ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আইনমন্ত্রীকে কটূক্তি করে ফেসবুকে স্ট্যাটাস ॥ রাবি শিক্ষক সাসপেন্ড

প্রকাশিত: ০৯:০১, ২ আগস্ট ২০১৬

আইনমন্ত্রীকে কটূক্তি  করে ফেসবুকে স্ট্যাটাস ॥ রাবি শিক্ষক সাসপেন্ড

স্টাফ রিপোর্টার, রাজশাহী/ রাবি সংবাদদাতা ॥ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আইনমন্ত্রী এ্যাডভোকেট আনিসুল হককে কটূক্তি করে মন্তব্য করায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রভাষক শিবলী ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সোমবার সন্ধ্যায় রাবি উপাচার্য অধ্যাপক মুুহম্মদ মিজানউদ্দিনের সভাপতিত্বে রাবির ৪৫৭তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। এ ঘটনা তদন্তে রাবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মুহাম্মদ এন্তাজুল হককে আহ্বায়ক এবং সামাজিক বিজ্ঞান অনুষদের অধিকর্তা ড. মোঃ ফয়জার রহমান ও সিন্ডিকেট সদস্য এ্যাডভোকেট মোঃ ইব্রাহিম হোসেনকে সদস্য করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশনা দিয়েছে সিন্ডিকেট।
×