ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

আপীল খারিজ, হাইকোর্টের রায় বহাল

ধানমণ্ডি থেকে ম্যাপল লিফসহ বাণিজ্যিক স্থাপনা সরাতে হবে

প্রকাশিত: ০৬:০৫, ২ আগস্ট ২০১৬

ধানমণ্ডি থেকে ম্যাপল লিফসহ বাণিজ্যিক স্থাপনা সরাতে হবে

স্টাফ রিপোর্টার ॥ ধানম-ির আবাসিক এলাকা থেকে ম্যাপললিফ স্কুলসহ বাণিজ্যিক স্থাপনা অপসারণে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে করা আপীল খারিজ করে দিয়েছে আপীল বিভাগ। এ রায়ের ফলে ধানম-ি থেকে বাণিজ্যিক স্থাপনা সরাতে আর কোন বাধা রইল না। অন্যদিকে সাংবাদিক ইউনিয়নের একাংশের নেতা বেগম খালেদা জিয়ার উপদেষ্টা শওকত মাহমুদকে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি দিয়েছে হাইকোর্ট। সোমবার আপীল বিভাগ ও হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ আদেশগুলো প্রদান করেছে। ধানম-ির আবাসিক এলাকা থেকে ম্যাপললিফ স্কুলসহ বাণিজ্যিক স্থাপনা অপসারণ করতে হবে। হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে করা আপীল খারিজ করে দিয়েছে আপীল বিভাগ। আপীল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আব্দুল ওয়াহাব মিঞার নেতৃত্বে চার সদস্যের আপীল বেঞ্চ এই রায় দেয়। আদালতে লিভ টু আপীলকারীর পক্ষে ছিলেন আইনজীবী ড. আবুল বাশার ও এ্যাডভোকেট অন রেকর্ড জয়নুল আবেদীন তুহিন। অপরপক্ষে ছিলেন এ্যাডভোকেট মনজিল মোরসেদ। ধানম-ি আবাসিক এলাকার বৈশিষ্ট্য রক্ষার নির্দেশনা চেয়ে সেখানকার দুই বাসিন্দা এম এ মাসুদ এবং এম এ মতিন ২০১১ সালের ফেব্রুয়ারিতে হাইকোর্টে একটি রিট আবেদন করেন। প্রাথমিক শুনানি নিয়ে ওই বছরের ২ ফেব্রুয়ারি হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ রুল দেয়, সেই সঙ্গে ধানম-ি আবাসিক এলাকায় নতুন স্কুল, কলেজ ও ব্যবসাপ্রতিষ্ঠান স্থাপন ও অনুমোদনের ওপর অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দেয়া হয়। রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে ২০১২ সালের ১১ জুন হাইকোর্ট রায় দেয়। রায়ে বলা হয়, ধানম-ি আবাসিক এলাকার মর্যাদা ফিরিয়ে আনতে ও পরিবেশ রক্ষায় বাণিজ্যিক প্রতিষ্ঠান সরিয়ে নিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ব্যক্তিকে সময় দিয়ে নোটিস দিতে হবে। তবে ধানম-ি-২, ২৭ নম্বর সড়ক, সাতমসজিদ ও মিরপুর সড়ককে ইতোপূর্বে বাণিজ্যিক এলাকা ঘোষণা করায় সেখানে থাকা বাণিজ্যিক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হবে না বলে জানানো হয় রায়ে। এরপর ধানম-ি আবাসিক এলাকা থেকে সব বাণিজ্যিক প্রতিষ্ঠান সরিয়ে নিতে নির্দেশ দেয় রাজউক। ধানম-ি ১১ (এ) সড়কে থাকা ম্যাপললিফ ইন্টারন্যাশনাল স্কুলকে তিন বছরের মধ্যে সুবিধাজনক জায়গায় সরিয়ে নিতে বলা হয়। হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে ম্যাপললিফ ও দক্ষিণ সিটি কর্পোরেশন আলাদাভাবে লিভ টু আপীল করে, যা সোমবার শুনানির জন্য ওঠে। আদেশের বিষয়টি জানিয়ে আইনজীবী মনজিল মোরসেদ পরে সাংবাদিকদের বলেন, আপীল বিভাগে লিভ টু আপীল দুটি খারিজ হওয়ায় হাইকোর্টের রায় বহাল রইল। ফলে ধানম-ি-২, ২৭ নম্বর সড়ক, সাতমসজিদ ও মিরপুর সড়কের পাশের বাণিজ্যিক স্থাপনা ছাড়া ধানম-ি আবাসিক এলাকার ভেতর থাকা সব বাণিজ্যিক স্থাপনা অপসারণে বাধা নেই। ম্যাপললিফ স্কুলও সরাতে হবে। শওকত মাহমুদ ॥ সাংবাদিক ইউনিয়নের একাংশের নেতা শওকত মাহমুদকে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি দিয়েছে আদালত। শওকত মাহমুদের আবেদনের শুনানি করে সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট বেঞ্চ তাকে ৪০ দিনের জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেয়। আদালতে শওকত মাহমুদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, সঙ্গে ছিলেন আইনজীবী এম মাসুদ রানা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবীর। মাসুদ রানা পরে সাংবাদিকদের বলেন, তিনি চল্লিশ দিন বিদেশে অবস্থান করতে পারবেন। প্রায় ১০ মাস কারাবন্দী থাকার পর বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা শওকত মাহমুদ সব মামলায় জামিন পেলে গত ২২ জুন তাকে কারাগার থেকে মুক্তি দেয়া হয়। এরপর তিনি বিদেশে যাওয়ার অনুমতি চাইলে ১৭ জুলাই নিম্ন আদালত তা নাচক করে দেয়। এর বিরুদ্ধে ২৮ জুলাই হাইকোর্টে আবেদন করেন শওকত মাহমুদ, যার ওপর শুনানি নিয়ে সোমবার আদালত আদেশ দিল। শওকত মাহমুদ ডায়বেটিস ও পিঠের ব্যথাসহ বিভিন্ন রোগে ভুগছেন বলে আবেদনে জানানো হয়।
×