ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গলা ব্যথা

প্রকাশিত: ০৭:০২, ২ আগস্ট ২০১৬

গলা ব্যথা

গলা ব্যথা সঙ্গে জ্বর ঢোক গিলতে কষ্ট নিয়ে প্রায়শ রোগীরা আসে। খুবই কমন একটি সমস্যা বটে এটি। গলা ব্যথার মূল কারণ ক্স ফ্যারিনজাইটিস। ক্স টনসিলাইটিস ক্স সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে কিছু ভাইরাস জীবাণু এ ধরনের প্রদাহের মূল কারণ তবে ব্যাকটেরিয়া দ্বারাও প্রদাহ হতে পারে। ক্স তবে এ কথা ঠিক ভাইরাস কী ব্যাকটেরিয়া জনিত তা নিরূপণ করা কঠিন। সেজন্যে চিকিৎসা দিতে হয়। ক্স এ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয় মূলত ইরাইথ্রোমাইসিন অথবা সেফালোস্পোরিন। ক্স এ কথা ঠিক গলা ব্যথা যদি স্ট্রেপ্টকক্কাস দ্বারা হয় তবে পুরোপুরি ১০ দিনের এ্যান্টিবায়োটিক চিকিৎসা দিতে হবে। তা না হলে বাতজ্বর হতে পারে। ক্স গলা ব্যথা যদি তীব্রতর হয় এবং রোগীর অবস্থা যদি বেশি খারাপ হয় (বিশেষ করে শিশুদের ক্ষেত্রে) তাহলে হাসপাতালে ভর্তি করা যেতে পারে এবং শিরায় স্যালাইন দিতে হবে, দিতে হবে বেদনানাশক ওষুধ। ক্স মধু ও গরম পানি গলা ব্যথাকে অনেকটা আরাম দিতে পারে।
×