ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পুঁজিবাজারে সূচকের সঙ্গে লেনদেন বেড়েছে

প্রকাশিত: ০৩:৪৬, ৩ আগস্ট ২০১৬

পুঁজিবাজারে সূচকের সঙ্গে লেনদেন বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে আগের দিনের চেয়ে লেনদেনও বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার ডিএসইতে ৪৪০ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় প্রায় ৬৩ কোটি ১১ লাখ টাকার বেশি লেনদেন। সোমবার ডিএসইতে ৩৭৭ কোটি ৭২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। মঙ্গলবার ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৮৫টির, কমেছে ৯৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টির শেয়ার দর। এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৫৫২ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১১৭ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৭৮২ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : মবিল যমুনা বিডি, তিতাস গ্যাস, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, স্কয়ার ফার্মা, যমুনা ওয়েল, ব্র্যাক ব্যাংক, আইপিডিসি, ইসলামী ব্যাংক, একমি ল্যাবরেটরিজ ও বিএসআরএম লিমিটেড। দর বৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : সোনালি আঁশ, নর্দার্ন জুটস, তাল্লু স্পিনিং, রেনউইক যজ্ঞেশ্বর, জাহিন স্পিনিং, সোনারবাংলা ইন্স্যুরেন্স, প্রাইম টেক্সটাইল, জেমিনি সী ফুড, এইচআর টেক্সটাইল ও বিচ হ্যাচারী। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : রূপালী ব্যাংক, ন্যাশনাল টিউবস, ফাস্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড, মুন্নু স্টাফলারস, সানলাইফ ইন্স্যুরেন্স, এটলাস বাংলাদেশ, রহিম টেক্সটাইল, নিটল ইন্স্যুরেন্স ও জিকিউ বলপেন। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসইতে ২০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৪৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৯৯৫ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১২৮টির, কমেছে ৭৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : তিতাস গ্যাস, স্কয়ার ফার্মা, বিএসআরএম লিমিটেড, একমি ল্যাবরেটরিজ, ইউনাইটেড এয়ার, লাফার্জ সুরমা সিমেন্ট, মবিল যমুনা বিডি, ন্যাশনাল ব্যাংক ও সিভিও পেট্রো কেমিক্যাল।
×