ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রোনাল্ডো ব্যালন ডি’অর জিতবে ॥ বোল্ট

প্রকাশিত: ০৬:২৩, ৩ আগস্ট ২০১৬

রোনাল্ডো ব্যালন ডি’অর জিতবে ॥ বোল্ট

স্পোর্টস রিপোর্টার ॥ দু’জনের দোস্তি বেশ পুরনো। দু’জন দু’ঘরানার খেলোয়াড় হলেও স্প্রিন্টার উসাইন বোল্ট ও ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সখ্য সবার জানা। মাঝে মধ্যেই এ দুই জীবন্ত কিংবদন্তি তারকাকে এক সঙ্গে দেখা যায়। দু’জন দু’জনার প্রশংসা করতেও ভুল করেন না। এই যেমন এবার আরেকবার বন্ধু রোনাল্ডোর উচ্ছ্বসিত প্রশংসা করলেন জ্যামাইকান স্প্রিন্টার বোল্ট। রিও অলিম্পিকে মুকুট ধরে রাখার চ্যালেঞ্জে যাওয়া ট্রাক এ্যান্ড ফিল্ডের এই তারকা মঙ্গলবার সাক্ষাতকারে বলেছেন, এবার ফিফা ব্যালন ডি’অর খেতাব জয় করবেন রোনাল্ডো। ট্র্যাকের রাজা বোল্ট ফুটবলের বড় ভক্ত। তার প্রিয় ক্লাব ইংল্যান্ডের ম্যানচেস্টার ইউনাইটেড। এবারের রিও অলিম্পিকে ১০০, ২০০ ও ৪০০ মিটার রিলেতে স্বর্ণ জয়ের আশা করছেন এ জ্যামাইকান। সেই বোল্ট ফুটবল নিয়েও নিয়মিত খোঁজ খবর রাখেন। তাই তো বলছেন, আগামী বছর ব্যালন ডি’অর জয় করবেন রিয়াল মাদ্রিদের পর্তুগীজ সুপারস্টার রোনাল্ডো। পর্তুগালকে প্রথমবারের মতো ইউরো জেতাতে দুর্দান্ত ভূমিকা রাখা সি আর সেভেন এর আগে রিয়ালের হয়ে জিতেছেন উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ। এমন সাফল্যের কারণে রোনাল্ডোর হাতেই ব্যালন ডি’অর উঠবে বলে বিশ্বাস ১০০ ও ২০০ মিটার দৌড়ে বিশ্ব রেকর্ডধারী গতিদানব বোল্টের। এ প্রসঙ্গে বোল্ট বলেন, এটি (ব্যালন ডি’অর) অবশ্যই রোনাল্ডো পাবে। সে সমর্থকদের দুর্দান্ত কিছু করে দেখিয়েছে। বিশেষ করে ইউরো ২০১৬ তে সে ছিল অসাধারণ। যেখানে সে তার দলকে সব সময় সাহায্য করেছে। এদিকে ব্যক্তিগতভাবে বোল্ট ব্রাজিল ও বার্সিলোনা তারকা নেইমারের ভক্ত। আর রিও অলিম্পিকে গিয়ে নেইমারের সঙ্গে দেখা করতে চান তিনি। এ প্রসঙ্গে বোল্ট বলেন, নেইমারের সঙ্গে সাক্ষাত করব। তার খেলার কৌশল আমার দারুণ লাগে। আমি তাকে দেখতে পেলে খুশি হব। সে যেভাবে খেলে আমি সত্যি তা পছন্দ করি। আমাদের দলের লোকদের মাধ্যমে আমরা কিছু বার্তা আদান প্রদান করেছি। এখন আমি তার সঙ্গে দেখা হওয়ার জন্য অপেক্ষায় আছি। ধারণা করা হচ্ছে বিশ্বের দ্রুততম মানবের সঙ্গে নেইমারের দেখা হওয়া কেবল