ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

লেহম্যান আরও তিন বছর

প্রকাশিত: ০৬:৩৭, ২ আগস্ট ২০১৬

লেহম্যান আরও তিন বছর

স্পোর্টস রিপোর্টার ॥ প্রধান কোচ ড্যারেন লেহম্যানের সঙ্গে চুক্তির মেয়াদ আরও প্রায় সাড়ে তিন বছর পর্যন্ত বাড়িয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। সাবেক এই তারকার পরিচর্যায় মাঠে দুর্দন্ত খেলছে অসিরা। জিতেছে ওয়ানডে বিশ্বকাপ, বর্তমানে তারা টেস্ট র‌্যাঙ্কিংয়ের এক নম্বরে। ৪৬ বছর বয়সী লেহম্যানের পারফর্মেন্সে খুশি সিএ। ২০১৩ এ্যাশেজ সিরিজে অস্ট্রেলিয়া জাতীয় দলের দায়িত্ব নেন তিনি। চুক্তি নবায়নের পর থাকবেন ২০১৯ এ্যাশেজ পর্যন্ত। বিশ্বকাপ জয়ের পাশাপাশি এ সময়ে ঘরের মাটিতে ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ পকেটে পোড়ে দলটি। যদিও চলমান শ্রীলঙ্কা সফরে প্রথম টেস্টে হেরে গেছে স্টিভেন স্মিথের দল। তবু স্থিতিশীল পেশাদার সিএ’র এই সিদ্ধান্ত। খুশি লেহম্যান নিজেও, ‘বোর্ড দেখেছে, আমরা সঠিক পথেই রয়েছি। বিশেষ করে টেস্টে দারুণ করছি। আগামী দিনের পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে চাই। অস্ট্রেলিয়া ক্রিকেটের সঙ্গে আমি চ্যালেঞ্জগুলো নিতে প্রস্তুত।’ ছিটকে গেলেন ব্রাজিলের গোলরক্ষক স্পোর্টস রিপোর্টার ॥ অধরা স্বর্ণজয়ের মিশন শুরুর আগেই ধাক্কা খেল ব্রাজিল ফুটবল দল। অলিম্পিক ফুটবলে মাঠে নামার আগে ইনজুরিতে দল থেকে ছিটকে পড়েছেন গোলরক্ষক ফার্নান্ডো প্রাস। জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচে কনুইতে আঘাত পাওয়ায় অলিম্পিক গেমস শেষ হয়ে গেল প্রাসের। ৩৮ বছর বয়সী পলারমেইরাসের এই গোলরক্ষক অনুর্ধ ২৩ দলের তিনজন বেশি বয়সী খেলোয়াড়ের একজন ছিলেন। তার পরিবর্তে সেলেসাও দলে ডাকা হয়েছে এ্যাটলেটিকো মিনেইরোর গোলরক্ষক উইলসনকে। এ প্রসঙ্গে ব্রাজিল অলিম্পিক কমিটি জানিয়েছে, এখন পর্যন্ত দেশের হয়ে না খেলা প্রাস এবারও সেই সুযোগ পেল না। ইনজুরির কারণে তার আর অলিম্পিকে খেলা হচ্ছে না। অলিম্পিকের ফুটবল ইভেন্টে কখনও স্বর্ণপদক না পাওয়া রেকর্ড সর্বোচ্চ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ‘এ’ গ্রুপে লড়বে দক্ষিণ আফ্রিকা, ইরাক ও ডেনমার্কের বিরুদ্ধে। বৃহস্পতিবার প্রথম ম্যাচে স্বাগতিকদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
×