ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চট্টগ্রামে মৃদু ভূকম্পন

প্রকাশিত: ০৬:০৭, ২ আগস্ট ২০১৬

চট্টগ্রামে মৃদু  ভূকম্পন

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ সোমবার বিকেলে চট্টগ্রামে ভূকম্পন অনুভূত হয়েছে। বিকেল ৪টা ১ মিনিটে এ কম্পন অনুভূত হয়, রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫। তবে কোথাও কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আবহাওয়া অধিদফতর সূত্র জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ৫০৭ কিলোমিটার দক্ষিণ-পূর্বে মিয়ানমারের পাকুক্কু এলাকায়। রিখটার স্কেলে ৪ দশমিক ৯৯ মাত্রা পর্যন্ত ভূকম্পনকে মৃদু ভূমিকম্প বিবেচনা করা হয়। সে হিসেবে ৫ মাত্রার এ কম্পন মাঝারি পর্যায়ের হলেও অনেকটা মৃদু ভূমিকম্পের মতোই। উৎপত্তিস্থল ঢাকা থেকে ৫০৭ কিলোমিটার দক্ষিণ-পূর্বে হওয়ায় এর ফলে সৃষ্ট কম্পন চট্টগ্রামে খুব একটা অনুভূত হয়নি। কোথাও কোন ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। শুধু তাই নয়, অধিকাংশ মানুষ ভূকম্পন টেরই পাননি। প্রসঙ্গত, দেশের মানুষ ভূকম্পনের আতঙ্কের মধ্যে রয়েছে। বিশেষ করে বিদেশী বিভিন্ন প্রতিষ্ঠানের গবেষণা রিপোর্টে বাংলাদেশে বড় ধরনের ভূকম্পন হতে পারে এমন আশঙ্কা ব্যক্ত করায় শহরের মানুষ রয়েছেন ভয়ের মধ্যে। গত ১৩ এপ্রিল রাতে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে দেশ কেঁপে উঠেছিল। ঐ কম্পনের উৎপত্তি স্থলও ছিল মিয়ানমার। বার বার প্রায় একই উৎস থেকে ভূকম্পন সৃষ্টি হচ্ছে। সোমবার বিকেলের ভূকম্পনের পর ফায়ার সার্ভিস, পুলিশ ও জেলা প্রশাসনসহ দায়িত্বশীল বিভিন্ন সংস্থার সঙ্গে যোগাযোগ করে কোথাও ক্ষতির খবর পাওয়া যায়নি। বরং ভূমিকম্প টের পাওয়া যায়নি বলে মন্তব্য পাওয়া গেছে। স্টাফ রিপোর্টার, কক্সবাজার থেকে জানান, কক্সবাজারে মাঝারি ধরনের ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার বিকেলে এ ভূমিকম্প হয়। আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জানান, বিকেল ৪টা ১ মিনিট ১২ সেকেন্ডে ৫ মাত্রার মাঝারি ধরনের ভূমিকম্প অনুভূত হয় কক্সবাজার, চট্টগ্রাম, বান্দরবানসহ কিছু স্থানে। তিনি জানান, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ঢাকার আগারগাঁও থেকে ৫০৭ কিলোমিটার দক্ষিণ-পূর্বে মিয়ানমারে।
×