ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ মাদ্রাসায় মানববন্ধন সমাবেশ

জঙ্গীবাদ রোখার অঙ্গীকার

প্রকাশিত: ০৪:০১, ২ আগস্ট ২০১৬

জঙ্গীবাদ রোখার অঙ্গীকার

জনকণ্ঠ ডেস্ক ॥ জঙ্গীবাদের বিরুদ্ধে জেগে উঠেছে সারাদেশের মানুষ। সোমবার সব স্কুল, কলেজ, মাদ্রাসা জঙ্গীবিরোধী সেøাগানে মুখরিত ছিল। একযোগে উঠল জঙ্গীবিরোধী আওয়াজ। খবর স্টাফ রিপোর্টার, নিজস্ব সংবাদদাতা ও সংবাদদাতাদের রাজশাহী জঙ্গীবাদের বিরুদ্ধে সর্বত্র জেগে উঠেছে মানুষ। শহরের সীমানা পেরিয়ে রাজশাহীর গ্রামের স্কুল, কলেজ, মাদ্রাসা সবখানে জঙ্গী ও সন্ত্রাসবিরোধী স্লোগানে মুখরিত হয়েছে সোমবার। বেলা ১১টা থেকে এক যোগে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচী থেকে জঙ্গীবিরোধী আওয়াজ তুললেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। সন্ত্রাস নয়, শান্তি চাই, জঙ্গীমুক্ত বাংলদেশ চাই’ ইত্যাদি স্লোগানে মুখরিত সব শিক্ষাপ্রতিষ্ঠান। শহর থেকে গ্রামের স্কুল-কলেজ থেকে একযোগে উঠল জঙ্গীবাদবিরোধী আওয়াজ। রাজশাহী বিশ^বিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়, রাজশাহী কলেজ, নিউ ডিগ্রী কলেজ, মহিলা কলেজ ছাড়াও হাজারো শিক্ষাপ্রতিষ্ঠানে পৃথক মানববন্ধন কর্মসূচীর আয়োজন করা হয়। রাবিতে দেড় কিলোমিটার দৈর্ঘ্য মানববন্ধন কর্মসূচীতে ভিসি প্রফেসর মিজানউদ্দিন ছাড়াও শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। এছাড়া রুয়েটে ভিসি রফিকুল আলম বেগের নেতৃত্বে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয় ক্যাম্পাসের সামনে রাজশাহী-নাটোর মহাসড়কের পাশে। এদিকে রাজশাহী কলেজেও জঙ্গীবাদবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে উপস্থিত ছিলেন, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান, উপাধ্যক্ষ আল ফারুক চৌধুরী, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক জোবায়দা আয়েশা সিদ্দিকা। এছাড়া রাজশাহী নিউ গব. ডিগ্রী কলেজ, রাজশাহী চারুকলা মহাবিদ্যালয়, কোর্ট কলেজ, শাহমখদুম কলেজ, এএইচএম কামারুজ্জামান কলেজ ছাড়াও নগরের বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়েও একই কর্মসূচী পালন করা হয়। এদিকে পবা, মোহনপুর, বাগমারা, তানোর, গোদাগাড়ী, পুঠিয়া, চারঘাট, বাঘা, দুর্গাপুর উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা পৃথকভাবে জঙ্গীবিরোধী মানববন্ধন কর্মসূচীতে অংশ নিয়ে জঙ্গীবাদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। সিলেট সোমবার বেলা ১১টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জঙ্গীবিরোধী মানববন্ধন ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে ভাইস চ্যান্সেলর ড. আমিনুল হক ভুঁইয়া, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক ড. রাশেদ তালুকদার, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, শাবির অধ্যাপক ড. কবির হোসেন, ড. আখতারুল ইসলাম, রেজিস্ট্রার ইশফাকুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে একটি র‌্যালি বের করা হয়। সিলেট উইমেন্স মেডিকেল কলেজ সোমবার সকালে নগরীর মীরবক্সটুলা সড়কে মানববন্ধন কর্মসূচী পালন করে। মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন হলি সিলেট হোল্ডিং লিমিটেডের ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা বশির আহমদ, পরিচালক এমদাদ হোসেন চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক ডাঃ আব্দুল আউয়াল উইমেন্স মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ রেজাউল করিম, হাসপাতালের পরিচালক মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার জেনারেল তোজ্জামেল হক, নার্সিং কলেজের প্রিন্সিপাল অধ্যক্ষ ডাঃ নীলিমা মজিদ প্রমুখ। সিলেট কৃষি বিদ্যালয়ের উদ্যোগে র‌্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়সংলগ্ন বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ক্যাম্পাসে এসে মানববন্ধনে মিলিত হয়। বরিশাল সোমবার বেলা ১১টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে ঘণ্টাব্যাপী মানববন্ধনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এসএম ইমামুল হক। একই সময় সরকারী গৌরনদী কলেজের উদ্যোগে কলেজ ক্যাম্পাসে মানববন্ধনে সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ প্রফেসর আব্দুর রাজ্জাক। ঢাকা-বরিশাল মহাসড়কের আশোকাঠী এলাকায় পালরদী মডেল স্কুল এ্যান্ড কলেজের আয়োজনে মানববন্ধনে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তপন কুমার রায়। রমজানপুর আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন প্রধানশিক্ষক মোঃ মনির হোসেন আকন। একই সময় মাহিলাড়া ডিগ্রী কলেজ, পশ্চিম শাওড়া আলীম মাদ্রাসা, আল-হেলাল দাখিল মাদ্রাসা, বার্থী কলেজ, আগৈলঝাড়ার বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে পৃথকভাবে অনুরূপ কর্মসূচী পালিত হয়। এছাড়া বরিশাল বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা-কর্মচারীদের আয়োজনে নগরীর সদর রোডে মানববন্ধন কর্মসূচীতে জেলা সিভিল সার্জন এএফএম শফিউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ বিনয় কৃষ্ণ বিশ্বাস। গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে অনুরূপ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। কুমিল্লা জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে সোমবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত জঙ্গীবাদ, সন্ত্রাস ও নাশকতাবিরোধী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। নগরীর ভিক্টোরিয়া সরকারী কলেজ, কুমিল্লা মহিলা কলেজ, কুমিল্লা সরকারী কলেজ, কুমিল্লা শিক্ষাবোর্ড মডেল কলেজ, ইবনে তাইমিয়া স্কুল এ্যান্ড কলেজ, কুমিল্লা জিলা স্কুল, নবাব ফয়জুন্নেছা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, কুমিল্লা মডার্ন স্কুলসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এ কর্মসূচী পালন করা হয়। গোপালগঞ্জ বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করেছে। সোমবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মসূচী পালিত হয়। গোপালগঞ্জের সরকারী বঙ্গবন্ধু কলেজ, লালমিয়া সিটি কলেজ, সরকারী ফজিলাতুন্নেছা কলেজ, শেখ হাসিনা স্কুল এ্যান্ড কলেজ, শেখ সাহেরা খাতুন মেডিক্যাল কলেজ, এসএম মডেল গব: হাই স্কুল, বীণাপাণি গব: গার্লস্্ হাই স্কুল, কোটালীপাড়ার শেখ লুৎফর রহমান আদর্শ ডিগ্রী কলেজ, টুঙ্গিপাড়ার শেখ মুজিব ডিগ্রী কলেজ, মুকসুদপুর কলেজ এবং কাশিয়ানীর এস.