ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এ যুগের মজনু

প্রকাশিত: ০৫:৪৭, ৩ আগস্ট ২০১৬

এ যুগের মজনু

একেই বলে প্রেম। এক অনলাইন প্রেমিকার সঙ্গে দেখা করতে এসে উল্টো ওই প্রেমিককে যেতে হলো হাসপাতালে। বিষয়টি খোলাসা করা যাক। নেদারল্যান্ডসের ৪১ বছর বয়সী আলেকজান্ডার পিতের ক্রিক। কয়েক মাস আগে চীনের ঝং নামে এক মহিলার সঙ্গে তার অনলাইনে যোগাযোগ হয়। কিছু দিন অনলাইনে গল্পসল্প। তারপর প্রেম। এভাবে ওই পাগল প্রেমিক একদিন ঝংকে বলে আমি তোমার সঙ্গে সাক্ষাত করতে চাই। এতে ঝটপট সায় দেয় ঝং। এর কিছুদিন পর ক্রিক চীনে ছুটে আসে। হুনান প্রদেশের প্রধান বিমানবন্দরে অবতরণ করে ক্রিক। কথা ছিল চীনে এলে ঝং নামে রিসিভ করবে। কিন্তু না। ঝং আসেনি। বরং মেয়েটি যখন জানতে পেরেছে ক্রিক সত্যিই চীনে এসেছে তখন ক্রিকের সঙ্গে সকল যোগাযোগ বন্ধ করে দিয়েছে। কিন্তু ক্রিক দমারপাত্র নন। ওই বিমানবন্দরেই প্রেমিকার জন্য অপেক্ষা। এভাবে ১০ দিন। তারপর কষ্টে আর চিন্তায় অসুস্থ হয়ে পড়েন ক্রিক। তার এমনিতেই ডায়াবেটিসের সমস্যা রয়েছে। বিষয়টি জানতে পেরে চীনা কর্তৃপক্ষ তাকে হাসপাতালে ভর্তি করে। বিষয়টি চীনা গণমাধ্যমে তোলপাড় সৃষ্টি করে। এ খবর কানে যায় ২৬ বছর বয়সী ঝংয়ের। গণমাধ্যমকে তিনি বলেন, আমি বিষয়টি প্রথমে স্রেফ তামাসা মনে করেছিলাম। ঠিক এরপরই আমি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলাম। তবে আমি হাসপাতাল থেকে ফেরার পর ক্রিকের সঙ্গে দেখা করতে আগ্রহী। এদিকে এই নয়া মজনু এখন আবার নিজ দেশের ফেরত যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। চীনা নাগরিকের এ ধরনের কা- নিয়ে অনলাইনে আলোচনা সমালোচনার ঝড় বইছে। এদের মধ্যে একজন বলেছেন, ক্রিক এত বোকা কেন? তিনি কেন বুঝতে পারলেন না যে চীনের সবকিছুই নকল।... বিবিসি ও পিপলস ডেইলি অবলম্বনে।
×