ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে জঙ্গী বিরোধী মানববন্ধন

প্রকাশিত: ০৫:৫২, ৩ আগস্ট ২০১৬

বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে জঙ্গী বিরোধী মানববন্ধন

জনকণ্ঠ ডেস্ক ॥ দেশের বিভিন্ন বেসরকারী বিশ্ববিদ্যালয় ও কলেজ মঙ্গলবার সন্ত্রাস ও জঙ্গীবাদবিরোধী মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করে। এসব কর্মসূচীতে গত মাসে গুলশান ও শোলাকিয়ায় জঙ্গী হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। কর্মসূচীতে বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্য ও অন্যান্য শিক্ষক-কর্মচারীসহ বহু শিক্ষার্থী অংশ নেয়। নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি, ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ, নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ, মেরিটাইম ইউনিভার্সিটি, আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এ্যান্ড টেকনোলজি (বাউয়েট), শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব), মাইলস্টোন কলেজ ও ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এ্যাগ্রিকালচার এ্যান্ড টেকনোলজি তাদের নিজ নিজ ক্যাম্পাসে এসব মানববন্ধন ও আলোচনার আয়োজন করে।-বিজ্ঞপ্তি সন্ত্রাসবিরোধী জাতীয় ঐক্য গড়ার কাজ করছে বিএনপি ॥ নজরুল স্টাফ রিপোর্টার ॥ আওয়ামী লীগ না এলেও বিএনপির সন্ত্রাস ও জঙ্গীবাদবিরোধী জাতীয় ঐক্যের ডাকে দেশের অন্যান্য রাজনৈতিক দল সাড়া দিচ্ছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। মঙ্গলবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন তিনি এ কথা বলেন। সরকার জঙ্গীদের হত্যা করে তথ্যের উৎস নষ্ট করছে বলে অভিযোগ করে নজরুল ইসলাম খান বলেন, যারা সত্যিকারের জঙ্গী তারা নিহত হবে, আহত হবে তাতে আমাদের কষ্ট পাওয়ার কিছু নেই। আমরা শুধু বলছি, তাদের হত্যা করে তথ্যের উৎস নষ্ট করার উদ্দেশ্যটা কী? বরং তাদের কাছ থেকে তথ্য নিয়ে জঙ্গীদের মূল উৎস নির্মূল করা দরকার। কিন্তু তা না করে সরকার নির্বুদ্ধিতার পরিচয় দিচ্ছে। নজরুল ইসলাম বলেন, আমরা সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ কর্মসূচী নেয়ার পক্ষে। আমরা ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার চেষ্টা করছি।
×