কে. কলেজসহ জেলার সর্বত্র হাইস্কুল ও কলেজ-শিক্ষার্থীরা একযোগে এ কর্মসূচী পালন করে। বাগেরহাট সোমবার জঙ্গীবাদের বিরুদ্ধে পৃথক পৃথক বিশাল সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাবের সামনে সিভিল সার্জন ডাঃ অরুণ কুমার ম-ল ও ম্যাটসের অধ্যক্ষ ডাঃ রফিকুল ইসলামের নেতৃত্বে স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এবং ফকিরহাটে ফজিলাতুন্নেছা ডিগ্রী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অমিত রায় চৌধুরী, কচুয়ায় শহীদ শেখ আবু নাসের মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম ও কচুয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ সুধাঙ্ক শেখর অধিকারীর নেতৃত্বে পৃথক সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। কুড়িগ্রাম ৯ উপজেলায় সহস্রাধিক শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গী ও সন্ত্রাসবিরোধী মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সোমবার ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মসূচী পালিত হয়। কুড়িগ্রাম সরকারী কলেজ ও সরকারী মহিলা কলেজ, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কুড়িগ্রাম কলেজ মোড় এলাকায় এবং সদর হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা পৌর মার্কেটসংলগ্ন কুড়িগ্রাম-চিলমারী সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশ করে। মজিদা আদর্শ ডিগ্রী মহাবিদ্যালয় কুড়িগ্রাম-ভুরুঙ্গামারী সড়কে মানববন্ধন কর্মসূচী পালন করে। নওগাঁ জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনগুলো প্রতিবাদমুখর হয়ে উঠেছে। সোমবার সকালে জেলাজুড়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মানববন্ধন কর্মসূচী ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় নওগাঁ সরকারী ডিগ্রী কলেজ ও সরকারী বিএমসি মহিলা কলেজ ডিগ্রীর মোড় ও মুক্তির মোড়ে শহরে পৃথকভাবে বিশাল মানববন্ধন করে। জেলা আওয়ামী আইনজীবী পরিষদ আদালত চত্বরে মানববন্ধন ও সমাবেশ করে। আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি অজিত কুমার রায়ের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বার এ্যাসিয়োশনের সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, আওয়ামী আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক আবদুল্লাহেল বাকী প্রমুখ বক্তব্য রাখেন। চাঁদপুর বিভিন্ন কলেজ, স্কুল, মাদ্রাসায় মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। সোমবার বেলা ১১টায় একযোগে স্ব স্ব প্রতিষ্ঠানের ব্যানারে মানববন্ধন কর্মসূচী পালন করে। প্রতিষ্ঠানগুলো হচ্ছে : চাঁদপুর সরকারী কলেজ, ফরক্কাবাদ ডিগ্রী কলেজ, ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়, ফরক্কাবাদ ইসলামিয়া সিনিয়র মাদরাসা, রঘুনাথপুর হাজী আব্দুল কারিম উচ্চ বিদ্যালয়, বাগাদী আহমাদিয়া ফাযিল মাদ্রাসা, বাগাদী গণি উচ্চ বিদ্যালয়। চাঁদপুর সরকারী কলেজের মানববন্ধনে নেতৃত্ব দেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এএসএম দেলওয়ার, ফরক্কাবাদ কলেজের মানববন্ধনে নেতৃত্বে দেন কলেজের অধ্যক্ষ ড. মোহাম্মদ হাসান খান, ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন হাওলাদার। ভোলা ৭ উপজেলায় শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকরা জঙ্গীবাদবিরোধী বিশাল মানববন্ধন কর্মসূচী পালন করেছে। সোমবার বেলা ১১টায় ভোলা বাংলাস্কুল মোড়ে ওবায়দুল হক মহাবিদ্যালয়, গাজীপুর রোডে ভোলা সরকারী ফজিলতুননেছা মহিলা কলেজ, বাংলাবাজার ফাতেমা খানম কলেজ, খেয়াঘাট সড়কে মুসলিম স্কুল, চরনোয়াবাদ সড়কে আলিয়া মাদ্রাসা, ভোলা সরকারী কলেজ, পরানগঞ্জে নাজিউর রহমান কলেজ, দৌলতখানে আবু আবদুল্লাহ কলেজ, হালিমা খাতুন মহিলা কলেজের উদ্যোগে মানববন্ধন করা হয়। নাটোর সকল শিক্ষাপ্রতিষ্ঠানে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে জেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে এই কর্মসূচী পালন করে শিক্ষক ও শিক্ষার্থীরা। শহরের নবাব সিরাজ-উদ-দৌলা সরকারী কলেজের সামনে মানববন্ধনে অংশ নেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। অপরদিকে বাগাতিপাড়া উপজেলার পেড়াবাড়িয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে মানববন্ধনে সংসদ সদস্য এ্যাডভোকেট আবুল কালাম আজাদ অংশ নেন। ব্রাহ্মণবাড়িয়া সোমবার জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্বরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সিভিল সার্জন ডাঃ হাসিনা আক্তার হাসির সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক ডাঃ মোঃ আবু সাইদ, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ শওকত হোসেন, প্রেসক্লাব সভাপতি খ, আ, ম রশিদুল ইসলাম প্রমুখ। এ সময় বক্তারা সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে সকলকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। এছাড়াও দুপুর ১টায় শহরের মেড্ডায় সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে মানববন্ধন করেছে ব্রাহ্মণবাড়িয়া পৌর ডিগ্রী কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। এদিকে একই সময় আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এ্যান্ড কলেজের উদ্যোগে বিপুলসংখ্যক ছাত্রছাত্রীদের অংশগ্রহণে বিদ্যালয় চত্বর এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। চবি সোমবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পালিত হয় জঙ্গীবাদ বিরোধী কর্মসূচী। নগরী ও জেলার ¯œাতক পর্যায়ের কলেজগুলোতেও পালিত হয় জঙ্গীবাদের প্রতিবাদে মানববন্ধন ও মিছিল-সমাবেশ। এ সকল সমাবেশ থেকে মানবতার দুশমন জঙ্গীদের খুঁজে বের করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। এছাড়া সন্তানদের ব্যাপারে সচেতন হওয়ার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন কর্মসূচীতে অংশগ্রহণকারী শিক্ষক ও শিক্ষার্থীরা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সোমবার বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত চবি জিরো পয়েন্ট এবং শহীদ মিনার এলাকায় মানববন্ধন, বেলা সাড়ে ১১টায় র‌্যালি এবং এরপর চবি বঙ্গবন্ধু চত্বরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সোমবার জঙ্গীবাদ বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর মোঃ রুহল আমিনের নেতৃত্বে দিনাজপুর-ঢাকা মহাসড়কে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর মোঃ রুহুল আমিন, প্রফেসর ড. আনিস খান, প্রফেসর ড. বলরাম রায়, প্রফেসর ডাঃ এস এম হারুন-উর-রশীদ, প্রফেসর ডাঃ মোঃ ফজলুল হক, ফেরদৌস আলম, ইমতিয়াজ হোসেন, ছাত্রলীগ নেতা নাহিদ আহমেদ নয়ন, মোস্তফা তারেক চৌধুরী, মমিনুল হক রাব্বি, আব্দুর রহিম প্রমুখ। সাতক্ষীরা জঙ্গী ও সন্ত্রাস প্রতিরোধে জনগণের ঐক্য গড়ে তোলার লক্ষ্যে শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মানববন্ধন কর্মসূচী পালন করেছে। সোমবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। সাতক্ষীরার সকল গুরুত্বপূর্ণ সড়কে শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ মানববন্ধন কর্মসূচীতে অংশগ্রহণ করেন। সাতক্ষীরা সরকারী উচ্চ বিদ্যালয়, শহরে টাউন গার্লস হাইস্কুল, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, পলাশপোল হাইস্কুল, আব্দুল করিম বালিকা বিদ্যালয়, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জনিয়ার্স