ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

উদ্বোধনী দিনে মাঠে নামবেন তীরন্দাজ শ্যামলী রায়, কয়েক ধাপে রিও যাচ্ছেন বাংলাদেশের এ্যাথলেটরা

অলিম্পিক মিশন শুরু বাংলাদেশের

প্রকাশিত: ০৬:৩৩, ২ আগস্ট ২০১৬

অলিম্পিক মিশন শুরু বাংলাদেশের

স্পোর্টস রিপোর্টার ॥ শুক্রবার পর্দা উঠবে বিশ্বের সর্ববৃহৎ ক্রীড়া আসর অলিম্পিক গেমসের। বরাবরের মতো এবারও আনুষ্ঠানিক উদ্বোধনের আগের দিন মাঠে গড়াবে ফুটবল ইভেন্ট। তবে আপাতত সবার দৃষ্টি উদ্বোধনী অনুষ্ঠানে। রিও ডি জেনিরোর ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে রিও গেমসের উদ্বোধনী অনুষ্ঠান। ‘গ্রেটেস্ট শো অন দ্য আর্থ’ এর উদ্বোধনের পর ওইদিনই মাঠে গড়াবে বিভিন্ন ইভেন্টের খেলা। শুরুর দিনে ময়দানী লড়াইয়ে নামবে বাংলাদেশও। উদ্বোধনের দিন রিও ডি জেনিরোর স্থানীয় সময় দুপুর ১টায় আরচারি গ্রাউন্ডে নামবেন বাংলাদেশের তীরন্দাজ শ্যামলী রায়। রিও ডি জেনিরোর স্থানীয় সময়ের সঙ্গে নয় ঘণ্টা এগিয়ে বাংলাদেশ। ফলে বাংলাদেশ সময় প্রতিযোগিতা শুরু হবে রাত ১০টায়। রিওতে অংশ নিতে আজ রাত সাড়ে ৯টায় দেশ ছাড়ার কথা শ্যামলীর। তার সঙ্গে কোচ হিসেবে যাচ্ছেন নিশীথ দাস। বরাবরের মতো এবারও অলিম্পিকে প্রতিদ্বন্দ্বিতা করছে লাল-সবুজের এই দেশ। যেখানে অংশ নিচ্ছেন সাত প্রতিযোগী। এর মধ্যে সরাসরি অংশ নিতে যাচ্ছেন গলফ ইভেন্টে সিদ্দিকুর রহমান। বাকি ছয় সদস্য ওয়াইল্ড কার্ডের বিনিময়ে অংশ নেবেন। সাঁতার, শূটিং, এ্যাথলেটিকস, গলফ, আরচারিÑএই পাঁচ ইভেন্টে লড়বে বাংলাদেশের প্রতিযোগীরা। আরচারি দিয়ে রিও মিশন শুরু করবে লাল সবুজের বাংলাদেশ। আরচারির পর শূটিং ইভেন্ট। যেখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন বাংলাদেশের আশা-ভরসার প্রতীক আবদুল্লাহ হেল বাকী। তিনি লড়বেন ১০ মিটার এয়ার রাইফেলে। স্থানীয় সময়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ৮ আগস্ট সকাল ৯টায় ও বাংলাদেশ সময় রাত ১১টায়। গত রবিবার রাতে সবার আগে ব্রাজিলের উদ্দেশে রওনা দিয়েছেন তিনি। তার সঙ্গে আছেন ডেনমার্কের কোচ কাওস। এরপর গলফ ইভেন্ট। যে ইভেন্ট দেখতে মুখিয়ে আছে গোটা বাংলাদেশ। কেমন করবেন বাংলাদেশের সিদ্দিকুর রহমান। ১১ আগস্ট কোর্সে নামবেন তিনি। স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় অর্থাৎ বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে সিদ্দিকুরের মিশন। ব্রাজিলের উদ্দেশে সিদ্দিকুর ঢাকা ছাড়ার কথা আজ সকালে। সাঁতার ইভেন্টে বাংলাদেশের দুইজন অংশ নিচ্ছেন। প্রথমে পুলে নামবেন মাহফিজুর সাগর। স্থানীয় সময়ে ১১ আগস্ট দুপুর ১টায় অর্থাৎ বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হবে সাগরের ইভেন্ট। পরের দিন একই সময়ে পুলে নামবেন অন্য সাঁতারু সোনিয়া আক্তার। দু’জনই ৫০ মিটার ফ্রি স্টাইলে লড়বেন। তাদের সঙ্গে পাঠানো হচ্ছে না কোন কোচ। সবার শেষে ট্র্যাক এ্যান্ড ফিল্ডের লড়াই। ১২ ও ১৩ আগস্ট যথাক্রমে ট্র্যাকে নামবেন শিরিন আক্তার ও মেজবাহ আহমেদ। ১০০ মিটার স্প্রিন্টের হিটে প্রতিদ্বন্দ্বিতা করবেন তারা। ১২ আগস্ট স্থানীয় সময় বেলা ১১ টা ৫৫ মিনিটে অর্থাৎ বাংলাদেশ সময় রাত ১টা ৫৫ মিনিটে ট্র্যাক এ্যান্ড ফিল্ডের লড়াইয়ে নামবেন দেশের দ্রুততম মানবী শিরিন। পরের দিনই স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় অর্থাৎ বাংলাদেশ সময়ে রাত সাড়ে ১১টায় নামবেন দেশের দ্রুততম মানব মেজবাহ। রিও অলিম্পিকে বাংলাদেশের বহর ২১ জনের। এর মধ্যে পাঁচজন আমন্ত্রিত অতিথি। বাকি ১৬ জনের মধ্যে সাত প্রতিযোগী, তিন কোচ, পাঁচ কর্মকর্তা। সেফ দ্য মিশন হিসেবে অলিম্পিকে যাচ্ছেন ফেন্সিং ফেডারেশনের সভাপতি আবু তায়েব মুহাম্মদ জহিরুল আলম। অন্য কর্মকর্তাদের মধ্যে বিওএর মহাপরিচালক ফখরুদ্দিন হায়দার যাচ্ছেন অলিম্পিক এ্যাটাশে হিসেবে। এ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক ইব্রাহিম চেঙ্গিস ব্রাজিলে যাচ্ছেন ন্যাশনাল অলিম্পিক কাউন্সিলের অতিথি হিসেবে। গলফ ফেডারেশনের সহ-সভাপতি এ কে এম আব্দুল্লাহিল বাকী যাচ্ছেন দলের টিম লিডার হিসেবে। অলিম্পিকের ইতিহাসে এটি ৩১তম আসর হলেও বাংলাদেশের জন্য নবম। ১৯৮৪ সালে লস এ্যাঞ্জেলস অলিম্পিক দিয়ে স্বপ্নের ক্রীড়াযজ্ঞে বাংলাদেশের অংশগ্রহণ শুরু হয়। আগের আসরগুলোতে পদক দূরে থাক, পদক জয়ের সম্ভাবনাও সৃষ্টি করতে পারেনি বাংলাদেশের কোন এ্যাথলেট। তবে এবার সেই বন্ধ্যত্ব ঘোচানোর স্বপ্ন বুনছেন কয়েকজন। বিশেষ করে গলফার সিদ্দিকুরকে নিয়ে আশাবাদী গোটা দেশ।
×