ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৫:৫৫, ৩ আগস্ট ২০১৬

টুকরো খবর

বিয়ের আসর থেকে ভুয়া এসআই আটক স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) এসআই পরিচয়ে প্রতারণার মাধ্যমে বিয়ে করতে গিয়ে আটক হয়েছে এক প্রতারক। সোমবার মধ্যরাতে বিয়ের আসর থেকে ভুয়া এসআই উৎপল ম-লকে আটক করে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে আগৈলঝাড়া উপজেলার বাশাইল গ্রামে। পুলিশ জানায়, গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার বিজপাই গ্রামের নিরাপদ ম-লের পুত্র উৎপল ম-ল নিজেকে পুলিশ পিবিআই’র এসআই পরিচয় দিয়ে বাশাইল গ্রামের দেবেন্দ্রনাথ মুন্সীর কলেজ পড়ুয়া কন্যাকে বিয়ে করার প্রস্তাব দেয়। সেমতে রাতে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। উৎপল বিয়ে বাড়িতে আসলে কথা বলার একপর্যায়ে স্থানীয় একব্যক্তি উৎপলকে ‘পিবিআই’র পূর্ণাঙ্গ অর্থ জানতে চায়। উৎপল তা বলতে না পারায় স্থানীয়দের সন্দেহ হয়। এ সময় স্থানীয়রা তাকে গণধোলাই দিলে উৎপল প্রতারণার বিষয়টি স্বীকার করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পিবিআই’র ভুয়া এসআই পরিচয়ের উৎপলকে আটক করে। এ ঘটনায় ওইদিন রাতেই পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়েরের পর মঙ্গলবার দুপুরে আটককৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ, ২ আগস্ট ॥ উপজেলার আঙ্গারগাড়া গ্রামে মঙ্গলবার সকালে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। জানা যায়, ওই গ্রামের শমশের আলীর শিশু কন্যা তায়েবা (৩) ও সেলিম মিয়ার পুত্র রাফি (২) বাড়ির পাশের্^ খেলা করার সময় হঠাৎ পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। বাড়ির লোকজন টের পেয়ে তাদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করে । নীলফামারী স্টাফ রিপোর্টার নীলফামারী থেকে জানান, চলমান বর্ষার পুকুরের ভরা পানিতে ডুবে মোর্শেদা বেগম (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে ঘটনাটি ঘটে ডোমার উপজেলার হরিণচড়া ইউনিয়নের পূর্ব হরিণচড়া চেয়ারম্যানপাড়া গ্রামে। নিহত বৃদ্ধা মোর্শেদা বেগম গ্রামের রেয়াজুল ইসলামের স্ত্রী ও পাঁচ সন্তানের জননী। তিন মাদক বিক্রেতা গ্রেফতার স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ ঈশ্বরদী থানা পুলিশ মঙ্গলবার ভোরে তিন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে। এরা হলো ভেড়ামারার কামরুল হুদা ও নয়ন হোসেন এবং ভবানীপুরের রহমান। তিন হাসপাতালের জরিমানা সংবাদদাতা, রায়পুর, লক্ষ্মীপুর, ২ আগস্ট ॥ রায়পুরে ভ্রাম্যমাণ আদালতে তিনটি প্রাইভেট হাসপাতালসহ এক জেনারেটর ব্যবসায়ী ও মাদকসেবীকে ১ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে। সোমবার রাতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম হোসেন এ অভিযান পারচালনা করেন। মর্ডান হাসপাতালকে (প্রাইভেট) লাইসেন্সের শর্তভঙ্গ বা শর্তানুযায়ী সেবা প্রদান না করার কারণে ৪০ হাজার টাকা, মা ও শিশু হাসপাতালকে ৪০ হাজার টাকা ও সাবেক মেয়র এবিএম জিলানী পরিচালিত মেঘনা প্রাইভেট হাসপাতালকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে উচ্চক্ষমতা সম্পন্ন একাধিক জেনারেটর ব্যবহার করে শব্দ দূষণের অপরাধে জেনারেট ব্যবসায়ী শিপলুকে ৫০ হাজার টাকা ও মাদক সেবন ও মাদকদ্রব্য বহনের দায়ে এক যুবকের ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। রাঙ্গামাটিতে বৃক্ষমেলা নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি, ২ আগস্ট ॥ জীবিকার জন্য গাছ, জীবনের জন্য গাছ এবং অর্থ পুষ্টি স্বাস্থ্য চান, দেশী ফল বেশি খান এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার থেকে রাঙ্গামাটিতে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা। বৃক্ষরোপণ অভিযান উপলক্ষে এই মেলার আয়োজন করেছে জেলা প্রশাসন, বনবিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদফতর। জেলা প্রশাসক কার্যালয় চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মেলার উদ্বোধন করেছেন প্রাক্তন পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার। মেলা উপলক্ষে ওইদিন সকালে শহরে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়েছে। র‌্যালিটি পৌরসভা চত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়েছে। তিন বাড়িতে ডাকাতি নিজস্ব সংবাদদাতা, বরগুনা, ২ আগস্ট ॥ গভীর রাতে পর পর তিনটি ডাকাতির ঘটনায় সদর উপজেলায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার রাত ২ থেকে ৪টা পর্যন্ত ১০/১২ জন ডাকাত পোটকাখালী ও কুমরাখালী গ্রামে লুণ্ঠন চালায়। এ সময় অর্থ স্বর্ণালঙ্কার লুটের পাশাপাশি কুপিয়ে ও পিটিয়ে অন্তত ১২ জনকে জখম করে। এরপর রাত পৌনে ৩টায় তারা কুমরাখালী গ্রামের ইটভাটা মালিক গোলাম মোস্তফার বাড়িতে লুণ্ঠন চালায়। দরজার গ্রিল ভেঙ্গে ঢুকে ১০ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৫০ হাজার টাকা ও দলিলপত্র লুট করে। আহত করে তার ছেলে সিফাতসহ ৩ জনকে। সর্বশেষ একই এলাকার (কুমরাখালী) শহীদ ব্যাপারির বাড়িতে লুণ্ঠন চালায় ডাকাতরা। পোশাক কারখানার জিএমকে কুপিয়ে জখম নিজস্ব সংবাদদাতা, সাভার, ২ আগস্ট ॥ আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানার জিএমকে কুপিয়ে গুরুতর জখম করেছে একদল দুর্বৃত্ত। সোমবার গভীর রাতে আশুলিয়া ইউনিয়নের শ্রীখ-দিয়া এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, গভীর রাতে শ্রীখ-দিয়া এলাকা দিয়ে আশুলিয়ার কাইচাবাড়ি এলাকার ‘এ.আর. এ্যাম্ব্রয়ডারি ডিজাইন লিমিটেড’ কারখানার জিএম হুমায়ুন কবির মাইক্রোবাস দিয়ে কাঠগড়া বাজারে ফিরছিলেন। এ সময় ওই রাস্তায় ব্যারিকেড দিয়ে ১০/১২ জন দুর্বৃত্ত মাইক্রোবাসটি আটক করে এবং গাড়ির গ্লাস ভেঙ্গে হুমায়ুন কবিরকে কুপিয়ে জখম করে। অধ্যক্ষের বিরুদ্ধে তদন্ত শুরু স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ দৈনিক জনকণ্ঠে ১ আগস্ট “অধ্যক্ষর অপসারণ দাবিতে ক্লাস বর্জন” শিরোনামে সংবাদ প্রকাশের পর টনক নড়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। প্রকাশিত সংবাদের পর ওইদিন বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কলেজ গবনিং বডির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার শতরূপা তালুকদার এবং থানার ওসি মনিরুল ইসলাম। ঘটনাটি আগৈলঝাড়া উপজেলার রতœপুর ইউনিয়নের মোহনকাঠী আদর্শ মাধ্যমিক বিদ্যালয় এ্যান্ড কলেজের। শতরূপা তালুকদার জানান, তিনি অভিযোগের প্রাথমিক তদন্তসহ ভুক্তভোগীর কাছ থেকে লিখিত জবানবন্দী গ্রহণ করেছেন। সোমবার সন্ধ্যায় তার কার্যালয়ে গবর্নিং বডির জরুরী সভায় অধিকতর তদন্তের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলামকে দ্বায়িত্ব দেয়া হয়েছে। তদন্ত রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ইউএনও’র নির্দেশ পেয়ে শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম মঙ্গলবার সকালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গিয়ে তদন্ত করলেও রিপোর্ট দাখিলের আগে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি। একই ঘটনায় থানার ওসি মনিরুল ইসলামও পৃথকভাবে তদন্ত করছেন। পিপিআর রোগে ১৯ ছাগলের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ২ আগস্ট ॥ আমতলী উপজেলায় ছাগলের পিপিআর রোগ ছড়িয়ে পড়েছে। এতে গত ৭ দিনে দু’টি গ্রামে ১৯ ছাগলের মৃত্যু হয়েছে। কৃষকদের অভিযোগ প্রাণী সম্পদ বিভাগ কর্তৃপক্ষ ভ্যাকসিন দিচ্ছে না। তাদের কাছে বলে কোন প্রতিকার পাওয়া যাচ্ছে না। জানা গেছে, উপজেলার ৭টি ইউনিয়নে দ্রুত পিপিআর রোগ ছড়িয়ে পড়েছে। ৪/৫ শতাধিক ছাগল পিপিআর রোগে আক্রান্ত হয়েছে। আক্রান্ত ছাগল মালিকরা জানান, প্রথমে সর্দি, জ্বরে আক্রান্ত হয়। পরে পাতলা পায়খানা হয়ে ছাগল মারা যাচ্ছে। কৃষক নুরু মিয়া জানান, প্রাণিসম্পদ বিভাগের কোন চিকিৎসক রোগ প্রতিরোধে ভ্যাকসিন দিতে আসছে না। তাদের জানালেও তারা গরিমসি করছে। মজিবুর রহমান জানান, প্রাণিসম্পদ বিভাগে ও বাজারে ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না। এতে রোগাক্রান্ত ছাগলকে চিকিৎসা দিতে পারছি না। ছয় ঘর ভস্মীভূত স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ অগ্নিকা-ে জেলা শহরের পৌর এলাকার কুখাপাড়া ঘুণ্টিরপাড় মহল্লায় তিন পরিবারের ছয় বসতঘর, আসবাবপত্র ও অর্থ পুড়ে ছাই হয়েছে। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ওই মহল্লার অছিমুদ্দিনের বাড়ির রান্নাঘর থেকে অগ্নিকা্ে-র সূত্রপাত ঘটে দ্রুত তা ছড়িয়ে পড়ে। এতে অছিমুদ্দিনসহ প্রতিবেশী জুয়েল ও সোহেলের পরিবারের টিনের ছয়টি বসতঘর ও ঘরে থাকা আসববাবপত্র পুড়ে ছাই হয়। এতে ক্ষতির পরিমাণ প্রায় ৮ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।
×