ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নৌ ও বিমান বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন

প্রকাশিত: ০৪:২৯, ২ আগস্ট ২০১৬

নৌ ও বিমান বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন

‘জাতীয় বৃক্ষরোপণ অভিযান-’১৬’ সফল করার লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী ঢাকা, চট্টগ্রাম, খুলনা, মংলা ও কাপ্তাইসহ দেশের সকল নৌঘাঁটি, উপকূলীয় স্থাপনা এবং এলাকাসমূহে বৃক্ষরোপণ কর্মসূচী গ্রহণ করেছে। এ উপলক্ষে সোমবার নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ বনানীস্থ নৌ সদর দফতর কমপ্লেক্সে একটি গাছের চারা রোপণ করে এ কর্মসূচীর উদ্বোধন করেন। পরে উক্ত কর্মসূচীর সাফল্য কামনা করে মোনাজাত করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে নৌ সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসারগণসহ ঢাকা নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার, সামরিক ও বেসামরিক কর্মকর্তা-কর্মচারী ও নাবিকগণ উপস্থিত ছিলেন। এদিকে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচী-’১৬ এর সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশ বিমান বাহিনী এ বছর বৃক্ষ রোপণের ব্যাপক কর্মসূচী হাতে নিয়েছে। এ উপলক্ষে বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল আবু এসরার সোমবার বিমান সদর প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করে ‘বাংলাদেশ বিমান বাহিনী বৃক্ষরোপণ অভিযান-‘১৬’ এর শুভ উদ্বোধন করেন। এ সময় বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসারগণ বিভিন্ন গাছের চারা রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচীতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে অন্যদের মাঝে বিমান সদরের পরিচালকগণ এবং উর্ধতন কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন। বাংলাদেশ বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটি ও ইউনিট সমূহেও একই ধরনের কর্মসূচী গ্রহণ করা হয়েছে। -আইএসপিআর সংগ্রামী নারী তিন সন্তান রেখে প্রায় সাত বছর আগে স্বামী মারা গেছেন। অনন্যোপায় হয়ে অবশেষে বেছে নিয়েছেন হাঁড়ি-পাতিলের ব্যবসা। অল্প পুঁজিকে কাজে লাগিয়ে অল্প কিছু হাঁড়ি-পাতিল ক্রয় করে হেঁটে বাড়িতে বাড়িতে বিক্রি করেন তিনি। তাতে দুই-চার পয়সা যা উপার্জন হয় তা দিয়েই কষ্ট করে চালাতে হয় সংসার। রাজধানীর মতিঝিল এলাকা থেকে ছবিটি তুলেছেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী। জলজীবন নদীতে নৌকা ছেড়ে অজানার উদ্দেশে যাত্রা করা সেই বেদে সম্প্রদায় জীবন ও জীবিকার তাগিদে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে নিজেদেরও অনেকটা পরিবর্তন করে নিয়েছে। তারা আর আগের মতো নদী পথে ছুটে চলে না অজানার উদ্দেশে। কাজের প্রয়োজনে থিতু হয়ে বসেছে অনেকে। এই সম্প্রদায়ের অনেকে আবার পেশা পরিবর্তন করেছে। ছবির এই বেদে শিশুরা বাবা-মার অনুপস্থিতিতে সংসারের কাজ এগিয়ে নিচ্ছে। দূরগ্রাম থেকে পানি নিয়ে আবাসস্থলে ফিরছে তারা। বিরুলিয়া তুরাগ নদের বেড়িবাঁধ এলাকা থেকে ছবিটি তুলেছেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী ইলিয়াস মাহমুদ।
×