ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভারতে এক মাসে তিন দফা জ্বালানির দাম কমেছে

প্রকাশিত: ০৬:২৭, ২ আগস্ট ২০১৬

ভারতে এক মাসে তিন দফা জ্বালানির দাম কমেছে

ভারতে গেল জুলাই মাসে তৃতীয়বারের মতো দাম কমেছে পেট্রোল-ডিজেলের। এক মাসের মধ্যে তৃতীয় দফায় পেট্রোলের দাম লিটারে কমেছে ১ রুপী ৪২ পয়সা। আর ডিজেলের দাম কমেছে ২ রুপী। দেশটির বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, রবিবার মধ্যরাত থেকে কার্যকর হয়েছে দাম কমানোর এই ঘোষণা। খবরে বলা হয়েছে, বিশ্ববাজারে তেলের দাম কমায় অয়েল ইন্ডিয়া দাম কমানোর এই সিদ্ধান্ত নিয়েছে। জানা গেছে, দাম কমার পর দিল্লীতে পেট্রোলের দাম লিটারপ্রতি হয়েছে ৬১ রুপী ৯ পয়সা। আগে এই দাম ছিল ৬২ রুপী ৫১ পয়সা। পাশাপাশি ডিজেলের দাম হয়েছে ৫২ রুপী ২৭ পয়সা। আগে এর দাম ছিল ৫৪ রুপী ২৮ পয়সা। উল্লেখ, এর আগে ১৬ এপ্রিল ৭৪ পয়সা দাম কমানো হয়েছিল পেট্রোলের। ডিজেলের দাম কমেছিল ১ রুপী ৩০ পয়সা। -অর্থনৈতিক রিপোর্টার পোশাক শ্রমিকদের আর্থিক সেবায় সারথি প্রকল্প এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে দেশের তৈরি পোশাক শিল্প সেক্টরের শ্রমিকদের আর্থিক সেবাসমূহের আওতায় নিয়ে আসা এবং এ সম্পর্কিত জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে সুইসকন্ট্যাক্ট ও মেটলাইফ ফাউন্ডেশনের অর্থায়নে পরিচালিত প্রকল্প ‘সারথী’ বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। মেটলাইফ ফাউন্ডেশন এবং সুইসকন্ট্যাক্টের অর্থায়নে পরিচালিত সারথী নামের এই প্রকল্পটি তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের সমসাময়িক ব্যাংকিং ব্যবস্থা এবং কমার্শিয়াল ফাইন্যান্সিয়াল ইন্সটিটিউশনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে এবং ব্যাংক এ্যাকাউন্টধারী হিসেবে তারা যাতে নিয়মিত হিসাব পরিচালনা করতে পারে সে উদ্দেশে কাজ করছে। বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের জেনারেল ম্যানেজার নূরুন নাহার বলেন, এই সমঝোতা চুক্তি দু’পক্ষের জন্যই তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের উন্নয়নে কাজ করার এবং অর্থনৈতিক অন্তর্ভুক্তির লক্ষ্যে কাজ করার বিশাল ক্ষেত্র উন্মুক্ত করবে। -অর্থনৈতিক রিপোর্টার
×