ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

স্কয়ার টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত: ০৬:২৩, ২ আগস্ট ২০১৬

স্কয়ার টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের স্কয়ার টেক্সটাইল কোম্পানি লিমিটেড ৩০ জুন, ২০১৬ সমাপ্ত অর্থবছরের জন্য ২৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাসহ মোট ৩৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এছাড়া কোম্পানি ২৫ কোটি টাকার বিএমআরই এবং জমি কেনার জন্য ব্যয় করবে। সোমবার ১ আগস্ট অনুষ্ঠিত এ কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, এ কোম্পানির ১৮ মাসের (জানুয়ারি’১৫-জুন’১৬) শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪.৫৭ টাকা। তার আগের ১৮ মাসের হিসাবে (জুলাই ’১৩-ডিসেম্বর ’১৪) ইপিএস হয়েছে ৫.০৩ টাকা। ঘোষিত এই লভ্যাংশ অনুমোদনের জন্য কোম্পানি আগামী ৮ সেপ্টেম্বর সকাল ১০টায় রাওয়া কনভেনশন হল-২ বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৩ আগস্ট। -অর্থনৈতিক রিপোর্টার লভ্যাংশ পাঠিয়েছে ডেল্টা লাইফ ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স সমাপ্ত হিসাব বছরের নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, ডেল্টা লাইফ গত ২১ জুন বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে নগদ লভ্যাংশ পাঠিয়েছে। উল্লেখ্য, কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০১৫ সমাপ্ত হিসাব বছরে ১৮ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা দিয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার
×