এ্যাসোসিয়েশনসহ জেলার কয়েক শত শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন স্থানে জঙ্গী ও সন্ত্রাস প্রতিরোধে মানববন্ধন কর্মসূচী পালন করে। সিরাজগঞ্জ র‌্যালি ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে মেডিক্যাল কলেজের শিক্ষক ও শিক্ষার্থী ও স্বাস্থ্য বিভাগীয় কর্মকর্তা কর্মচারীরা। সোমবার সকালে শহরের শহীদ নাজমুল চত্বর চৌরাস্তায় মানববন্ধন কর্মসূচী শেষে র‌্যালি বের করে শহর প্রদক্ষিণ করা হয়। সিরাজগঞ্জ সরকারী শহীদ এম মনসুর আলী মেডিক্যাল, নর্থ বেঙ্গল মেডিক্যাল কলেজ, সিভিল সার্জন, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালসহ স্বাস্থ্য সংশ্লিষ্ট বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠান এ মানব বন্ধন ও র‌্যালিতে অংশ নেন। বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সরকারী শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক রেজাউল ইসলাম, বিএমএ’র সভাপতি ডাঃ জহুরুল হক রাজা, সাধারণ সম্পাদক ডাঃ আব্দুর রাজ্জাক আলম প্রমুখ। রাঙ্গামাটি জঙ্গীবাদকে প্রত্যাখ্যান করেছে পাহাড়ের ঐতিহ্যবাহী রাঙ্গামাটি সিনিয়র মাদ্রাসার ছাত্র/ শিক্ষকরা। সোমবার সকাল ১১ থেকে ১২টা পর্যন্ত রাঙ্গামাটি প্রেসক্লাবের সামনে তারা মানববন্ধন করে। মানববন্ধনে একাত্মতা ঘোষাণা করে অংশগ্রহণ করেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি রুহুল আমিন, জেলার ইমাম সমিতির সভাপতি অধ্যক্ষ হাফেজ নজরুর ইসলাম, বিশিষ্ট সাংবাদিক ও দৈনিক গিরিদর্পণ সম্পাদক একেএম মকছুদ আহমেদ। নীলফামারী ছয় উপজেলায় জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষে জঙ্গী, সন্ত্রাস, গুপ্ত হত্যা ও নাশকতার বিরুদ্ধে র‌্যালি ও মানববন্ধন করা হয়েছে। সোমবার সকাল ১১টায় ডোমার, ডিমলা, জলঢাকা, কিশোরীগঞ্জ ও সৈয়দপুর উপজেলা হাসপাতাল থেকে পৃথকভাবে র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে জেলা শহরে চৌরঙ্গী মোড়ে এবং উপজেলা পর্যায়ে হাসপাতালের সামনে মানববন্ধন করা হয় ঘণ্টাব্যাপী। জেলা শহরের কর্মসূচীতে সিভিল সার্জন ডাঃ আব্দুল রশিদ ও উপজেলা পর্যায়ে প্রতিটি হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকতারা নেতৃত্ব দেন। পটুয়াখালী ৮ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী মানববন্ধন, র‌্যালি এবং আলোচনাসভা অনুষ্ঠিত হয়। বেলা ১১টায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত মানববন্ধনে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। রংপুর সোমবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত জেলা ও উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান নিজ নিজ প্রতিষ্ঠানের সামনের রাস্তায় মানববন্ধন কর্মসূচী পালন করে। এতে প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও গবর্নিং বডির সদস্য ও শিক্ষা প্রশাসনের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীসহ শিক্ষা সংশ্লিষ্ট সকল মানুষ এসব সমাবেশে অংশ নেন। যেসব প্রতিষ্ঠানে এ কর্মসূচী পালন করা হয়েছে তার মধ্যে রয়েছে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, লালকঠি বালিকা উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয়, সমাজ কল্যাণ বিদ্যাবিথী, শিক্ষাঙ্গন উচ্চ বিদ্যালয়, রবার্টসনগঞ্জ হাই স্কুল এন্ড কলেজ, মাহিগঞ্জ গার্লস হাইস্কুল এন্ড কলেজ ইত্যাদি। পঞ্চগড় সকল শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গীবাদবিরোধী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। মানববন্ধনে জঙ্গীবাদবিরোধী নানা ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী-কর্মচারী ছাড়াও অভিভাবক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। সোমবার দুপুরে পঞ্চগড় সরকারী মহিলা কলেজ, এমআর সরকারী কলেজ, বিপি সরকারী উচ্চ বিদ্যালয়, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, পঞ্চগড় নুরুল আলা নুর কামিল মাদ্রাসাসহ জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান একযোগে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচী পালন করে। খাগড়াছড়ি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্য বিভাগের উদ্যোগে জঙ্গী ও সন্ত্রাস বিরোধি র‌্যালি, মানববন্ধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে খাগড়াছড়ি সরকারী কলেজের জঙ্গী ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা প্রশাসক পুুলিশ সুপারসহ অনেকে উপস্থিত ছিলেন। এর আগে খাগড়াছড়ি সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে স্বাস্থ্য বিভাগের উদ্যোগে জঙ্গীবিরোধী জনসচেতনা বৃদ্ধির লক্ষ্যে একটি র‌্যালি বের করা হয়। নেত্রকোনা সোমবার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে জেলা সদরসহ প্রত্যেকটি উপজেলা সদরে মানববন্ধন হয়েছে। নেত্রকোনা সরকারী কলেজ, জাহানারা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়, নেত্রকোনা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, দত্ত উচ্চ বিদ্যালয়, আঞ্জুমান আদর্শ সরকারী উচ্চ বিদ্যালয়, চন্দ্রনাথ ডিগ্রি কলেজ, রাজুরবাজার কলেজিয়েট উচ্চ বিদ্যালয় ও আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা জেলা শহরের বিভিন্ন পয়েন্টে দাঁড়িয়ে মানববন্ধন করে। এছাড়া একই সময়ে মদন উপজেলা সদরে শহীদ স্মরণিকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, জোবাইদা রহমান মহিলা ডিগ্রি কলেজ, কেন্দুয়ার জয়হরি স্প্রাই সরকারী উচ্চ বিদ্যালয় এবং কলমাকান্দা ডিগ্রি কলেজ ও কলমাকান্দা পাইলট উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে পৃথক মানববন্ধন কর্মসূচী পালিত হয়। ঠাকুরগাঁও জঙ্গীবাদ রুখে দেয়ার প্রত্যয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এবং হাতে হাত রেখে মানববন্ধন করেছে ঠাকুরগাঁওয়ের সকল সরকারী ও বেসরকারী স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থীসহ স্থানীয় সকল পেশার লোকজন। মানববন্ধন শেষে র‌্যালি ও সমাবেশ করা হয়। সোমবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রখর রোদ্র উপেক্ষা করে ঠাকুরগাঁও সরকারী বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারী কলেজ, মহিলা কলেজ, ইকো স্কুল এন্ড কলেজ, সিএম আইয়ুব বালিকা উচ্চ বিদ্যালয়সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের সামনে সড়কে একযোগে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। শেরপুর আইনজীবীদের মানববন্ধনে অংশ নিয়েছেন বিচারপ্রার্থী লোকজনও। সোমবার সকাল সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত জেলা আইনজীবী সমিতির উদ্যোগে আদালত অঙ্গনের প্রধান সড়কে আয়োজিত ওই মানববন্ধনে আইনজীবী নেতৃবৃন্দসহ সদস্যরা অংশ গ্রহণ করেন। বক্তব্য রাখেন সমিতির সভাপতি একেএম মোছাদ্দেক ফেরদৌসী, স্পেশাল পিপি গোলাম কিবরিয়া বুলু, সাধারণ সম্পাদক এমকে মুরাদুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আধার ও আবুল