ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

১১ কোটি টাকার দুই গাড়ি জব্দ

প্রকাশিত: ০৪:০০, ২ আগস্ট ২০১৬

১১ কোটি টাকার দুই গাড়ি জব্দ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম নগরীতে পরিচালিত পৃথক অভিযানে প্রায় ১১ কোটি টাকা মূল্যের দুটি বিলাসবহুল গাড়ি উদ্ধার করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তারা। সোমবার সকালে নগরীর মেহেদীবাগ ও অলংকার মোড় এলাকা থেকে গাড়ি দুটি উদ্ধার করা হয়। কারনেট সুবিধায় আনা এ দুই গাড়ির কোন বৈধ দাবিদার পাওয়া যায়নি। এ ব্যাপারে শুল্ক আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান জানান, সকালে চট্টগ্রাম নগরীর মেহেদীবাগ থেকে উদ্ধার করা হয় ‘রেঞ্জ রোভার’ ব্রান্ডের একটি গাড়ি। ২০০২ মডেলের ৪৬০০ সিসি’র এ গাড়িটির বাজার মূল্য প্রায় ৫ কোটি টাকা। আর অলংকার মোড় এলাকার একটি পেট্রোল পাম্প থেকে উদ্ধার করা হয় ‘পোর্সে মেগনাম’ ব্রান্ডের একটি গাড়ি। ৪৫০০ সিসি’র এ গাড়ির মূল্য প্রায় ৬ কোটি টাকা। এ দুটি গাড়ির কোন বৈধ কাগজপত্র এমনকি বৈধ দাবিদারও পাওয়া যায়নি। সেতুমন্ত্রীর হুঁশিয়ারি স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ জাতীয় শোক দিবসকে কেন্দ্র করে কেউ চাঁদাবাজি করলে তাদের বিরুদ্ধে দলীয়ভাবে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি। ’৭৫ এর আগস্ট ট্র্যাজেডিতে জাতির জনক বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছে। আমরা মাসব্যাপী শোক পালন করি। শোকের অনুষ্ঠান করতে বেশি টাকা লাগে না। শোকের অনুষ্ঠানে যা লাগে তাতে আমাদের দলের নেতাকর্মীরা ও বঙ্গবন্ধুর অসংখ্য শুভাকাঙ্খিরা স্বেচ্ছায় অংশগ্রহণ করে অনুষ্ঠান করেন। কাজেই এ শোক দিবসের অনুষ্ঠান করতে কোন চাঁদাবাজির প্রয়োজন হয় না। তারপরও সমাজে কিছু চিহ্নিত চাঁদাবাজ আছে একটি উপলক্ষ্য পেলেই তারা চাঁদাবাজি শুরু করে দেয়। জাতীয় শোক দিবসের নির্বিঘœ ও ভাবগাম্ভীর্য নষ্ট হয় এমন কোন কর্মকা-ে কেউ লিপ্ত হলে দল থেকে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। তিনি সোমবার দুপুরে গাজীপুরের কালীগঞ্জে আব্দুল্লাহপুর-তেরমুখ-উলুখোলা সড়ক উদ্বোধন শেষে সাংবাদিকদের কাছে বক্তব্য দেয়া কালে এ হুঁশিয়ারি দেন।
×