ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

টু ক রো খ ব র

প্রকাশিত: ০৪:০০, ২ আগস্ট ২০১৬

টু  ক  রো  খ  ব   র

মজুরি বৃদ্ধির দাবিতে সুন্দরবন বস্ত্রকলে শ্রমিক ধর্মঘট স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ দৈনিক মজুরিতে কাজ করা সুন্দরবন বস্ত্রকলের শ্রমিকরা তাদের মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনে নেমেছে। বিদ্যুত না থাকলে তাদের কর্মঘণ্টা কেটে নিয়ে বাড়ি পাঠিয়ে দেয়া হলেও তাদের মজুরি ১২০ টাকার বেশি বাড়ানো হচ্ছে না । শ্রমিক ধর্মঘটে অচল হয়ে পড়েছে সাতক্ষীরার সুন্দরবন বস্ত্রকল। কাজে যোগ না দিয়ে সোমবার সকালে মিলের প্রধান ফটকে অবস্থান নেয় সাড়ে তিন শ’ শ্রমিক। পরে তারা সাতক্ষীরা-খুলনা মহাসড়কে বিক্ষোভ মিছিল করে। এ সময় আন্দোলন থেকে সরে দাঁড়াতে পুলিশের পক্ষ থেকে শ্রমিকদের হুমকি দেয়া হলেও দাবিতে অটল থাকে শ্রমিকরা। শ্রমিকরা আগামী তিন দিনের মধ্যে দাবি মানা না হলে অনির্দিষ্টকালের ধর্মঘট ডাকার ঘোষণা দিয়েছে। আন্দোলনরত শ্রমিকরা জানান, তাদের দিনপ্রতি ১২০ টাকা মজুরি দেয়া হয়। এ নিয়ে গত এক বছর যাবত মিল কর্তৃপক্ষের কাছে মজুরি বাড়িয়ে ৩০০ টাকা করার দাবি জানিয়ে আসছেন তারা। কিন্তু তাদের কথায় কর্ণপাত করছে না মিল কর্তৃপক্ষ। এতে রাস্তায় নামতে বধ্য হয়েছেন তারা। এ ব্যাপারে সুন্দরবন টেক্সটাইল মিলের ব্যবস্থাপক আবু হানিফ জানান, মিলটি চলছে সার্ভিস চার্জ ভিত্তিতে। শ্রমিকদের পক্ষ থেকে মজুরি বৃদ্ধির দাবি উঠছে। আমি বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি। উপর থেকে সিদ্ধান্ত আসলে বেতন বৃদ্ধি করা হবে। ট্রেনে কাটা পড়ে স্কুলশিক্ষকের মৃত্যু নিজস্ব সংবাদদাতা মোহনগঞ্জ, নেত্রকোনা ১ আগস্ট ॥ মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনের কাজিয়াটি এলাকার সামনে সোমবার সকালে ট্রেনের নিচে কাটা পড়ে বাদল কুমার তালুকদার (৩৫) নামে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। তিনি সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার গাছতলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। জানা গেছে, সকালে শিক্ষক বাদল কুমার তালুকদার মোহনগঞ্জ থেকে ময়মনসিংহগামী ২৬১ নম্বর আপ লোকাল ট্রেনটি মোহনগঞ্জ স্টেশন থেকে ছেড়ে আসার পর স্টেশনের পৌর শহরের কাজিয়াটি এলাকায় পৌঁছালে দৌড়ে এসে চলন্ত ট্রেনে উঠার চেষ্টা করলে তিনি ট্রেনের নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। ২০ লাখ টাকার হেরোইনসহ আটক ২ নিজস্ব সংবাদদাতা, নাটোর, ১ আগস্ট ॥ বড়াইগ্রামে প্রায় ২০ লাখ টাকার হেরোইনসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রাজ্জাক মোড় এলাকায় তাদের আটক করা হয়। পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে যাত্রীবাহী বাসে তল্লাশি পরিচালনা করা হয়। এসময় ঢাকাগামী একতা পরিবহনের যাত্রী শাকিলা ও রুহুল আমিনকে প্রায় ২০ লাখ টাকা মূল্যের ১০০ গ্রাম হেরোইনসহ আটক করে পুলিশ। পরে আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। আটক মাদক বিক্রেতারা হলেন-পাবনার সাঁথিয়া উপজেলার পাইকেরহাটি গ্রামের শাকের মিয়ার মেয়ে শাকিলা খাতুন ও রাজশাহীর গোদাগাড়ি উপজেলার কেশবপুর গ্রামের রুহুল আমিন। দাউদকান্দিতে বৃক্ষমেলা নিজস্ব সংবাদদাতা, দাউদকান্দি, ১ আগস্ট ॥ ‘অর্থ পুষ্টি স্বাস্থ্য চান, দেশী ফল বেশি খান’ এ স্লোগানকে সামনে রেখে সোমবার দুপুর ২ টায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি ও ফলদ বৃক্ষমেলার আয়োজন করেছে কৃষি সম্প্রসারণ অধিদফতর ও দাউদকান্দি উপজেলা প্রশাসন। এ উপলক্ষে র‌্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা চত্বরে তিনদিনব্যাপী ফলদ বৃক্ষমেলার উদ্বোধন করেন প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি সংসদ সদস্য মেজর জেনারেল (অব) সুবিদ আলী ভূইয়া। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা হয়। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগ সভাপতি আহসান হাবীব চৌধুরী, উপজেলা কৃষকলীগ সভাপতি আব্দুল করিম ভুইয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার খোরশেদ আলম । বাউফলে খুনের আসামি গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, বাউফল, ১ আগস্ট ॥ কর্পূরকাঠী গ্রামের সংখ্যালঘু পল্লী চিকিৎসক অশ^তমা মিস্ত্রি খুনের ঘটনায় জাহিদ ওরফে পচুকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে কালাইয়ার শৌলা গ্রাম থেকে তাকে আটক করা হয়। গত ২৩ জুলাই রাত নয়টার পর পল্লী চিকিৎসক অশ^তমা মিস্ত্রি নিখোঁজ হন। ৭দিন পর ২৯ জুলাই বিকেল সাড়ে ৪ টার দিকে শৌলা এলাকার বিলের মাঝে মাটি চাপা দেয়া অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। রায়পুর পৌরসভার বাজেট ঘোষণা সংবাদদাতা, রায়পুর, লক্ষ্মীপুর, ১ আগস্ট ॥ লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার ২০১৬-১৭ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার দুপুরে পৌর ভবনের ছাদে আয়োজিত অনুষ্ঠানে পৌর মেয়র হাজী ইসমাইল হোসেন ৭৭ কোটি টাকার বাজেট ঘোষণা করেন। মেয়র হাজী ইসমাইল হোসেনের সভাপতিত্বে ও কাউন্সিলর আইনুল কবির মনির পাটোয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠিত বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মাস্টার আলতাফ হোসেন হাওলাদার। বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আলম, ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ইমাম হোসেন, কাউন্সিলর জাকির হোসেন নোমান, নাসির উদ্দিন রাসেল, প্রমুখ। মেয়র ৭৭ কোটি ৯৮ লাখ ৯০ হাজার টাকা আয়, ৭৫ কোটি, ৪৫ লাখ, ৩০ হাজার টাকা ব্যয় এবং এক কোটি ৭০ লাখ ৫৩ হাজার ৮২ টাকা সমাপ্তি জের দেখিয়ে ২০১৬-১৭ অর্থ বছরের উদ্বৃত্ত বাজেট ঘোষণা করেন। দুর্গাপুরে ৫৬ শিক্ষকের ফাইল চুরি নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর, নেত্রকোনা, ১ আগস্ট ॥ নেত্রকোনার দুর্গাপুরে সুসং সরকারী মহাবিদ্যালয়ের ৫৬ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর আত্তীকরণের নিমিত্তে কাগজপত্র কলেজে রক্ষিত আলমারি থেকে চুরি হয়ে যাওয়ায় দুই শিক্ষক সংবাদ সম্মেলন করেছেন সোমবার। দুর্গাপুর প্রেসক্লাবের সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শিক্ষক ফারুক আহমেদ তালুকদার বলেন, কলেজের শিক্ষকদের মধ্যে মাঃ নাসির উদ্দিন, মোঃ শাহজাহান সিরাজ, বিলকিস বানু, সায়িদা ইয়াসমিন নীলা ও মনিরুল ইসলাম সুপরিকল্পিতভাবে জাতীয়করণ সম্পর্কিত আহ্বায়ক শিক্ষক রেমন্ড আরেংয়ের অনুমতি ব্যতিরেকে কলেজের পিয়ন পরিতোষ বনোয়ারির কাছে রক্ষিত আলমারির চাবি নিয়ে শিক্ষক সায়িদা ইয়াসমিন নীলা ৩০ জুলাই দুপুরে ফাইলগুলো নিয়ে উধাও হয়ে যান। এ ব্যাপারে সায়িদা ইয়াসমিন নীলাকে প্রতিষ্ঠান প্রধান শোকজ নোটিস প্রদান করলেও এখন পর্যন্ত কোন প্রতিউত্তর না পাওয়ায় সংক্ষুব্ধদের পক্ষে শিক্ষক ফারুক আহমেদ তালুকদার ও শিক্ষক আব্দুর রাশিদ সংবাদ সম্মেলন করেন। বক্তারা জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও দুর্গাপুর থানা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। এই ফাইল খোয়া যাওয়ায় সদ্য জাতীয়করণকৃত শিক্ষক-কর্মচারীদের আত্তীকরণের বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছে। হাতিয়ায় বিপুল অস্ত্র ও গুলি উদ্ধার নিজস্ব সংবাদদাতা, হাতিয়া, নোয়াখালী, ১ আগস্ট ॥ হাতিয়ার চানন্দি ইউনিয়নের মেঘনা নদীর পাড় থেকে পরিত্যক্ত অবস্থায় বিপুুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে কেরিংচরের হাছিনা বাজার এলাকা থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে- একটি রাইফেল, একটি দু’নলা বন্দুক, ছয়টি একনলা বন্দুক, একটি শর্টগান, ৬৪ রাউন্ড শটগানের গুলি, ৮২ রাউন্ড রাইফেলের গুলি, দুটি ছোরা ও তিনটি বগিদা। সিরাজগঞ্জে ত্রাণ বিতরণ স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ পৌর এলাকার এক হাজার বন্যা দুর্গত পরিবারের মাঝে সোমবার ত্রাণ বিতরণ করা হয়েছে। পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা পৌর এলাকার রানীগ্রাম, মালশাপাড়া, চর মালশাপাড়া ও ধানবান্ধি ডোবাপাড়া মহল্লায় এ ত্রাণ বিতরণ করেন। প্রতি পরিবারকে ১০ কেজি করে চাল ছাড়াও ডাল, চিনি, লবণ, তেল, চিড়া, ও মোমবাতি বিতরণ করা হয়। এ সময় সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট আবু ইউসুফ সূর্য, শহর আওয়ামী লীগের সভাপতি ইসহাক আলী, প্যানেল মেয়র (১) হেলাল উদ্দিন, প্যানেল মেয়র (২) গোলাম মোস্তফা পৌরসভার সচিব লুৎফর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। জেএসএস সভাপতি গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, বান্দরবান, ১ আগস্ট ॥ সোমবার ভোরে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) বান্দরবান জেলা সভাপতি উ চ মং মার্মাকে পুলিশ চাঁদাবাজির মামলায় গ্রেফতার করে।
×