ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

এবার রাহানের সেঞ্চুরিতে ভারতের দাপট

প্রকাশিত: ০৬:২৫, ৩ আগস্ট ২০১৬

এবার রাহানের সেঞ্চুরিতে ভারতের দাপট

স্পোর্টস রিপোর্টার ॥ কিংস্টন টেস্টেও চলছে ভারতের দাপট। প্রথম দু’দিন ছিল রবিচন্দ্রন অশ্বিন ও লোকেশ রাহুলের। আর সোমবর বৃষ্টির কারণে ছোট হয়ে আসা তৃতীয় দিন পুরোপুরি নিজের করে নিয়েছেন অজিঙ্কা রাহানে। তার দুর্দান্ত সেঞ্চুরির (১০৮*) সৌজন্যে ৯ উইকেটে ঠিক ৫০০ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করেছে ভারত। এ্যান্টিগায় বিশাল জয়ে চার ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে সফরকারীরা। স্যাবাইনা পার্কেও অব্যাহত অতিথিদের ব্যাট-বলের জাদু। প্রতিপক্ষকে ১৯৬Ñএ গুড়িয়ে দেয়া বিরাট কোহলির দল এগিয়ে ৩০৪ রানে। জয় তো বহু দূর, ইনিংস হার এড়াতেই স্বাগতিক ক্যারিবীয়দের মধুসূদনত্রাহী অবস্থা। কেবল বৃষ্টিই বাঁচাতে পারে জেসন হোল্ডারদের। ভারত ৩৫৮/৫ ও রাহানে ৪২ রান নিয়ে দিন শুরু করেন রাহানে। সঙ্গী ঋদ্ধিমান সাহাও ভাল করেছেন। অল্পের জন্য হাফসেঞ্চুরি মিস করা উইকেটরক্ষক-ব্যাটসম্যান আউট হয়েছেন ৮৭ রান করে। শুরুর দিকে উইন্ডিজ বোলারদের কিছুটা ভাল বোলিংয়ের সঙ্গে বৃষ্টি অতিথিদের জন্য বাধা হয়ে দাঁড়ায়। প্রথম সেশনে এই দু-জনে তোলেন ৬৭ রান। যে কারণে ইনিংসের ঘোষণায় কালক্ষেপণ। বৃষ্টির জন্য মধ্যাহ্ন বিরতির আগে খেলা হয় মাত্র ২৬.৪ ওভার। বিরতির পরপরই ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি পূর্ণ করেন রাহানে। ২৩৭ বলে ১৩ চার ও ৩ ছক্কায় ১০৮ রান নিয়ে অপরাজিত থাকেন তিনি। লেজের দিকে অমিত মিশ্র ২১, উমেশ যাদবের ১৯ কোহলিদের ৫শ’র কোটায় নিয়ে যায়। যা স্যাবাইনা পার্কের দলীয় ষষ্ঠ সর্বোচ্চ রানের নজির। ক্যারিবীয়দের হয়ে ১২১ রান দিয়ে সর্বাধিক ৫ উইকেট ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নামা অফস্পিনার রোস্টন চেইজের। ১টি করে শিকার অধিনায়ক জেমন হোল্ডার শ্যানন গ্যাব্রিয়েল ও দেবেন্দ্র বিশুর। রাহানে যেন ধারাবাহিকতার প্রতীক। এ নিয়ে টানা আট সিরিজে ৯০ বা তার বেশি রানের ইনিংস খেললেন ভারত সহ-অধিনায়ক। ‘সত্যি বলতে সেঞ্চুরি নিয়ে আমি খুব একটা ভাবিনি। মিশ্র ও শামি আউট হওয়ার পর উমেশকে বলেছিলাম স্বাভাবিক খেলা খেলতে। এমনকি আমি ৯৫Ñএ দাঁড়িয়েও স্বাভাবিক ছিলাম। উইন্ডিজের মাটিতে সেঞ্চুরি করাটা সবসময় স্পেশাল।’ প্রতিক্রিয়ায় বলেন রাহানে। আর ধারাবাহিকতা সম্পর্কে মুম্বাই তারকার মন্তব্য, ‘সেঞ্চুরি নয়, প্রতিটি ম্যাচে দলের জয়ে ভূমিকা রাখাটাই আমার প্রথম কাজ।’ সংক্ষিপ্ত স্কোর ॥ ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস ১৯৬/১০ (৫২.৩ ওভার; ব্ল্যাকউড ৬২, কুমিন্স ২৪*, স্যামুয়েলস ৩৭; অশ্বিন ৫/৫২, শামি ২/২৩, ইশান্ত ২/৫৩) ভারত প্রথম ইনিংস ৫০০/৯ ডিক্লে. (১৭১.১ ওভার; লোকেশ রাহুল ১৫৮, রাহানে ১০৮*, ঋদ্ধিমান ৪৭, পুজারা ৪৬, কোহলি ৪৪; চেইজ ৫/১২১) ** তৃতীয় দিন শেষে
×