ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জঙ্গীবিরোধী মতবিনিময় লিফলেট বিতরণ

প্রকাশিত: ০৫:৫৬, ৩ আগস্ট ২০১৬

জঙ্গীবিরোধী মতবিনিময় লিফলেট বিতরণ

জনকণ্ঠ ডেস্ক ॥ সন্ত্রাসী ও জঙ্গীবাদী কর্মকা- প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে দেশজুড়ে মতবিনিময় ও লিফলেট বিতরণ করা হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানো- চট্টগ্রাম ॥ জঙ্গীবাদের বিরুদ্ধে সারাদেশে ঐক্যের সৃষ্টি হয়েছে। সারাদেশের সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। এদেশে জঙ্গীবাদের কোন ঠাঁই হবে না। প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে জঙ্গীদের বিরুদ্ধে গণমাধ্যম কর্মীদেরও ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে। মৌলবাদ ও স্বাধীনতাবিরোধী অপশক্তি দেশকে ধ্বংস ও অকার্যকর রাষ্ট্রে পরিণত করার যে অপচেষ্টা চালাচ্ছে তা রুখে দিতে হবে। মঙ্গলবার চট্টগ্রাম প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি রিয়াজ হায়দার চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি ও পূবালী ব্যাংকের পরিচালক আবু সুফিয়ান প্রমুখ। খুলনা ॥ খুলনা জেলা তথ্য অফিস তথ্য মন্ত্রণালয় প্রকাশিত সন্ত্রাস ও জঙ্গীবাদবিরোধী দুটি প্রচারপত্র খুলনায় আনুষ্ঠানিকভাবে বিতরণ শুরু করেছে। মঙ্গলবার সকালে রূপসা বাসস্ট্যান্ড ও গল্লামারী বাসস্ট্যান্ডে ‘জঙ্গী-সন্ত্রাস করবই নির্মূল’ এবং ‘জঙ্গীবাদ ও সন্ত্রাস নির্মূলে এগিয়ে আসুন’ শিরোনাম সংবলিত এই প্রচারপত্রের (লিফলেট) বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক নাজমুল আহসান এবং জেলা পরিষদের প্রশাসক শেখ হারুনুর রশীদ। সিলেট ॥ সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্কুল, কলেজ ও মাদ্রাসা প্রধান এবং শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিষদ সভাপতিদের সঙ্গে সন্ত্রাস ও জঙ্গীবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আমিনুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন সিলেট মহানগর পুলিশ কমিশনার মোঃ কামরুল আহসান। বাগেরহাট ॥ বাগেরহাটের মোল্লাহাটে মঙ্গলবার জঙ্গীবাদের বিরুদ্ধে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিল শেষে সমাবেশে সভাপতিত্ব করেন- উপজেলা আওয়ামী লীগ সভাপতি কালিপদ বিশ্বাস। মুন্সীগঞ্জ ॥ মুক্তিযোদ্ধারা ঐক্যবদ্ধভাবে মঙ্গলবার জঙ্গীবিরোধী মানববন্ধন করেছে। এতে জেলার অধিকাংশ মুক্তিযোদ্ধা অংশ নেন। মুক্তিযোদ্ধারের এই মানববন্ধন শহরের মুক্তিযোদ্ধা ভাস্কর্য থেকে কৃষি ব্যাংক চত্বর ছাড়িয়ে যায়। এতে নেতৃত্ব দেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও উপজেলা চেয়ারম্যান আনিস-উজ-জামান। মানববন্ধন চলাকালে আনিস-উজ-জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ডেপুটি কমান্ডার এনামূল হক ও আলী আহম্মেদ বাচ্চু, সহকারী কমান্ডার ইকবাল হোসেন, সাংগঠনিক কমান্ডার জামাল হোসেন প্রমুখ। দিনাজপুর ॥ পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি বলেছেন, সন্ত্রাস ও জঙ্গীবাদ শুধু বাংলাদেশের সমস্যা নয়, এটা বৈশ্বিক সমস্যা। সম্প্রতি দেশে যে ঘটনাগুলো ঘটেছে, এতে করে গোটা বিশ্ব আমাদের পাশে দাঁড়িয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দানে ‘সন্ত্রাস ও জঙ্গীবাদকে না বলুন, সামাজিক প্রতিরোধ গড়ে তুলুন’ সেøাগানে সন্ত্রাস ও জঙ্গীবাদবিরোধী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি। যশোর ॥ যশোরে তথ্য মন্ত্রণালয় থেকে প্রকাশিত জঙ্গীবাদ ও সন্ত্রাস নির্মূলে প্রচারণামূলক লিফলেট বিতরণ কার্যক্রম উদ্বোধন হয়েছে। যশোর জেলা তথ্য অফিসের আয়োজনে মঙ্গলবার কালেক্টরেট প্রাঙ্গণে লিফলেট বিতরণ উদ্বোধন করেন এমপি কাজী নাবীল আহমেদ। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ডক্টর হুমায়ুন কবীর। নওগাঁ ॥ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বদলগাছী উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরাম, নবনির্বাচিত চেয়ারম্যান, মেম্বার ও ইমামদের সমন্বয়ে উপজেলা কমিউনিটি সেন্টারে জঙ্গীবাদ, সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে সভাপতিত্ব করেন বদলগাছী থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোজাম্মেল হক বিপিএম, পিপিএম। শেরপুর ॥ শ্রীবরদীতে জঙ্গীবাদ ও নাশকতা প্রতিরোধে উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত ওই মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁন। উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা নাছরিন সভাপতিত্ব করেন। ঈশ্বরদী ॥ মঙ্গলবার আইকে রোডে প্রাথমিক শিক্ষক সমিতি ঈশ্বরদীর পক্ষ থেকে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহজেবিন শিরিন পিয়া। বিশেষ অতিথির বক্তব্য দেন, সহকারী শিক্ষা অফিসার জহুরুল ইসলাম ও ছলিমপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথা। আবুল বাশার খানের সভাপতিত্বে বক্তব্য দেন, সমিতির সভাপতি মাসুদ হামিদ ও সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, নুরুল ইসলাম, শামসুল হক, জাহাঙ্গীর আলম। শাহজাদপুর (সিরাজগঞ্জ) ॥ মঙ্গলবার সকালে শাহজাদপুরে রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারিবাড়ি মিলনায়তনে উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির উদ্যোগে জঙ্গীবাদ প্রতিরোধকল্পে জনগণের সচেতনতা সৃষ্টি ও করণীয় শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় এমপি মুক্তিযোদ্ধা হাসিবুর রহমান স্বপনের নেতৃত্বে সকাল সাড়ে ১০টায় এ উপলক্ষে এক র‌্যালি বের হয়। কাছারিবাড়ি মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার শামীম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় এমপি হাসিবুর রহমান স্বপন, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান।
×