রকাশিত: ০৬:২৬, ৩ আগস্ট ২০১৬

আল-আমিনের মুখেও মুস্তাফিজ

স্পোর্টস রিপোর্টার ॥ মিরপুর একাডেমি মাঠে আকিব জাভেদের অধীনে চলছে বাংলাদেশী পেসারদের এক সপ্তাহের পরিচর্যা পর্ব। আসন্ন বিসিএল ও ইংল্যান্ড সিরিজ ছাপিয়ে সেখানে প্রতিদিনই আলোচনায় মুস্তাফিজুর রহমান। ইনজুরিতে পড়ে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে যাওয়ার পথে সেনসেশনাল এ টাইগার পেসার। ইংল্যান্ড সিরিজ তো বটেই কাঁধের অস্ত্রোপচারের অপেক্ষায় থাকা মুস্তাফিজের হয়ত এ বছর আর ফেরা হবে না। কাউন্টি খেলতে বর্তমানে ইংল্যান্ডে থাকা বাঁহাতি পেসার বিসিবির (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) পরামর্শে মঙ্গলবারই ল্যাঙ্কাশায়ারের বিশেষজ্ঞ সার্জনের সঙ্গে দেখা করার কথা। মুস্তাফিজের ছিটকে যাওয়া দলের জন্য অপূরণীয় ক্ষতিÑ স্বীকার করেই বিষয়টাকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন আল-আমিন হোসেন। ‘মুস্তাফিজ এখন বাংলাদেশের ক্রিকেটের বড় সম্পদ। কোন দলই পরিকল্পনা করে ওকে আটকাতে পারে না। এটা একটা ফ্যাক্টর। সেক্ষেত্রে মাঠে আমাদের কাজটা সহজ হয়ে যায়। যেমন সাকিব ভাই, মুস্তাফিজ একপ্রান্তে থাকলে উইকেট পাওয়া যায়। সামনে ইংল্যান্ড যদি আসে, এরপর বড় সিরিজ খেলতে নিউজিল্যান্ডে যাবÑ সেক্ষেত্রে ওকে অনেক মিস করব। যত দ্রুত সুস্থ হয়ে উঠবে আমাদের জন্য ততই ভাল।’ বলেন আল-আমিন। বাংলাদেশ দলের পেস আক্রমণ এখন বিশ্বমানের। মশরাফি বিন মর্তুজা, তাসকিন আহমেদ, মুস্তাফিজদের দাপটে রুবেল হোসেনের মতো বোলারেরও একাদশে জায়গা হয় না। আল-আমিন আরও যোগ করেন, ‘বিষয়টিকে পজেটিভ চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি। এক বছর আগেও মুস্তাফিজ ছিল না। বাংলাদেশ খেলেছে। ইংল্যান্ড সিরিজে আমি দলে জায়গা নাও পেতে পারি। যে বা যারা আসবে তাদেরই টিকে থাকার জন্য ভাল করতে হবে।’ এ্যাকশন ত্রুটি শুধরে ফেরার পর রঙ্গিন পোশাকে আলো ছাড়ানো পেসারের যুক্তি, ‘আমাদের এমনভাবে পারফর্ম করতে হবে, মুস্তাফিজের অভাব বুঝতে দেয়া যাবে না। মাঠে আরও বেশি দায়িত্ব নিয়ে খেলতে হবে। দলের প্রয়োজন মেটাতে হবে। হয়ত ওর মতো হবে না, কারণ মুস্তাফিজ এক্সেপশনাল।’ সাসেক্সের হয়ে প্রথমবারের মতো কাউন্ডিতে পাড়ি জমানো মুস্তাফিজ দুটি মাত্র ম্যাচই খেলতে পেরেছেন। এরপরই ইনজুরিতে পড়েন। লন্ডন ব্রিজ হাসপাতালে দুই দফা স্ক্যান করানোর পর তার কাঁধে অস্ত্রোপচারে সিদ্ধান্ত হয়। অপারেশন টেবিলের আগে আরও এক বিশেষজ্ঞ সার্জনের পরামর্শের জন্য মঙ্গলবারই তার ল্যাঙ্কাশায়ারের উগ্যান যাওয়ার কথা। সেখানে ক্রীড়াবিষয়ক অর্থোপেডিক সার্জারিতে পারদর্শী অধ্যাপক লেনর্ড ফাঙ্কের সঙ্গে কথা বলবেন। বয়স কম হওয়ায় (২০ বছর) বিকল্পে না গিয়ে স্থায়ী সমাধানের জন্য মুস্তাফিজের অপারেশনের সিদ্ধান্ত অনেকটাই চূড়ান্ত। এজন্য বিন্দুমাত্র ঝুঁকি না নিয়ে ইংল্যান্ড বোর্ডের (ইসিবি) সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে বিসিবি।
×