ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কুমিল্লায় ৩ পুলিশ জনতার হাতে ২ ঘণ্টা অবরুদ্ধ

প্রকাশিত: ০৯:০২, ২ আগস্ট ২০১৬

কুমিল্লায় ৩ পুলিশ জনতার হাতে ২ ঘণ্টা অবরুদ্ধ

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ১ আগস্ট ॥ মুরাদনগরে জাল টাকা উদ্ধার অভিযানে গিয়ে জনতার হাতে অবরুদ্ধ হয়েছেন এক এএসআইসহ ৩ কনস্টেবল। সাদা পোশাকে অভিযানের নামে এক ব্যবসায়ীর দোকানে জাল টাকা দিয়ে ফাঁসানোর অভিযোগে ওই ৩ পুলিশকে অবরুদ্ধ করে উত্তেজিত এলাকাবাসী। সোমবার হায়দরাবাদ বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন জানান, সোমবার সকাল আটটার দিকে বাঙ্গরা থানার এএসআই মোসলেমসহ ৩ পুলিশ সাদা পোশাকে হায়দরাবাদ বাজারে জাল টাকা উদ্ধার অভিযানে যায়। তারা সমিতির সাধারণ সম্পাদক সোহেল মিয়ার দোকানে জাল টাকা রয়েছে অভিযোগ করে তাকে আটকের চেষ্টা চালায়। বিষয়টি নিয়ে বাগ্্বিত-ার এক পর্যায়ে বাজারের ব্যবসায়ী স্থানীয় লোকজন তাদের ঘিরে ফেলে। আটক করে রাখে। খবর পেয়ে বাঙ্গরা থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে রাবার বুলেট, টিয়ারশেল ও লাঠিচার্জ করে ওই ৩ পুলিশ সদস্যকে উদ্ধার করে নিয়ে আসে। এ বিষয়ে আন্দিকোট ইউপির চেয়ারম্যান মোঃ ওমর ফারুক বলেন, এলাকার একটি জাল টাকা ব্যবসায়ী চক্র এর আগেও ওই ব্যবসায়ীর দোকানে জাল টাকা ঢুকিয়ে দিয়ে তাকে আটক করার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। হায়দরাবাদ এলাকার লোকজন এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।
×