ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কিস্তি দিতে না পারায় অফিসে এনে নির্যাতন

প্রকাশিত: ০৩:৫৯, ২ আগস্ট ২০১৬

কিস্তি দিতে না পারায় অফিসে এনে নির্যাতন

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ কিস্তির টাকা দিতে না পারায় ঋণগ্রস্ত হতদরিদ্র নারীকে অফিসে ডেকে এনে আটক করে দু’কর্মকর্তা শারীরিক নির্যাতন করেছে। নির্যাতনের শিকার হতদরিদ্র ওই নারী অর্থাভাবে চিকিৎসা নিতে না পেরে এখন শয্যাশয়ী রয়েছেন। ঘটনাটি জেলার আগৈলঝাড়া উপজেলার রতœপুর গ্রামের। সোমবার দুপুরে স্থানীয় সংবাদকর্মীদের কাছে ঋণগ্রস্ত নির্যাতিতা রতœপুর গ্রামের স্বপন বালার স্ত্রী বিথীকা বালা অভিযোগ করেন, তিনি গ্রামীণ ব্যাংকের রতœপুর বাজার শাখা থেকে সম্প্রতি ৩০ হাজার টাকা ঋণ উত্তোলনের পর সপ্তাহের প্রতি রবিবার পাঁচশ’ টাকা করে ঋণের কিস্তি পরিশোধ করে আসছিলেন। এরই মধ্যে গত রবিবার তিনি সাপ্তাহিক কিস্তির পাঁচশ’ টাকা দিতে না পারায় গ্রামীণ ব্যাংকের শাখা ম্যানেজার হাফিজুর রহমান কর্মীদের দিয়ে তাকে অফিসে ডেকে আনেন। তিনি আরও অভিযোগ করেন, অফিসে আসার পর পরই ম্যানেজার হাফিজুর রহমান ও পিয়ন জহিরুল ইসলাম দরজা বন্ধ করে তাকে (বিথীকা) বেদম মারধর করে মামলায় জড়ানোর হুমকি দেয়। একপর্যায়ে তিনদিনের সময় প্রার্থনা করে বিথীকা ছাড়া পান। এ ব্যাপারে হাফিজুর রহমান বিথীকাকে খবর পাঠিয়ে অফিসে আনার কথা স্বীকার করলেও নির্যাতনের অভিযোগ অস্বীকার করেন। সাতক্ষীরায় আট কোটি টাকার মাছ আটক স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ ভোমরা স্থলবন্দরে ৪৭ টন সামুদ্রিক ও ৬৫০ কেজি ভারতীয় বোয়াল মাছ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুল্ক ফাঁকি দিয়ে ঘোষণার অতিরিক্ত এ মাছ ১৩টি ট্রাকে নিয়ে বন্দর পার করার সময় রবিবার রাতে তা জব্দ করা হয়। জানা যায়, ভোমরার সুন্দরবন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ইউপি চেয়ারম্যান ইসরাইল গাজী এ মাছের সিএ্যান্ডএফ এজেন্ট। তিনি মিথ্যা ঘোষণা দিয়ে ভারত থেকে সামুদ্রিক ও স্বাদু পানির মাছ আমদানি করেন। ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষের পে সিøপ সংগ্রহ জাতীয় বিশ্ববিদ্যালয় স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষ পরীক্ষার যেসব শিক্ষার্থী আবেদন ফরম পূরণ করেছে কিন্তু সংশ্লিষ্ট কলেজে তাদের ডাটা নিশ্চয়ন করতে পারেনি বা ডাটা নিশ্চয়ন করলেও পে স্লিপ গ্রহণ করতে পারেনি শুধু সেসব শিক্ষার্থীদের ডাটা নিশ্চয়ন এবং পে সিøপ গ্রহণ ও সোনালী সেবার মাধ্যমে আগামী ৩ আগস্ট সকাল ১০টা হতে বিকেল ৪টা এবং এসব শিক্ষার্থীর পে সিøপ, হিসাব বিবরণী ও ফরম পূরণের বিবরণী আগামী ৭ আগস্ট গাজীপুর ক্যাম্পাসে জমা দিতে পারবে। স্ত্রী ও ছেলেমেয়ে হত্যার দায়ে ফাঁসি নিজস্ব সংবাদদাতা, পিরোজপুর, ১ আগস্ট ॥ স্ত্রী, ছেলে ও মেয়েকে হত্যার দায়ে ডাঃ আলমগীর হোসেনকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ এসএম জিললুর রহমান এ রায় দেন। মামলা সূত্রে জানা যায় ২০০৮ সালে জেলার মঠবাড়িয়া উপজেলার পাতাকাটা গ্রামে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী ছেলে ও মেয়েকে জবাই করে হত্যা করে ডাঃ আলমগীর হোসেন। ডাঃ আলমগীর হোসেন পলাতক রয়েছে।
×