মানসুর স্বপন, মুহাম্মদ আখতারুজ্জামান, আব্দুর রহিম বাদল, খন্দকার রকীব প্রমুখ। মুন্সীগঞ্জ জঙ্গী বিরোধী মানবববন্ধণ হয়েছে স্কুল, কলেজ ও মাদ্রাসা গুলোতে। সোমবার ঘণ্টাব্যাপী এক যোগে এই মানববন্ধনে হয়। এতে হাজার হাজার শিক্ষার্থী নানা ব্যানার ফেস্টুন নিয়ে জঙ্গীবাদের বিরুদ্ধে অবস্থান নেয়। এতে শিক্ষক মন্ডলীও অংশ নেন। জেলার বৃহত্তম বিদ্যাপীঠ সরকারি হরগঙ্গা কলেজে এই মানববন্ধনে শিক্ষার্থীদের ঢল নামে। এখানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাহেদুল কবির এবং শিক্ষক রাসেল কবিরসহ জঙ্গীবাদের বিরুদ্ধে শিক্ষার্থীরাও আলোচনা করেন। শহরের প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন স্কুল এন্ড কলেজের মানববন্ধন হয় অধ্যক্ষ মেজর গাজী তাওহিদুজ্জামানের নেতৃত্বে। টঙ্গীবাড়ি উপজেলায় রানা সফিউল্লাহ কলেজে অধ্যক্ষ অধ্যাপক সুখেন চন্দ্র ব্যানার্জীর নেতৃত্বে শিক্ষার্থীরা কলেজের পাশের রাস্তায় হাতে হাত ধরে ঘণ্টা কাল ধরে অবস্থান নেয়। টঙ্গীবাড়ি বিটি কলেজ, সরকারী মহিলা কলেজ, কেবি ডিগ্রি কলেজ, লৌহজং কলেজ, শ্রীনগর সরকারী কলেজ, গজারিয়া কলিমুল্লাহ কলেজ ও মুন্সীগঞ্জ কলেসহ সকল মাধ্যমিক স্কুল, মাদ্রাসা এবং কলেজেই এই মানববন্ধনে অংশ নেয়। টাঙ্গাইল সোমবার টাঙ্গাইলের মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় পরিবারের আয়োজনে বেলা ১১টা হতে বেলা ১২টা পর্যন্ত ঘণ্টাব্যাপী মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা অংশ নেন। এছাড়াও জেলার অন্যান্য শিক্ষা-প্রতিষ্ঠানেও সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। খুলনা খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ (কুয়েট) খুলনার সকল সরকারী-বেসরকারী বিশ্ববিদ্যালয়, কলেজসহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাস ও জঙ্গীবাদবিরোধী মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মসূচী পালিত হয়। খুলনা বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বরে প্রশাসন আয়োজিত মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ক্যাম্পাসের অডিটরিয়াম ও ‘দুর্বার বাংলা’র পাদদেশে অনুষ্ঠিত জঙ্গী ও সন্ত্রাসবাদ বিরোধী মানববন্ধন ও সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর। ময়মনসিংহ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে কর্মরত চিকিৎসক, নার্স ও কর্মচারীরা সোমবার ক্যাম্পাসে জঙ্গীবাদ বিরোধী মিছিল ও মানববন্ধনসহ সমাবেশ করেছে। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক ঘণ্টার এই কর্মসূচীতে চিকিৎসক ছাড়াও স্থানীয় নানা শ্রেণী পেশার মানুষ যোগ দেয়। হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীরা সকালে মেডিক্যাল কলেজ ও নার্সিং ইনস্টিটিউটের সামনে রেখে বিক্ষোভ মিছিল বের করে শহরের চরপাড়া মোড় প্রদক্ষিণ শেষে মেডিক্যাল কলেজ ক্যাম্পাসে মানববন্ধন করে। গাজীপুর সোমবার বিশ্ববিদ্যালয়, কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানেগুলোতে অনুষ্ঠিত হয়েছে মানববন্ধন র‌্যালি। সারাদেশের ন্যায় গাজীপুরের এ কর্মসূচীতে শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নিয়েছেন। