ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জে যমুনা নদীতে ভাসমান বস্তাবন্দী শিশু নারীসহ ৩ লাশ উদ্ধার

প্রকাশিত: ০৮:৫৪, ২ আগস্ট ২০১৬

সিরাজগঞ্জে যমুনা নদীতে ভাসমান বস্তাবন্দী শিশু নারীসহ ৩ লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ, ১ আগস্ট ॥ যমুনা নদীর স্পার বাঁধ সংলগ্ন এলাকা থেকে সোমবার বস্তাবন্দী অবস্থায় অজ্ঞাত পরিচয় শিশু ও নারীসহ তিনটি লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে এনায়েতপুরে যমুনার স্পার বাঁধ সংলগ্ন এলাকা থেকে শিশু ও দুই মহিলাসহ তিন জনের বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। এদের পরিচয় পাওয়া যায়নি। এরা একই পরিবারের সদস্য হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এনায়েতপুর থানা পুলিশ জানায়, সোমবার সকাল সাড়ে দশটার দিকে এনায়েতপুর স্পারের পাশে বড় দুটি বস্তা ভাসমান অবস্থায় দেখে পুলিশকে খবর দেয়া হয়। স্থানীয়দের সহায়তায় তা উদ্ধার করে বাঁধের ওপর খোলা হলে তিনটি লাশ বেরিয়ে আসে। এদের একজন ৫ বছরের শিশু, আরেক জন ৩৫ এবং অন্যজন ৫০ বছর বয়স্ক হবে। তাদের গলায় রশি পেঁচানো ছিল। নাক-মুখ দেখতে উপজাতিদের মতো। ধারণা করা হচ্ছে, তাদের ৩ জনকে পরিকল্পিতভাবে শ্বাসরোধে হত্যার পর বস্তাবন্দী করে নদীতে ফেলে দেয়া হয়েছে। একজনকে ধরলায় নিক্ষেপ ॥ স্টাফ রিপোর্টার জানান, জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে কাঁঠালবাড়ী ইউনিয়নের শিবরাম গ্রামের নূর ইসলাম (৫৫) নামের এক ব্যক্তিকে বস্তাবন্দী করে ধরলা নদীতে ফেলে দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ভাগ্যক্রমে বস্তাবন্দী নূর ইসলাম নদীর কিনারের একটি গাছে আটকা পড়ে। পরে নদীতে মাছ ধরা জেলেরা শুক্রবার ভোর রাতে বস্তাবন্দী অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। গুরুতর আহত নূর ইসলাম বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন।
×