ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিপিএল

রাসেলকে হারিয়ে শীর্ষে চট্টগ্রাম আবাহনী

প্রকাশিত: ০৮:৫১, ২ আগস্ট ২০১৬

রাসেলকে হারিয়ে শীর্ষে চট্টগ্রাম আবাহনী

স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম থেকে ॥ প্রথম দুই ম্যাচে উত্তর বারিধারা ও রহমতগঞ্জের কাছে হেরে ‘হারানো ছন্দ’ ফিরে পেতে মরিয়া ছিল ২০১২ লীগের শিরোপাধারী শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেড। এজন্য ইথিওপিয়ান ফরোয়ার্ড ফিকরু তেফেরাকে ফিরিয়েও আনে দলটি। কিন্তু ‘জেবি বাংলাদেশ প্রিমিয়ার লীগ’ ফুটবলে সোমবারের দ্বিতীয় খেলায় (রাতে অনুষ্ঠিত) তাদের সেই স্বপ্ন ধুলোয় মিশিয়ে দেয় স্বাগতিক চট্টগ্রাম আবাহনী লিমিটেড। পিছিয়ে পড়েও তারা জয় তুলে নেয় ২-১ গোলে। এই হারে চলমান লীগে হ্যাটট্রিক হারের তেঁতো স্বাদ পেল ‘বেঙ্গল ব্লুজ’ খ্যাত শেখ রাসেল। পক্ষান্তরে ৩ খেলায় ২ জয় ও ১ ড্রতে ৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে চতুর্থ স্থান থেকে এক লাফে শীর্ষ অবস্থানে উঠে এলো ‘বন্দর নগরীর দল’ চট্টগ্রাম আবাহনী। আর রাসেল পড়ে রইল সেই তলানিতেই! ম্যাচ শেষে রাসেলের কোচ মারুফুল হক বলেন, ‘ফাইটব্যাক করার সুযোগ কাজে লাগাতে পারিনি। ম্যাচে আমাদের ফরোয়ার্ড পল এমিলের ইনজুরিতে পড়া টার্নিং পয়েন্ট ছিল। দলের চার মূল খেলোয়াড় ইনজুরির কারণে নেই, এটাও খেলায় প্রভাব ফেলেছে। যাই হোক, পয়েন্ট পেতে গেলে বা এই অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে হলে আমাদের আরও পরিশ্রম করতে হবে। টানা তিন হারে চাপে পড়েছি ঠিকই, তবে এ চাপ কাটিয়ে ওঠার মতো মানসিকতা দলের খেলোয়াড়দের আছে।’ মারুফুল আরও যোগ করেন, ‘ওদের দ্বিতীয় গোলটি আমার কাছে অফসাইড বলে মনে হয়েছে। তবে রেফারিং নিয়ে কিছু বলতে চাই না।’ চট্টগ্রাম আবাহনীর কোচ জোসেফ প্যাভলিক বলেন, ‘শেখ রাসেল বেশ ভাল দল। হারলেও তারা দারুণ খেলেছে। স্বল্প সময়ের মধ্যে টানা ম্যাচ আমরা বেজায় ক্লান্ত। এটা অবশ্য সব দলের জন্যই সমস্যা। চোট নিয়েও দলনায়ক মামুনুল যেভাবে খেলেছে, তাতে ওর প্রশংসা না করে পারছি না।’ ম্যাচের মাত্র ৩ মিনিটেই চট্টগ্রাম আবাহনীর ফরোয়ার্ড মোহাম্মদ ইব্রাহিমের গোলে এগিয়ে যায় স্বাগতিক দল (১-০)। ৪৩ মিনিটে গোল করে রাসেলকে সমতায় ফেরান মিডফিল্ডার জামাল ভুঁইয়া (১-১)। যখন মনে হচ্ছিল দু’দলের ম্যাচটি পর্যবসিত হতে যাচ্ছে ড্রতে, তখনই খেলার অন্তিম মুহূর্তে (৮৯ মিনিটে) লিওনেল সেইন্ট প্রিয়ক্স গোল করে আনন্দের বন্যায় ভাসান চট্টগ্রাম আবাহনীকে। কয়েক মিনিট পর রেফারি মিজানুর রহমান খেলা শেষের বাঁশি বাজালে তিন পয়েন্ট অর্জন করে মাঠ ছাড়ে চট্টগ্রাম আবাহনী। এবারের ফেডারেশন কাপে গ্রুপ পর্বে শেখ রাসেল ১-১ গোলে ড্র করেছিল চট্টগ্রাম আবাহনীর সঙ্গে। স্বাধীনতা কাপের সেমিফাইনালে আবাহনী টাইব্রেকারে জেতে ৪-২ (১-১) গোলে। এছাড়া গত লীগে রাসেল প্রথম মোকাবেলায় ২-০ গোলে জিতলেও ফিরতি ম্যাচে গোলশূন্য ড্র করে তাদের রুখে দেয় চট্টলার দলটি।
×