ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চট্টগ্রাম শিক্ষাবোর্ডে প্রথম নারী চেয়ারম্যান শাহেদা

প্রকাশিত: ০৫:৫৮, ৩ আগস্ট ২০১৬

চট্টগ্রাম শিক্ষাবোর্ডে প্রথম নারী চেয়ারম্যান শাহেদা

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন প্রফেসর শাহেদা ইসলাম। ১৯৯৫ সালে শিক্ষাবোর্ড প্রতিষ্ঠার পর তিনিই হলেন প্রথম নারী চেয়ারম্যান। মঙ্গলবারই তিনি এই দায়িত্বভার গ্রহণ করেন। শিক্ষাবোর্ড সূত্রে জানা যায়, প্রফেসর শাহেদা ইসলাম চট্টগ্রাম সরকারী মহিলা কলেজের অধ্যক্ষের দায়িত্ব ছিলেন। অধ্যক্ষের পদ থেকে তাঁকে প্রেষণে শিক্ষাবোর্ড চেয়ারম্যান হিসেবে পদায়ন করে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব আবু কায়সার খান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে প্রফেসর শাহেদা ইসলাম চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ১৮তম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন বলে উল্লেখ করা হয়। প্রফেসর শাহেদা ইসলামের জন্ম ফেনী শহরের ডাক্তারপাড়ায়। ফেনী সরকারী উচ্চ বিদ্যালয় থেকে ১৯৭৫ সালে এসএসসি (বিজ্ঞান) এবং ১৯৭৭ সালে চট্টগ্রাম সরকারী মহিলা কলেজ থেকে এইচএসসি পাস করার পর তিনি জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। ফল প্রদর্শনী পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ খাগড়াছড়িতে ৮ দিনব্যাপী বৃক্ষমেলা ও ফল প্রদর্শনী শুরু হয়েছে। মঙ্গলবার সকালে খাগড়াছড়ি টাউন হল প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা। এ সময় পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান, কংজরী চৌধুরী, জেলা প্রশাসক ওয়াহিদুজ্জামান, পুলিশ সুপার মজিদ আলী, বিভাগীয় বন কর্মকর্তা হারুন অর রশিদ উপস্থিত ছিলেন। পরে টাউন হলে এক সভা অনুষ্ঠিত হয়। এর আগে শহরে একটি র‌্যালি বের হয়। বৃক্ষমেলা উদ্বোধন নিজস্ব সংবাদদাতা, কচুয়া, চাঁদপুর, ২ আগস্ট ॥ ‘স্বাস্থ্য পুষ্টি অর্থ চান দেশী ফল বেশি খান’ সেøাগানে কচুয়ায় ৩ দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরে র‌্যালি ও আলোচনা সভা আয়োজন করা হয়। র‌্যালি শেষে নির্বাহী কর্মকর্তা মুহম্মদ আশরাফ হোসেন ফিতা কেটে মেলার উদ্বোধন করে বিভিন্ন প্রজাতির বৃক্ষ ও ফলফলাদির স্টল পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা রাকিবুল হাসান, এ কে এম এস ইকবাল প্রমুখ। রাজশাহীতে বন্দুকযুদ্ধে যুবক নিহত স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে নগরীর মতিহার থানার আশরাফের মোড় এলাকায় বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে। নিহত ওই যুবকের আনুমানিক বয়স ২৬ বছর। তবে তার নাম-পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ। লাশের সন্ধানেও হাসপাতালে আসেনি কেউ। চুয়াডাঙ্গায় ১২ কোটি টাকার সাপের বিষ উদ্ধার নিজস্ব সংবাদদাতা, চুয়াডাঙ্গা, ২ আগস্ট ॥ চুয়াডাঙ্গার ৬ বিজিবি অভিযান চালিয়ে দুই পাউন্ড কোবরা সাপের বিষ উদ্ধার করেছে। মঙ্গলবার দুপুর ১২টায় জেলা সদরের নীলমনিগঞ্জ পিটিআই মোড়ের একটি চালের মিলে অভিযান চালিয়ে উক্ত বিষ জব্দ করে। এ সময় সোহেল নামে একজনকে আটক করা হয়। চুয়াডাঙ্গা ৬ বিজিবির পরিচালক প্রেস বিজ্ঞপ্তির মাধমে জানান, উপজেলার নীলমনিগঞ্জ পিটিআই মোড়ের একটি চালের মিলে কোবরা সাপের বিষ রাখা আছে বলে জানতে পারেন।
×