ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সিনহা সিকিউরিটিজকে ১০ লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ০৩:৪৭, ৩ আগস্ট ২০১৬

সিনহা সিকিউরিটিজকে ১০ লাখ টাকা জরিমানা

অর্থনৈতিক রিপোর্টার ॥ সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে সিনহা সিকিউরিটিজকে ১০ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার কমিশনের ৫৮১তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। জানা যায়, পরিচালকদের মার্জিন ঋণ সুবিধা প্রদানের মাধ্যমে কমিশনের আইন লঙ্ঘন করেছে। সমন্বিত গ্রাহক হিসাবের তহবিলে ঘাটতি থাকার মাধ্যমে সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ আইন, ১৯৮৭ এর সেকশন ৮ (১) ও (২) এবং সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (স্টক ডিলার, স্টক ব্রোকার ও অনুমোদিত প্রতিনিধি) বিধিমালা, ২০০০-এর বিধি ১১ এবং দ্বিতীয় তফসিল এর ১ ও ৬ লঙ্ঘন হয়েছে। এছাড়া কোন গ্রাহকের সাথে লেনদেনের বিপরীতে ৫ লাখ টাকার অধিক নগদ জমা প্রদানের সুবিধার মাধ্যমে সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ আইন, ১৯৮৭ এর সেকশন ৮ (১) (সিসি) (১) এর প্রোভিসিও লঙ্ঘন হয়েছে। এই আইন ভঙ্গ করার কারণে প্রতিষ্ঠানটিকে ১০ লাখ টাকা জরিমানা করেছে বিএসইসি। জমি কিনবে স্কয়ার টেক্সটাইল অর্থনৈতিক রিপোর্টার ॥ বস্ত্র খাতের কোম্পানি স্কয়ার টেক্সটাইল লিমিটেড জমি কিনবে। একই সঙ্গে কোম্পানিটি বিএমআরই প্রকল্পেও কাজ করার সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, সোমবার কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় বিএমআরই প্রকল্প ও জমি কেনার জন্য ২৫ কোটি টাকা অনুমোদন দেয়া হয়। কোম্পানিটি ব্যবসা সম্প্রসারণের জন্য বিএমআরই প্রকল্প ও জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে। উল্লেখ্য, স্কয়ার টেক্সটাইল ২০০২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
×