ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ময়মনসিংহে জঙ্গীবাদ বিরোধী মানববন্ধনে শিবিরের নেতা!

প্রকাশিত: ০৮:২৬, ২ আগস্ট ২০১৬

ময়মনসিংহে জঙ্গীবাদ বিরোধী মানববন্ধনে শিবিরের নেতা!

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ সোমবার ময়মনসিংহ মেডিক্যালের সামনে চিকিৎসক নার্স ও কর্মচারীদের জঙ্গীবাদবিরোধী মানববন্ধনে শিবির নেতা ও স্থানীয় রেটিনা কোচিং সেন্টারের সাবেক পরিচালক ডাঃ মতিউর রহমানও যোগ দিয়ে দাবির প্রতি সমর্থন জানিয়েছেন। শিবিরের এই নেতা হাসপাতালের সামনের সড়কে মানববন্ধনে অংশ নেন। এ নিয়ে স্থানীয় চিকিৎসক, নার্স ও কর্মচারীদের মধ্যে তোলপাড় চলছে। এবিষয়ে ডাঃ মতিউর রহমান বলেন, ছাত্র জীবনের ভুল শুধরে নিয়ে ছাত্র শিবিরের আদর্শ পাল্টে প্রগতিশীল চেতনার নতুন ধারায় নিজেকে যুক্ত করতেই এই মানববন্ধনে যোগ দিয়েছি। জামায়াত কিংবা শিবিরের কোন কর্মকা-ের সঙ্গেই এখন আর আমি জড়িত নই বলেও জোর দাবি করেন ডাঃ মতিউর। তবে মানববন্ধন ও মিছিল সমাবেশে ইসলামী ছাত্র শিবিরের সাবেক এই নেতার অংশগ্রহণ নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন স্বাচিপ, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ মতিউর রহমান ভুইয়া। শিবিরের সাবেক নেতা ও জামায়াতের সক্রিয় কর্মী স্বাস্থ্য বিভাগের মহাপরিচালকের দফতরে পোস্টিং নিয়ে কিভাবে বছরের পর বছর ময়মনসিংহ মেডিক্যালে ডেপুটেশনে থেকে স্থানীয় চরপাড়া এলাকায় ট্রমা সেন্টার পরিচালনা করছেন? প্রশ্ন তোলেন এই স্বাচিপ নেতা। জামায়াতের বড় অর্থ যোগানদাতা হিসেবেও ডাঃ মতিউরের নাম প্রচার রয়েছে।
×