ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আইএসের ওপর যুক্তরাষ্ট্রের বিমান হামলা

প্রকাশিত: ০৩:৩৮, ৩ আগস্ট ২০১৬

আইএসের ওপর যুক্তরাষ্ট্রের বিমান হামলা

লিবিয়ায় তথাকথিত ইসলামিক স্টেট (আইএস) জঙ্গীগোষ্ঠীর অবস্থানের ওপর বিমান হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। লিবিয়ার জাতিসংঘ-সমর্থিত সরকারের অনুরোধে যুক্তরাষ্ট্র এ পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছে পেন্টাগন, খবর বিবিসির। সোমবার আইএসের শক্তিকেন্দ্র বন্দর শহর সিতের জঙ্গী অবস্থানগুলো লক্ষ্য করে হামলাগুলো চালানো হয়। এসব হামলায় আইএসের ‘ব্যাপক ক্ষয়ক্ষতি’ হয়েছে বলে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে জানিয়েছেন লিবিয়ার প্রধানমন্ত্রী ফায়েজ সাররাজ। এই বিমান হামলাই প্রথম ঘটনা যার ক্ষেত্রে লিবিয়ার ঐকমত্যের সরকারের সঙ্গে সমন্বয় করে দেশটিতে হস্তক্ষেপ করল যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।
×