ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিচারপতি আবু সাঈদ চৌধুরীর মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশিত: ০৪:২৮, ২ আগস্ট ২০১৬

 বিচারপতি আবু সাঈদ চৌধুরীর মৃত্যুবার্ষিকী আজ

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, জাতিসংঘ মানবাধিকার কমিশনের সাবেক সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, তদানীন্তন হাইকোর্টের সাবেক বিচারপতি এবং সাবেক এ্যাডভোকেট জেনারেল আবু সাঈদ চৌধুরীর আটাশতম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ী জামে মসজিদে কোরানখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বিচারপতি আবু সাঈদ চৌধুরী জাতীয় স্মৃতি সংসদ এ উপলক্ষে শীঘ্রই স্মরণসভার আয়োজন করবে। ১৯৭১ সালের ১৫ মার্চ পুলিশের গুলিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দু’জন ছাত্র নিহত হওয়ার প্রতিবাদে তিনি তাৎক্ষণিকভাবে উপাচার্যের পদ হতে পদত্যাগ করেন। পরে তিনি প্রবাসী বাংলাদেশ সরকারের বিশেষ প্রতিনিধি হিসেবে মুক্তি সংগ্রামের পক্ষে বিশ্ব জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৮৫ সালে তিনি সর্বসম্মতিক্রমে জাতিসংঘ মানবাধিকার কমিশনের সভাপতি নির্বাচিত হন। ছাত্রজীবনে বিচারপতি চৌধুরী নিখিল বাংলা মুসলিম ছাত্রলীগ এবং কলকাতা প্রেসিডেন্সী কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ১৯৪৬ সালে তিনি নিখিল ভারত মুসলিম ছাত্র ফেডারেশন ব্রিটেন শাখার সভাপতি নির্বাচিত হন। আবু সাঈদ চৌধুরী টাঙ্গাইল জেলার বিভিন্ন এলাকায় কয়েকটি ধর্মীয় ও শিক্ষামূলক প্রতিষ্ঠানে বিশেষ অবদান রেখেছেন। -বিজ্ঞপ্তি ঢাবি সোসিওলজি এ্যালামনাইয়ের নয়া কমিটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডঃ কামাল আবদুল নাসের চৌধুরীকে সভাপতি এবং মোঃ কামাল শরীফকে মহাসচিব করে ঢাকা বিশ্ববিদ্যালয় সোসিওলজি এ্যালামনাই এ্যাসোসিয়েশনের ৩৯ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে এ্যালামনাইয়ের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। সর্বসম্মতিক্রমে গঠিত কমিটির অন্যান্য সদস্য হলেন- সহসভাপতি মোঃ ফারুক হুসাইন এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব মোঃ নজিবুর রহমান, আলহাজ মুহাম্মদ আজিজুর রহমান বাচ্চু, অধ্যাপক ডঃ মাহবুবা নাসরীন এবং মাহমুদ হোসেন চৌধুরী। কোষাধ্যক্ষ পদে রয়েছেন ডঃ মোঃ আমিনুল হক। -বিজ্ঞপ্তি
×