ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রী আজ হজ ব্যবস্থাপনা কার্যক্রম উদ্বোধন করবেন

প্রকাশিত: ০৫:৪৬, ৩ আগস্ট ২০১৬

প্রধানমন্ত্রী আজ হজ ব্যবস্থাপনা কার্যক্রম উদ্বোধন করবেন

স্টাফ রিপোর্টার ॥ আজ উদ্বোধন করা হচ্ছে চলতি বছরের হজ ব্যবস্থাপনা কার্যক্রম। কাল বৃহস্পতিবার থেকে শুরু হবে হজের বিশেষ ফ্লাইট এবং চলবে ৫ সেপ্টেম্বর পর্যন্ত। আর ফিরতি ফ্লাইট ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ১৬ অক্টোবর পর্যন্ত চলবে। ইতোমধ্যে হজযাত্রীদের পদভারে মুখরিত হয়ে উঠেছে রাজধানীর আশকোনায় অবস্থিত হজ ক্যাম্প। আজ বুধবার সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হজ ব্যবস্থাপনা কার্যক্রম-২০১৬ উদ্বোধন করবেন। উপস্থিত থাকবেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। এ উপলক্ষে হজ ক্যাম্পে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। চলতি বছর সরকারী ব্যবস্থাপনায় ৪১৯ হজযাত্রী নিয়ে হজের প্রথম ফ্লাইট (বিজি ১০১১) বৃহস্পতিবার সকাল ৮টা ৫ মিনিটে জেদ্দার উদ্দেশে ঢাকা ছাড়বে। একই দিন বিকেল ৫টায় দ্বিতীয় ফ্লাইট (বিজি ৫০১১) ঢাকা ছাড়বে। প্রথম দুটি ফিরতি ফ্লাইটে ১৭ সেপ্টেম্বর বিকেল ৪টা ২০ মিনিট ও রাত ১১টা ২০ মিনিটে হাজিরা ঢাকা ফেরত আসবেন। অন্য বছরের মতো এবারও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং সৌদিয়া এয়ারলাইন্স অর্ধেক হজযাত্রী পরিবহন করবে। বাংলাদেশ বিমান ১১২টি বিশেষ ফ্লাইট ও ৩২টি নির্ধারিত ফ্লাইট দিয়ে ৫০ হাজার হজযাত্রী পরিবহন করবে। আর ফিরতি যাত্রীদের জন্য থাকবে ১০৫টি বিশেষ ফ্লাইট ও ২৯টি নির্ধারিত ফ্লাইট। বাকি ৫০ হাজার হজযাত্রী পরিবহন করবে সৌদিয়া এয়ারলাইন্স। চলতি বছর ১ লাখ ১ হাজার ৭৫৮ বাংলাদেশী হজ পালনের সুযোগ পাবেন। এর মধ্যে সরকারী ব্যবস্থাপনার হজযাত্রী ১০ হাজার এবং বেসরকারী ব্যবস্থাপনার ৯১ হাজার ৭৫৮ জন। ১০ হাজারের নির্ধারিত কোটা বরাদ্দ থাকলেও সরকারীভাবে প্রায় পাঁচ হাজার যাত্রী হজে যাবেন। বাকি কোটা বেসরকারী হাজীদের মাধ্যমে পূরণ হবে। এদিকে সরকারী ৪ হাজার ৮০০ কোটা বেসরকারী কোটায় স্থানান্তরে সরকারকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ হজযাত্রী ও হাজী কল্যাণ পরিষদের সভাপতি এ্যাডভোকেট আবদুল্লাহ আল নাসের। সংগঠনের সাধারণ সম্পাদক আবদুল বাতেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব কোটা ও আরও অতিরিক্ত ১০ হাজার হজযাত্রীর কোটা যেন প্রাক-নিবন্ধিত হজযাত্রীদের মধ্যে সমভাবে বণ্টন করা হয়। কোটা নিয়ে বাণিজ্য বন্ধে তারা সরকারের সর্বোচ্চ মহলের হস্তক্ষেপ কামনা করেন। আগামী ১০ সেপ্টেম্বর চাঁদ দেখা সাপেক্ষে হজ অনুষ্ঠিত হবে।
×