ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভিন্ন ম্যাচে মাঠে নামছে মোহামেডান ও আবাহনী

প্রকাশিত: ০৬:৩৯, ২ আগস্ট ২০১৬

ভিন্ন ম্যাচে মাঠে নামছে মোহামেডান ও আবাহনী

স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম থেকে ॥ ‘দলের ডিফেন্স লাইন নিয়ে কিছুটা সমস্যা আছে। তবে এ নিয়ে অনুশীলন করছি। প্রতিপক্ষ ফেনী সকার মোটেও ফেলনা দল নয়। তাদের বিদেশীরা যথেষ্ট ভাল খেলে। আসলে এই লীগে সব দলগুলোর মধ্যে পারস্পরিক শক্তির ব্যবধানটা উনিশ-বিশ। তারপরও আমরা তিন পয়েন্ট অর্জনের জন্যই মাঠে নামব।’ কথাগুলো মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের কোচ কাজী জসিমউদ্দিন আহমেদ জোসির। ‘জেবি বাংলাদেশ প্রিমিয়ার লীগ’ ফুটবলে এমএ আজিজ স্টেডিয়ামে আজ সর্বাধিক ১২ বারের লীগ চ্যাম্পিয়নরা বিকেল সাড়ে ৪টায় মোকাবেলা করবে গত লীগের অষ্টম দল ফেনী সকার ক্লাবের। ফেনী সকারের অধিনায়ক আকবর হোসেন রিদন বলেন, ‘গত ম্যাচ হেরেছি। তবে হতাশ নই। আজ আমাদের প্রতিপক্ষ মোহামেডান। যদিও তারা এবার চ্যাম্পিয়ন হওয়ার মতো দল গড়েনি, তবুও তারা ভাল দল। তবে আমরা এখন যে অবস্থায় আছি, তাতে ওদের সঙ্গে আমাদের শক্তিমত্তার খুব একটা তফাত নেই। আমরা জয়ের জন্যই খেলব। নয় তো ড্র।’ রিদন আরও বলেন, ‘স্কোরিং এ্যাবিলিটিতে ওরা আমাদের চেয়ে এগিয়ে আছে। ওদের অধিনায়ক বাঙ্গুরার ওপর আমাদের বিশেষ নজর থাকবে। সে বিপজ্জনক খেলোয়াড়।’ চলমান লীগে ২ খেলায় ১ ড্র ও ১ হারে মোহামেডানের পয়েন্ট ১। দলগত অবস্থান ১২ দলের মধ্যে দশম। সমান ম্যাচে পয়েন্ট সকারেরও। তবে গোল তফাতে এগিয়ে থাকায় তারা আছে মোহামেডানের একধাপ ওপরে। একই ভেন্যুতে সন্ধ্যা সাড়ে ৭টায় দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ১১ বারের লীগ শিরোপাধাপী ঢাকা আবাহনী লিমিটেড বনাম দুইবারের চ্যাম্পিয়ন টিম বিজেএমসি। গত লীগে মুখোমুখি সাক্ষাতে দুবারই জেতে আবাহনী। আবাহনীর অধিনায়ক আরিফুল হক ম্যাচ প্রসঙ্গে বলেন, ‘আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই দল গড়েছি। গত দুই ম্যাচে আমরা ভাল খেলেও বেশি গোল করতে পারিনি। এটা আসলে ব্যাডলাক। সুযোগগুলো কাজে লাগাতে না পারায় এমনটা হয়েছে। তবে বেশি গোল করে জেতার চেয়ে কম গোল করেও যদি ম্যাচে জিততে পারি, তাহলে সেটাই চাইব। তবে এক গোলে জেতাটা বেশ ঝুঁকিপূর্ণ। কেননা প্রতিপক্ষ ইনজুরি টাইমে গোল শোধ দিয়ে দিতে পারে। এই লীগে কয়েকটা ম্যাচে এমনটা ঘটেছে। আমরা এ বিষয়ে সজাগ আছি।’ এর আগে ২০০৩-০৪ সালে তৃতীয় বিভাগের দল লিটিল ফ্রেন্ডসের হয়ে অধিনায়কত্ব করা বরিশালের ছেলে আরিফুল প্রিমিয়ার লীগে কোন দলের হয়ে এবারই প্রথম অধিনায়কত্ব করছেন। ‘এটা আমার কাছে চাপের নয়, বরং উপভোগের। আর আমি চাপ নিতে অভ্যস্ত। যদিও অধিনায়কত্ব পাওয়াটা ছিল আমার জন্য সারপ্রাইজের। কারণ দলে ওয়ালী ফয়সালসহ আরও কজন সিনিয়র খেলোয়াড় আছেন। এর আগের আটটি পেশাদার লীগে খেলেছি শুধু খেলোয়াড় হিসেবে। এবারই প্রথম খেলছি অধিনায়ক হিসেবে। কাজেই চাইব লীগ শিরোপা জিতে অধিনায়কত্বটা স্মরণীয় করে রাখতে। অবশ্য ইতোমধ্যেই একটা শিরোপা জিতেছি ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন হয়ে। তবে লীগ শিরোপা হচ্ছে স্পেশাল কিছু।’ আরিফুলের ভাষ্য। তিনিও আরও জানান, ‘জীবনের শরীরটা একটু দুর্বল, ওয়ালীর পাকস্থলিতে সমস্যা। তবে এদিকে হেমন্ত চোট কাটিয়ে ফিরেছে। ফাহাদও তাই। হেমন্ত ইতোমধ্যে একটা ম্যাচও খেলেছে। আমার নিজেরও একটু পায়ে ব্যথা ছিল। সেটাও সেরে গেছে।’ আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাস রূপু বলেন, ‘বিজেএমসি ভাল ও বিপজ্জনক দল। তাদের খেলা দেখেছি। আমাদের জেতার দরকার। এ লক্ষ্যেই মাঠে লড়াই করব। সুযোগ কাজে লাগানোর পাশাপাশি গোল না খাওয়াটাও লক্ষ্য থাকবে। ফাহাদ-হেমন্তর ব্যাক করাটা দলের জন্য প্লাস পয়েন্ট।’ বিজেএমসির অধিনায়ক আরিফুজ্জামান হিমেল বলেন, ‘আমরা জেতার জন্যই নামব। রিজার্ভ বেঞ্চের দুজন (মিডফিল্ডার মামুন এবং ডিফেন্ডার রনি) চোট কাটিয়ে ওঠায় আমরা চিন্তামুক্ত। এছাড়া কার্ড সমস্যা কাটিয়ে খেলবে বাইবেক। জয়ের জন্য আমরা আত্মবিশ^াসী। খেলব কাউন্টার এ্যাটাক স্টাইলে।’ এখন দেখার বিষয়, এই চার দলের খেলার ফল কি হয়।
×