ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মদ পান করলে পরিবারের সবার জেল

প্রকাশিত: ০৬:০৮, ২ আগস্ট ২০১৬

মদ পান করলে পরিবারের সবার জেল

পরিবারের একজন মদ খেলে সেই পরিবারের প্রাপ্তবয়স্ক সবার জেলে যেতে হতে পারে। এমনই এক অদ্ভুত আইন করতে যাচ্ছে ভারতের বিহার রাজ্য সরকার। শনিবার বিহার বিধানসভায় পেশকরা এক নয়া বিলে এই কথা বলা হয়েছে। বিলটি গত চার মাস আগে তৈরি মদ্যপান নিরোধক আইনকে আরও শক্তিশালী করবে বলে রাজ্য সরকারের দাবি। বিলে বলা হয়েছে, পরিবারের কোন সদস্যকে মদ্যপ অবস্থায় পাওয়া গেলে ওই পরিবারের প্রাপ্তবয়স্কদেরও সাজা ভোগ করতে হবে। ৪৪ পাতার ওই প্রস্তাবিত বিলটি সব বিধায়কের মধ্যে বিলি করা হয়েছে। বিলে আরও বলা হয়েছে, কোনভাবে নেশার বিজ্ঞাপন দিলে বা সোশ্যাল মিডিয়ায় প্রচার করলে পাঁচ বছরের জেল এবং দশ লাখ টাকা জরিমানা হতে পারে। নারী বা বালকদের নেশার দ্রব্য পাচার বা তৈরির জন্য ব্যবহার করলে যাবজ্জীবন কারাবাসও হতে পারে। বিল সম্পর্কে মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বলেন, রাজ্যকে নেশামুক্ত করতে চান তিনি। এতে জিডিপিসহ আর্থ-সামাজিক ক্ষেত্রেও উন্নতি হবে। তবে এই ধরনের বিল নিয়ে সমালোচনা শুরু হয়েছে। রাজ্য বিরোধী দল এবং বিজেপিও এ বিলের বিরোধিতা করেছে।-জিনিউজ অবলম্বনে।
×