ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অবশেষে ২০ বছর পর বরফ গলল

প্রকাশিত: ০৩:৫৯, ২ আগস্ট ২০১৬

অবশেষে ২০ বছর পর বরফ গলল

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১ আগস্ট ॥ ধামইরহাট উপজেলাবাসী ২০ বছরের অবরুদ্ধ জিম্মিদশা থেকে মুক্তি পেল। দীর্ঘ ২০ বছর পর নওগাঁ-জয়পুরহাট রুটে সরাসরি বাস চলাচল শুরু হওয়ায় এমন অনুভূতি প্রকাশ করলেন ধামইরহাট উপজেলা সদরের মানুষ। জানা গেছে, অতীতে জেলা সদর থেকে মহাদেবপুর, নজিপুর, ধামইরহাট ও মঙ্গলবাড়ী বাজার হয়ে জয়পুরহাট পর্যন্ত যাত্রীবাহী বাস চলাচল করত। দুই জেলার মোটর মালিক ও শ্রমিকদের বিরোধের জের ধরে ১৯৯৬ সাল থেকে নওগাঁ-জয়পুরহাট সড়কে সরাসরি বাস যোগাযোগ বন্ধ হয়ে যায়। ধামইরহাট থেকে জয়পুরহাটের দূরত্ব মাত্র ২০ কিলোমিটার। অথচ সরাসরি বাস যোগাযোগ না থাকায় ধামইরহাট থেকে জয়পুরহাট যেতে সময় লাগে দেড় ঘণ্টা। অবশেষে জাতীয় সংসদের হুইপ শহীদুজ্জামান সরকার বাবলু এমপি, নওগাঁ ও জয়পুরহাটের জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সংশ্লিষ্ট দুই জেলার বাস মালিক ও শ্রমিক নেতৃবৃন্দের সমঝোতায় সোমবার বাস চলাচল শুরু হয়েছে। সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় নিহত তিন স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ সোমবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের বেড়তলায় যাত্রীবাহী মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। নিহতরা হল দুধ মিয়া (৬৫) নোয়াব মিয়া (২৫) ও রাফিয়া বেগম (৪০)। এ ঘটনায় শিশুসহ ৯ জন আহত হয়। পুলিশ জানায়, ভোরে ঢাকাগামী মাইক্রোবাসের সঙ্গে সরাইলের বেড়তলায় মাল বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। সিরাজগঞ্জ স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ, থেকে জানান, সোমবার ভোরে বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় কর্তব্যরত অবস্থায় ট্রাক চাপায় জহুরুল ইসলাম (৪৫) (ক: নং-৩২০) নামের পুলিশ নিহত হয়েছে। নিহতের বাড়ি গাইবান্ধা জেলা সদরের নিনদহ গ্রামে। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল ইসলাম জানান, সেতুর গোলচত্বর এলাকায় টহল দলের সঙ্গে দায়িত্ব পালন করছিলেন জহুরুল। এ সময় ঢাকাগামী ট্রাক (লরি) চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যায়। এ ঘটনায় চালক পালিয়ে গেলেও হেলপার ও লরি আটক করা হয়েছে। মেহেরপুর নিজস্ব সংবাদদাতা কুষ্টিয়া থেকে জানান, মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলার ওলিনগর এলাকায় যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে নারী ও শিশুসহ অন্তত ২৫ জন আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত ১৪ জনকে বামন্দি ক্লিনিকে ভর্তি করা হয়। সোমবার বেলা ২টার দিকে দোয়েল পরিবহনের বাস (নং- মেহেরপুর- ব-৯) বিপরীত থেকে আসা ট্রাককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে উল্টে পড়লে এ দুর্ঘটনা ঘটে। ভিক্ষুকের ভিটে বাড়ি দখল নিয়ে সংঘর্ষ ॥ আহত ৩৫ নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ১ আগস্ট ॥ ভিক্ষুকের ভিটে-বাড়ি দখল নিয়ে সোমবার দুপুরে সদর উপজেলাধীন রাজিউড়া ইউনিয়নের আদর্শ গ্রামে দু’দল লোকের মধ্যে সংঘর্র্ষে মহিলাসহ আহত হয়েছে ৩৫ জন। গুরুতর আহত কামাল, জায়েরা ও রাজিয়া খাতুনকে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, ওই গ্রামের ভিক্ষুক নুর আলী বসতভিটে ফেলে ভিক্ষার জন্য দিনব্যাপী নানা স্থান ঘুরে বেড়ায়। এই সুযোগে একই গ্রামের হেলাল ও নাসির মিয়ার লোকজন ওইদিন সকাল ১১টার দিকে বাড়িটি দখল করতে আসে।
×