সময়ের ব্যাপার। বিশেষ করে কিছুদিন আগে নেইমারও জানিয়ে রেখেছেন তিনি বোল্টের অনুরাগী এবং নিজেদের দেশে অনুষ্ঠিতব্য অলিম্পিক আসরে তার সঙ্গে দেখা করার জন্য তর সইছে না। নেইমার বলেছিলেন, আমি বোল্টের ভক্ত। তার দৌড় দেখতে আমি মুখিয়ে আছি। এখন দু’তারকার সাক্ষাত কখন হয় সেটাই দেখার। বর্তমানে বোল্টের দখলেই আছে ১০০ ও ২০০ মিটারের স্প্রিন্টের বিশ্ব রেকর্ডটি। তারপরও জ্যামাইকান স্প্রিন্টার আশা করছেন ব্রাজিলে তিনি আরও জোরে দৌড়াতে পারবেন। এ প্রসঙ্গে সাক্ষাতকারে গতিদানব বলেন, আমি আশা করছি রিও ডি জেনিরোতে আমার জীবনের সেরা দৌড়টি দেয়ার। বিশ্ব রেকর্ডটি হলো একমাত্র শিরোপা যেটা নিয়ে কেউ বিতর্ক করবে না। ব্যক্তিগতভাবে আমি যদিও মনে করি যে আমার রেকর্ড অনেকদিন টিকে থাকবে। বোল্ট বলেন, আমি শুধু সেরা হতে চাই না। আমি চাই কিংবদন্তি হতে। কিংবদন্তি হতে গেলে জয় অব্যাহত রাখতে হবে এবং সেটাই আমাকে আরও এগিয়ে যাওয়ার আগ্রহ জিইয়ে রাখতে সাহায্য করে। আমি মনে করি জয়ের চেষ্টাটা সবসময়েই আনন্দের। আমি এও মনে করি এই খেলাটি চায় আমি জিতি। সাম্প্রতিক ইনজুরি প্রসঙ্গে বোল্ট বলেন, আমি ভাল বোধ করছি। দুই সপ্তাহ ধরে আমি অনেক যতœ নিয়ে অনুশীলন করছি। তারপরও ফিরতে পেরে আমি আনন্দিত। আমাকে ডাক্তারের কাছে যেতে হয়েছিল। পথ পাড়ি দেয়া, এমনকি অনুশীলন করতে হয়েছিল। এখন আমি ভাল বোধ করছি এবং কোনরকম সমস্যা ছাড়াই দৌড়াতে পারব। রিওতে আমি যথার্থ অবস্থায় থাকব। এই ইনজুরির আগে আমি ভাল অবস্থায় ছিলাম। তাই আমি কোন দুশ্চিন্তায় নেই। লন্ডন অলিম্পিকে ১০০ মিটার স্প্রিন্টে রেকর্ড গড়ে দ্রুততম মানব হওয়ার পরই তাকে তুল্য করা হচ্ছিল অতিমানব বলে। লন্ডনেই দৌড়ের দুনিয়ায় একমাত্র ব্যক্তি হিসেবে স্প্রিন্টে ডাবল জয়েরও কৃতিত্ব দেখিয়েছিলেন। অনেকটা অলৌকিক কা-ের পর অনেকেই বোল্টকে ভিনগ্রহের মানুষের সঙ্গে তুলনা করেন। কেউ কেউ তো বিশ্বাসই করতে পারছিলেন না, বোল্ট রক্ত মাংসের মানুষ কিনা! যে অবিশ্বাস্য কীর্তিগাথা জ্যামাইকান তরুণ গড়েন তাতে এমন ভাবাটা অমূলক নয়। লন্ডন অলিম্পিকে ১০০ মিটার স্প্রিন্টের পর ২০০ মিটার স্প্রিন্টেও স্বর্ণ জয়ের পর বোল্টকে নিয়ে উন্মাদনায় মজেছিল গোটা বিশ্ব। অবিশ্বাস্য, তাক লাগানো ওই সাফল্য এখনও অব্যাহত আছে। যা ধরে রাখার লক্ষ্যে এবার রিও’র ট্র্যাকে নামছেন বোল্ট।
×