ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আগামী মাসে ফোবানা সম্মেলন ॥ বাণী দিলেন ওবামা ও শেখ হাসিনা

প্রকাশিত: ০৪:২৮, ২ আগস্ট ২০১৬

আগামী মাসে ফোবানা সম্মেলন ॥ বাণী দিলেন ওবামা ও শেখ হাসিনা

এনআরবি নিউজ, নিউইয়র্ক থেকে ॥ আগামী মাসের প্রথম সপ্তাহে ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিতব্য ‘৩০তম বাংলাদেশ সম্মেলন’-এর সাফল্য তথা প্রবাসী বাংলাদেশীদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে শুভেচ্ছা বাণী দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৯ বছর আগে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি থেকেই ‘ফেডারেশন অব বাংলাদেশী অর্গানাইজেশন্স ইন নর্থ আমেরিকা’ তথা ফোবানার ব্যানারে বাংলাদেশ সম্মেলনের যাত্রা শুরু হয়। যুক্তরাষ্ট্র এবং কানাডায় বসবাসরত বাংলাদেশীদের মহামিলন মেলা হিসেবে ২-৪ সেপ্টেম্বর ৩ দিনব্যাপী এই সম্মেলন ঘিরে সর্বত্র প্রস্তুতি চলছে। আর এ প্রস্তুতিতে নয়া মাত্রা যোগ করল প্রেসিডেন্ট বারাক ওবামা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা বাণী। আয়োজক কমিটির প্রেসিডেন্ট মোহাম্মদ আলমগীর জানান, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বার্তায় বলেছেন, ফোবানা বিগত ৩০ বছর ধরে বাংলাদেশের সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্য এবং মুক্তি সংগ্রামের ইতিহাস উপস্থাপন করছে বলে আমি আনন্দিত।’ ‘এখানে শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান ও সামাজিক কার্যক্রমে তরুণদের উৎসাহিত করা হয়। অনুপ্রেরণা যোগানো হয় সেবামূলক কার্যক্রমে। এছাড়া বাংলাদেশের সঙ্গে উত্তর আমেরিকার বাণিজ্যিক সহযোগিতা বাড়ানোর নানা দিকও সম্মেলনে উপস্থাপিত হয়।’ প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন, ‘ফোবানা উত্তর আমেরিকায় তাদের এ কার্যক্রম চালিয়ে যাবে এবং বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে।’ অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা তার বার্তায় বলেন, ‘ফোবানার মতো সংগঠনগুলো আমেরিকার সমৃদ্ধ ইতিহাস উদযাপনে সহযোগিতা করছে। সংগঠনগুলোর কার্যক্রম ব্যক্তিকে তার শিকড়ের বাঁধনে বেঁধে রাখে।’ ওয়াশিংটন ডিসির সন্নিকটে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সদর দফতর পেন্টাগনের পাশেই পেন্টাগন শেরাটন হোটেলের বলরুমে অনুষ্ঠিত হবে এ সম্মেলন। সম্মেলনের হোস্ট কমিটির ইভেন্ট ম্যানেজমেন্ট পরিচালক শিব্বির আহমেদ জানান, ‘বরাবরের মতো এবারের সম্মেলনেও বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, হাজার বছরের ঐতিহ্যসমৃদ্ধ বাঙালী সংস্কৃতি তুলে ধরা হবে। সম্মেলনে প্রথমবারের মতো ‘বাংলাদেশ প্যারেড’-এর আয়োজন করা হয়েছে। এই প্যারেডের মধ্য দিয়ে বাংলা আর বাঙালীর ইতিহাস আমেরিকানদের সামনে উপস্থাপন করা হবে।’
×