ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এবার বাংলাদেশ থেকে ইন্টারনেট নেবে ভুটান

প্রকাশিত: ০৮:৫৩, ২ আগস্ট ২০১৬

এবার বাংলাদেশ থেকে ইন্টারনেট নেবে ভুটান

বিডিনিউজ ॥ ভারতের পর বাংলাদেশে থেকে ইন্টারনেট ব্যান্ডউইডথ আমদানিতে আগ্রহ দেখিয়েছে ভুটান। দেশটি আগামী দুই মাসের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করতে চায় বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। সোমবার বিকেলে ভুটানের ইনফরমেশন ও কমিউনিকেশনস মন্ত্রী ডিএন ডুঙ্গায়েলের সঙ্গে এক বৈঠক শেষে ভুটান থেকে টেলিফোনে প্রতিমন্ত্রী জানান, ভুটান বাংলাদেশ থেকে ইন্টারনেট ব্যান্ডউইডথ নিতে আগ্রহ প্রকাশ করেছে। আগামী দুই মাসের মধ্যে ভুটানের একটি প্রতিনিধি দল বাংলাদেশে সফরে আসবে জানিয়ে তিনি বলেন, এই সফরে বাংলাদেশ ও ভুটান ঠিক করবে কি পরিমাণ ব্যান্ডউইডথ তারা নেবে এবং কোন রুট দিয়ে এটি ভুটানে যাবে এ সময়ই দামও চূড়ান্ত হবে। ভুটান ব্যান্ডউইডথ আমদানির নির্দিষ্ট কোন পরিমাণ জানিয়েছে কিনা- এমন প্রশ্নে তারানা বলেন, বাংলাদেশে সফরের সময় প্রতিনিধি দল ব্যান্ডউইডথের পরিমাণ ও এর দাম চূড়ান্ত করবে। বাংলাদেশ ও ভুটানের মধ্যে সরাসরি সীমান্ত নেই, ইন্টারনেট রফতানির জন্য ভারতের ভূখণ্ড ব্যবহার করতে হবে- এ বিষয়ে ভারতের পক্ষ থেকে অনুমতির বিষয়ে কোন অগ্রগতি রয়েছে কিনা- এমন প্রশ্নে তারানা বলেন, ভুটানের প্রতিনিধি দল বাংলাদেশে আসার পর এসব বিষয়ে আলোচনা হবে। নবেম্বরের মধ্যে ভুটানে ইন্টারনেট রফতানি প্রক্রিয়া চূড়ান্ত হবে বলে আশা করছেন প্রতিমন্ত্রী। বর্তমানে ২০০ জিবিপিএস ব্যান্ডউইডথসহ সাবমেরিন কেবলে (সি-মি-ইউ-৪) সংযুক্ত আছে বাংলাদেশ, যার বেশিরভাগই এখনও অব্যবহৃত রয়ে গেছে। এ বছর ডিসেম্বরে একটি কনসোর্টিয়ামের আওতায় সি-মি-ইউ-৫ বা দ্বিতীয় সাবমেরিন কেবলে সংযুক্ত হবে বাংলাদেশ। এর ফলে অতিরিক্ত ১ হাজার ৩০০ জিবিপিএস ব্যান্ডউইডথ পাবে বাংলাদেশ। ইতোমধ্যে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেডের (বিএসসিসিএল) মাধ্যমে প্রাথমিকভাবে ১০ জিবিপিএস ব্যান্ডউইডথ রফতানি হচ্ছে ভারতের ত্রিপুরায়। ১০ জিবিপিএস (গিগাবাইট পার সেকেন্ড) ব্যান্ডউইডথ বাণিজ্যিক ভিত্তিতে লিজে সরবরাহ করায় বাংলাদেশ বছরে বৈদেশিক মুদ্রায় ৯ কোটি ৪২ লাখ টাকা পাবে (এক দশমিক দুই মিলিয়ন মার্কিন ডলার)।
×