ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রংপুরে ‘বেপর্দা’ শিক্ষিকাদের হত্যার হুমকি

প্রকাশিত: ০৫:৪৬, ৩ আগস্ট ২০১৬

রংপুরে ‘বেপর্দা’ শিক্ষিকাদের হত্যার হুমকি

সংবাদদাতা, রংপুর, ২ আগস্ট ॥ পর্দার সঙ্গে চলাফেরা না করার কারণে রংপুরের মিঠাপুকুর উপজেলাধীন ৫টি ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকাদের হত্যার হুমকি দিয়ে শিক্ষা কর্মকর্তাকে চিঠি দিয়েছে অজ্ঞাত একটি জঙ্গী সংগঠন। চিঠিতে প্রেরকের নাম লেখা রয়েছে জঙ্গী কমান্ডার তৈয়ব ইবনে আসিব, উত্তম হাজিরহাট। গত বুধবার মিঠাপুকুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে ডাকযোগে ওই চিঠিটি আসে। কিন্তু বিশেষ কারণে বিষয়টি গোপন রাখা হয়। পরে রবিবার বিকেলে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সায়লা জেসমিন সাঈদ মিঠাপুকুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন (যার নং-১৩৯৪, তাং-৩১/০৭/২০১৬ইং)। তদন্তের স্বার্থে সোমবার সন্ধ্যা পর্যন্ত বিষয়টি সাংবাদিকদের জানানো হয়নি। চিঠিতে বলা হয়েছে, মিঠাপুকুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকারা বেপর্দায় চলাফেরা করেন। এছাড়াও, তারা পুরুষ শিক্ষকদের সঙ্গে এক মোটরবাইকে ওঠেন, গোপন সম্পর্ক করে থাকেন। সেজন্য তাদের হত্যা করা হবে। চিঠিতে আরও বলা হয়েছে, তবে বেশিভাগ শিক্ষিকাই পর্দার সঙ্গে চলাফেরা করেন। বাকি যারা বেপর্দায় চলাফেরা করে তাদের হত্যা করা হবে। জঙ্গীরা চিঠিতে দাবি করছে, মিঠাপুকুরের ১৭ ইউনিয়নের মধ্যে লতিবপুর, পায়রাবন্দ, দুর্গাপুর, বড় হযরতপুর ও মির্জাপুর ইউনিয়নের শিক্ষিকাদের তথ্য তাদের কাছে রয়েছে। বাকি ইউনিয়নগুলোর তথ্য তারা জোগাড় করতে পারেনি। তবে, ওই সব ইউনিয়নের পূর্ণাঙ্গ তথ্য তারা সংগ্রহ করছেন। চিঠিতে আরও উল্লেখ রয়েছে, “যারা বেপর্দায় চলাফেরা করছেন তাদের সংখ্যা খুবই কম। তাই তাদের হত্যা করা হবে।” শিক্ষা অফিসের একটি সূত্র জানিয়েছে, যাদের হত্যার হুমকি দেয়া হয়েছে তাদের মধ্যে নির্দিষ্ট করে লতিফপুর ইউনিয়নের ১০ জন শিক্ষিকার নাম উল্লেখ করা হয়েছে। উপজেলা শিক্ষা কর্মকর্তা সায়লা জেসমিন সাঈদ বলেন, ডাকযোগে চিঠি পওয়ার পর আমি বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার ও শিক্ষা দফতরের উর্ধর্তন কর্তৃপক্ষকে জানিয়েছি। চিঠিতে বেপর্দায় ঘোরাফেরা করা শিক্ষিকাদের হত্যার হুমকি দেয়া হয়েছে। পরে মিঠাপুকুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছি।
×