ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

একনেক বৈঠক

ঢাকা মহানগরীতে ১৭ স্কুল-কলেজ নির্মাণসহ সাত প্রকল্প অনুমোদন

প্রকাশিত: ০৫:৪৪, ৩ আগস্ট ২০১৬

ঢাকা মহানগরীতে ১৭ স্কুল-কলেজ নির্মাণসহ সাত প্রকল্প অনুমোদন

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা মহানগরীতে ১৭ সরকারী স্কুল-কলেজ নির্মাণ প্রকল্পের সংশোধনীসহ সাত প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে এক হাজার ৪৮৮ কোটি ১৪ লাখ টাকা। এর মধ্যে ছয়টি প্রকল্পের সব ব্যয় সরকারী তহবিল (জিওবি) থেকে মেটানো হবে। সাত প্রকল্পে সরকারের ব্যয় হবে এক হাজার ৪৩০ কোটি ৭৭ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে ৫৭ কোটি ৩৭ লাখ টাকা। মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেকের সভায় এসব প্রকল্পের অনুমোদন দেয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপার্সন শেখ হাসিনা। বৈঠক শেষে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান এ তথ্য জানান। প্রতিমন্ত্রী জানান, অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে চারটি নতুন ও তিনটি সংশোধিত প্রকল্প। নতুন প্রকল্পগুলোর মধ্যে জামালপুর ও শেরপুর জেলার পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৩৮৮ কোটি ৮১ লাখ টাকা, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিশেষ উন্নয়ন প্রকল্পের জন্য ১৫৬ কোটি ৮৪ লাখ টাকা, মহিলা কারারক্ষীদের জন্য আবাসন নির্মাণ প্রকল্পের জন্য ব্যয় ধরা হয়েছে ৯৩ কোটি ৯৭ লাখ টাকা এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের রাস্তা, ড্রেন নির্মাণ ও পুনর্নির্মাণ এবং বৃক্ষরোপণ প্রকল্পের জন্য ১৯১ কোটি ২৪ লাখ টাকা। এর মধ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রকল্প বাস্তবায়নে নিজস্ব তহবিল থেকে ৫৭ কোটি ৩৭ লাখ টাকা অর্থায়ন করবে। সংশোধিত প্রকল্পগুলোর মধ্যে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্পের জন্য ব্যয় ধরা হয়েছে ১২০ কোটি ৫ লাখ টাকা, ঢাকা মহানগরীতে ১১টি সরকারী মাধ্যমিক বিদ্যালয় এবং ছয়টি মহাবিদ্যালয় স্থাপন প্রকল্পের জন্য ২৯৩ কোটি ৫ লাখ টাকা এবং মুন্সীগঞ্জ, ফরিদপুর, চাঁদপুর, সিরাজগঞ্জ ও বাগেরহাট জেলায় ৫টি ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি স্থাপন প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ২৪৪ কোটি ১৮ লাখ টাকা। এমএ মান্নান বলেন, ঢাকায় ১৭ সরকারী স্কুল-কলেজ স্থাপন সংক্রান্ত প্রকল্পটি প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত প্রকল্পের একটি। শিক্ষায় উচ্চ অগ্রাধিকারের দৃষ্টিতে এটি বাস্তবায়ন করা হচ্ছে। এর উদ্দেশ্য হচ্ছে, ক্রম বর্ধমান ঢাকা মহানগরীর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ছাত্রছাত্রীদের জন্য ভর্তির সুযোগ ও শিক্ষার গুণগত মান বৃদ্ধি করা। একনেক সূত্রে জানা গেছে, ঢাকা মহানগরীতে ১৭টি শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ২৯৩ কোটি ৫ লাখ টাকা। এ অর্থের পুরোটাই ব্যয় হবে সরকারের উন্নয়ন তহবিল থেকে। শিক্ষা মন্ত্রণালয়ের আওতায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর এটি বাস্তবায়ন করছে। প্রকল্পটির বাস্তবায়ন শেষ হবে ২০১৮ সালে। ১৭টি প্রতিষ্ঠানের মধ্যে ১৪টি প্রতিষ্ঠানের চারতলা পর্যন্ত নির্মাণ কাজ ইতোমধ্যে শেষ হয়েছে ও শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। পঞ্চম ও ষষ্ঠ তলা পর্যন্ত উর্ধমুখী সম্প্রসারণ কাজ চলমান রয়েছে। প্রতিমন্ত্রী জানান, বিটুমিনের (পিচ) পরিবর্তে কংক্রিটের রাস্তা নির্মাণে সংশ্লিষ্টদের আবারও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেছেন, বিটুমিনের রাস্তা সামান্য বৃষ্টিতেই নষ্ট হয়ে যায়। এতে জনগণের ভোগান্তি, রাস্তা সংস্কার ও পুনর্নির্মাণে ব্যয় বাড়ে। এর পরিবর্তে কংক্রিটের ছোট ছোট সø্যাব দিয়ে রাস্তা তৈরি করতে হবে। এতে নষ্ট হলে শুধু সø্যাব পুনর্¯’াপন করলেই চলবে, পুরো রাস্তা সংস্কার করতে হবে না। এর মাধ্যমে অর্থের অপচয় রোধ করা যাবে। জানা গেছে, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকার উন্নয়ন সংক্রান্ত প্রকল্পের অন্যতম প্রধান কার্যক্রম হলো নয় হাজার ২৬০ মিটার বিটুমিনাস কার্পেটিং রোড সংস্কার। এর প্রেক্ষিতে রাস্তা তৈরিতে বিটুমিনের পরিবর্তে কংক্রিট ব্যবহারের কথা বলেন প্রধানমন্ত্রী। প্রতিমন্ত্রী আরও জানান, কারাবন্দীরা যাতে নিজেদের দক্ষতা অনুযায়ী প্রযোজনীয় প্রশিক্ষণ অর্জন করতে পারে, সেজন্য বিদ্যমান প্রশিক্ষণ ব্যবস্থাকে আরও জোরদার করার কথা বলেছেন প্রধানমন্ত্রী। এতে কারামুক্তির পরবর্তী সামাজিক জীবনে তাদের পুনর্বাসন সহজ হবে। কারাবাসের সময় তারা যেসব জিনিস তৈরি করবেন, সেসব জিনিস বিক্রির একটা অংশ যাতে কারামুক্তির পর তারা পান সেটি নিশ্চিত করতে হবে। মহিলা কারারক্ষীদের আবাসন নির্মাণ সংক্রান্ত অনুমোদিত প্রকল্পটি বাস্তবায়ন করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রকল্পের আওতায় আট বিভাগের ৪১টি জেলা কারাগারে ও নয়টি কেন্দ্রীয় কারাগারে নতুন আবাসিক ভবন নির্মাণ করা হবে। প্রকল্পটির বাস্তবায়নকাল ধরা হয়েছে ২০১৯ সালের জুলাই পর্যন্ত।
×