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) প্রাঙ্গণে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে মানববন্ধন ও র‌্যালি অনুষ্ঠিত হয়। এ সময় মানববন্ধন ও র‌্যালিতে জেলার পুলিশ সুপার মোঃ হারুন অর রশীদ অংশ নেন এবং একাত্মতা প্রকাশ করেন। একই সময়ে বোর্ডবাজারের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সংলগ্ন প্রধান সড়কে প্রো-উপাচার্য অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবুর নেতৃত্বে এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. এম এ মান্নানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বিশ^বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীরা মানববন্ধন কর্মসূচী পালন করেন। জেলার ভাওয়াল বদরে আলম সরকারী কলেজ, গাজীপুর মহিলা কলেজ, চান্দনা উচ্চ বিদ্যালয় স্কুল এ্যান্ড কলেজসহ সব ক’টি উপজেলা ও থানা এলাকার শিক্ষা প্রতিষ্ঠানসমূহে মানববন্ধন ও র‌্যালি অনুষ্ঠিত হয়। জামালপুর সোমবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান মানববন্ধন কর্মসূচী পালন করেছে। শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয়, জেলার সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠ জামালপুর সরকারী আশেক মাহমুদ কলেজ, জামালপুর সরকারী জাহেদা সফির মহিলা কলেজ, নান্দিনা শেখ আনোয়ার হোসাইন কলেজ, দিগপাইত কলেজ, ঝাউলা গোপালপুর ডিগ্রী কলেজ, নরুন্দি উচ্চ মাধ্যমিক স্কুল এ্যান্ড কলেজ, নান্দিনা নেকজাহান বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, সরকারী জামালপুর জিলা স্কুল, সরকারী বালিকা বিদ্যালয়, সিংহজানী বালিকা বিদ্যালয়, জামালপুর হাইস্কুল, নান্দিনা মডেল একাডেমিসহ জেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসায় একযোগে এই কর্মসূচী পালন করা হয়। ঝিনাইদহ বিক্ষোভ-মানববন্ধন করেছে স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী। সোমবার সকালে শহরের জামিলা খাতুন স্কুল এ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থী, ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউট, দিশারী প্রি-পলিটেকনিক ইনস্টিটিউট এ্যান্ড দিশারী মেডিক্যাল ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থীরা পৃথকভাবে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে এ বিক্ষোভ-মানববন্ধন কর্মসূচী পালন করে। লালমনিরহাট সোমবার সকাল ১০টা হতে ১১টা পর্যন্ত কয়েক শতাধিক স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীগণ জঙ্গী বিরোধী মানববন্ধন ও র‌্যালিতে অংশ নেয়। আদিতমারী উপজেলার প্রত্যন্ত গ্রাম মহিষখোঁচা স্কুল এ্যান্ড কলেজ চত্বরে কয়েক শতাধিক শিক্ষার্থী মানববন্ধন করে। পরে শিক্ষক ও শিক্ষার্থীগণ মহিষখোঁচা বাজারে জঙ্গীবিরোধী র‌্যালি ও মিছিল করে। র‌্যালিতে নেতৃত্ব দেন অধ্যক্ষ সরওয়ার আলম। কুষ্টিয়া সোমবার সকালে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচীতে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা অংশ নেয়। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কুষ্টিয়া শহরের মিলপাড়ায় অবস্থিত আদর্শ ডিগ্রী কলেজের সামনে শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও কলেজ পরিচালনা পর্ষদের কর্মকর্তারা ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে মানববন্ধনে অংশগ্রহণ করেন। এছাড়া ফরিদপুর, জয়পুরহাট, মৌলভীবাজার, হবিগঞ্জ, জাবি, মির্জাপুর, ঈশ্বরদী, রূপগঞ্জ, ভৈরব, গফরগাঁও, ভালুকা বাকৃবি, কেরানীগঞ্জ, কলাপাড়া, কচুয়া, ফটিকছড়ি, বাউফল, মোহনগঞ্জ, দাউদকান্দি, আমতলী, দুর্গাপুর, ইবি, বেড়া ও বোয়ালমারীর সব শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গীবিরোধী মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
×