ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ট্রাম্পকে আয়কর রিটার্ন প্রকাশের চ্যালেঞ্জ

হিলারিকে বাফেটের সমর্থন

প্রকাশিত: ০৫:৪৮, ৩ আগস্ট ২০১৬

হিলারিকে বাফেটের সমর্থন

ব্যবসায়ী, বিনিয়োগ গুরু ও সমাজসেবী ওয়ারেন বাফেটের সমর্থন পেলেন হিলারি ক্লিনটন। হিলারি এবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার প্রতিপক্ষ রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প নিউইয়র্কের একজন ধনকুবের। নির্বাচনী প্রচারাভিযানে তিনি একের পর এক বিতর্ক সৃষ্টি করে এখনও পর্যন্ত সবার মনোযোগের কেন্দ্রে রয়েছেন। প্রতিযোগিতার কোন নিয়ম-কানুনই যেন গ্রাহ্য করছেন না ট্র্রাম্প। বিষয়টি ডেমোক্র্যাটিক শিবিরের জন্য উদ্বেগজনক। এ কারণে বাফেটের সমর্থন হিলারির সমর্থকদের বাড়তি শক্তি যোগাবে বলে আশা করা হচ্ছে। ‘ওরাকল অব ওমাহা’খ্যাত বাফেট ট্রাম্পের চেয়েও ধনী। তিনি নিয়মিত কর পরিশোধ করেন। কর রিটার্ন জনসমক্ষে প্রকাশ করতে তার কোন জড়তা নেই। কিন্তু ট্রাম্প নানা বিষয়ে নিজেকে একজন শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে তুলে ধরলেও ট্যাক্স রিটার্ন জনসমক্ষে প্রকাশ করতে তার রয়েছে প্রবল অনীহা। সোমবার নেব্রাস্কা অঙ্গরাজ্যের নিজ শহর ওমাহায় ডেমোক্র্যাটিক নির্বাচনী প্রচারাভিযানে যোগ দিয়ে তিনি ট্রাম্পের উদ্দেশে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেন, ‘তাকে আমি একটি প্রস্তাব দিতে চাই। আশা করি তিনি আমার প্রস্তাব ফিরিয়ে দেবেন না। এই মুহূর্তে আমার বিষয়-সম্পত্তি নিয়ে অডিট চলছে। আমি এখন থেকে নির্বাচন পর্যন্ত তার সঙ্গে যে কোন সময় যে কোন জায়গায় বসতে রাজি আছি। আমি আমার কর রিটার্ন নিয়ে আসব। তিনি কি তার কর রিটার্ন নিয়ে আসবেন... রিটার্নে যা আছে ওই সম্পর্কিত সাধারণ মানুষের প্রশ্নের উত্তর দিতে কি তিনি রাজি আছেন? ওমাহার ওই সমাবেশে হিলারি ক্লিনটন উপস্থিত ছিলেন। বাফেট বলেন, ট্রাম্প লুকাচ্ছেন কিছু, ভোটারদের বিভ্রান্ত করছেন। পুরনো অভিজ্ঞতার কথা তুলে ধরে বাফেট বলেন, ট্রাম্প ১৯৯৫ সালে আটলান্টিক সিটি হোটেলের শেয়ার প্রথম বাজারে ছাড়েন। শেয়ার কেনার জন্য ট্রাম্প বিনিয়োগকারীদের প্রলুব্ধ করেন। অন্য অনেকের মতো ওই সময় বাফেটও ট্রাম্পের হোটেলের শেয়ার কিনেছিলেন। ট্রাম্পের কোম্পানি বছরের পর বছর লোকসান দেয়। বাফেট এ কথার ওপর জোর দেন যে, একজন সফল ব্যবসায়ীর যে ভাবমূর্তিটি ট্রাম্প ভোটারদের সামনে তুলে ধরছেন তা আসলে যথাযথ নয়। ব্যবসায়ী হিসেবে সফলতা ট্রাম্পের নির্বাচনী প্রচারাভিযানের মূল ইস্যু। রাজনৈতিক কোন পদে থাকার অভিজ্ঞতা না থাকলেও যেহেতু ট্রাম্প ব্যবসায়ী হিসেবে সফল হয়েছেন তাই দেশকে সফলভাবে নেতৃত্ব দিতে পারবেন, এটি ট্রাম্প ও তার সমর্থকদের মূল উপজীব্য। বাফেট এবার ট্রাম্পের প্রধান যোগ্যতাকেই প্রশ্নবিদ্ধ করে তুললেন। এক সপ্তাহের মধ্যে এটি ছিল ট্রাম্পকে টার্গেট করে দ্বিতীয় কোন বিলিয়নিয়ারের মৌখিক আক্রমণ। ইরাকে নিহত মুসলিম মার্কিন সৈন্য হুমায়ুন খানের পিতা খিজির খান ও তার স্ত্রীর প্রতি ট্রাম্পের অসৌজন্যমূলক মন্তব্যেরও সমালোচনা করেন বাফেট। গত সপ্তাহে ফিলাডেলফিয়ায় ডেমোক্র্যাটিক ন্যাশনাল কনভেনশনে ট্রাম্পের কড়া সমালোচনা করেছিলেন বিলিয়নিয়ার ও সাবেক নিউইয়র্ক সিটি মেয়র মাইকেল ব্লুমবার্গ। বাফেট আমেরিকার বিনিয়োগকারীদের সবচেয়ে শ্রদ্ধাভাজন ব্যক্তি হিসেবে গণ্য হয়ে থাকেন। বাফেট প্রতিশ্রুতি দেন ভোটের দিন তিনি ১০ জন নেব্রাস্কাবাসীকে ভোটকেন্দ্রে নিয়ে যাবেন, যারা হিলারিকে ভোট দেবেন। তিনি অন্যদের প্রতিও আহ্বান জানান তারাও যেন এমনটি করেন। নেব্রাস্কা মূলত রিপাবলিকানদের একটি ঘাঁটি হিসেবে পরিচিত। সোমবার সিবিএস নিউজ পরিচালিত এক জরিপে দেখা যায়, হিলারি ট্রাম্পের তুলনায় ৪৬-৩৯ শতাংশে এগিয়ে রয়েছেন। ২০০৮ সালে নেব্রাঙ্কায় বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী জন ম্যাককেইনের সঙ্গে সামান্য ব্যবধানে জিতে গেলেও ২০১২ সালের নির্বাচেনে তিনি প্রতিদ্বন্দ্বী মিট রমনির কাছে হেরে গিয়েছিলেন। -নিউইয়র্ক টাইমস
×