ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পিডিবিকে কোম্পানিতে রূপান্তর সিদ্ধান্তের প্রতিবাদে কর্মবিরতি বিক্ষোভ

প্রকাশিত: ০৫:৫৭, ৩ আগস্ট ২০১৬

পিডিবিকে কোম্পানিতে রূপান্তর সিদ্ধান্তের প্রতিবাদে কর্মবিরতি বিক্ষোভ

জনকণ্ঠ ডেস্ক ॥ বাংলাদেশ বিদ্যুত উন্নয়ন বোর্ডকে (পিডিবি) কোম্পানিতে রূপান্তর করার সিদ্ধান্তের প্রতিবাদে সারাদেশে প্রতিবাদ-বিক্ষোভ করেছেন পিডিবির কর্মকর্তা-কর্মচারীরা। তারা বিদ্যুত প্রতিমন্ত্রীর পদত্যাগ দাবি করেন। এ কর্মবিরতি ও বিক্ষোভের কারণে দুর্ভোগে পড়েছেন সেবাগ্রহণকারীরা। ঢাকার বাইরে থেকে স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানো খবর। রাজশাহী ॥ পিডিবিকে কোম্পানিতে রূপান্তর করার সিদ্ধান্ত বাতিলের দাবিতে মঙ্গলবার বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেছেন পিডিবি রাজশাহীর কর্মকর্তা ও কর্মচারীরা। বিক্ষোভ সমাবেশ থেকে বিদ্যুত প্রতিমন্ত্রী নসরুল হামিদ ও পিডিবির চেয়ারম্যান শামসুল হাসান মিয়ার পদত্যাগ দাবি করা হয়। জাতীয় শ্রমিক লীগ রাজশাহী মহানগরীর সাধারণ সম্পাদক আব্দুস সোহেলের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় বিদ্যুত শ্রমিক লীগ সিবিএ’র কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক শহীদুল্লাহ, কার্যকরী সভাপতি একেএম শহিদুল ইসলাম প্রমুখ। নওগাঁ ॥ জেলার পিডিবি চত্বরে নওগাঁ ও সান্তাহার পিডিবির কর্মকর্তা-কর্মচারীরা প্রতিবাদ সমাবেশ ও অবস্থান ধর্মঘট পালন করেছেন। পিডিবির প্রধান ফটক বন্ধ রেখে এ প্রতিবাদ সমাবেশে সভাপত্বি করেন নওগাঁ পিডিবির নির্বাহী প্রকৌশলী শংকর কুমার দেব। বক্তব্য রাখেন সান্তাহার পিডিবির নির্বাহী প্রকৌশলী জিল্লুর রহমান, ফজলুল করিম। নোয়াখালী ॥ জেলা কার্যালয়ের প্রধান ফটক, বিভিন্ন কক্ষে তালা ঝুলিয়ে কর্মবিতরি পালন, কার্যালয়ের ভেতরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। জাতীয় বিদ্যুত শ্রমিকলীগ (সিবিএ) জেলা কমিটির সভাপতি তারিকুর জামান পান্নুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক ওমর ফারুক, উপ-সহকারী প্রকৌশলী মোছলে উদ্দিন প্রমুখ। সিলেট ॥ মঙ্গলবার সকালে জাতীয় শ্রমিক লীগের ব্যানারে শ্রমিক-কর্মচারীরা কর্মবিরতি শুরু করে দুপুরে সিলেট বিদ্যুত বিক্রয় ও বিতরণ বিভাগের প্রধান প্রকৌশলীর কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। জাতীয় বিদ্যুত শ্রমিকলীগের সিলেট-সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি শুক্কুর আহমদের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহসভাপতি হাজী সেলিম, নূরুল ইসলাম প্রমুখ।
×