ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

লেবার পার্টির নেতৃত্ব

করবিনের উপদেষ্টারা সমর্থন দেবেন প্রতিদ্বন্দ্বীকে

প্রকাশিত: ০৩:৪৫, ২ আগস্ট ২০১৬

করবিনের উপদেষ্টারা সমর্থন দেবেন প্রতিদ্বন্দ্বীকে

ব্রিটেনের সরকারবিরোধী লেবার পার্টির নেতা জেরোমি করবিনের দু’সাবেক অর্থনৈতিক উপদেষ্টা বলেছেন, দল আগামী নির্বাচনে জয়ী হবেন বলে তারা মনে করেন না এবং ওইন স্মিথের নেতৃত্বেই দলের আরও ভাল করার সম্ভাবনা থাকবে। খবর গার্ডিয়ানের। এ দু’ব্যক্তি ডেভিড ব্লাঙ্কফ্লাওয়ার ও সাইমন রেন লুইস উভয়েই পার্টির অর্থনৈতিক উপদেষ্টা কমিটির সদস্য ছিলেন, কিন্তু তারা এখন করবিনের নেতৃত্ব নিয়ে ভিন্নমত ব্যক্ত করছেন। ছায়া অর্থমন্ত্রী জন ম্যাকডোনেল কমিটির আহ্বায়ক ছিলেন এবং কমিটি করবিনের কাছে সরাসরি রিপোর্ট পেশ করত। ব্ল্যাঙ্কফ্লাওয়ার ব্যাংক অব ইংল্যান্ডের মুদ্রানীতি কমিটির এক সাবেক সদস্য এবং রেন লুইস অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক। ব্ল্যাঙ্কফ্লাওয়ার জুন মাসে উপদেষ্টা কমিটি থেকে সরে দাঁড়ান। তিনি এখন স্মিথকে প্রকাশ্যে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে তিনি করবিন নির্বাচনের একেবারেই অযোগ্য বলে সিদ্ধান্তে পৌঁছান। রেন লুইস তার ব্লগে লিখেছেন, আমার কাছে একেবারেই স্পষ্ট মনে হচ্ছে, সাম্প্রতিক ঘটনাদির প্রেক্ষিতে করবিনের নেতৃত্বাধীন কোন দলই ২০২০ সালের নির্বাচনে জয়ী হতে বা জয়ের কাছাকাছি যেতেও পারবে না। কাবুলে বিদেশী ঠিকাদারদের বাসস্থানে হামলায় নিহত ৪ আফগানিস্তানের রাজধানী কাবুলে তালেবান জঙ্গীরা বিদেশী ঠিকাদারদের বাসস্থানে হামলা চালিয়েছে। এই ঘটনায় এক পুলিশ ও তিন জঙ্গী নিহত হয়েছে। দেশটির স্থানীয় সময় রবিবার দিবাগত রাত ১টা ২৫ মিনিটে এ হামলা চালানো হয়। খবর এমফপির। প্রতিবেদনে বলা হয়, উত্তর গেট কম্পাউন্ডে একটি ট্রাক বোমা বিস্ফোরিত হয়। তালেবানের পক্ষ থেকে বলা হয়েছে, কম্পাউন্ডের ভেতরে বেশ কয়েকজন তালেবান যোদ্ধা ঢুকে পড়েছে। সেখানে নিরাপত্তা কর্মীদের সঙ্গে তাদের লড়াই চলছে। এই ঘটনায় এক পুলিশ ও এক জঙ্গী নিহত হয়েছে। হোটেলটির নর্থ গেটটিকে কড়া নিরাপত্তা প্রহরায় রাখা হয়। তিন বছর আগে জঙ্গীরা সেখানে হামলা চালিয়েছিল। বিস্ফোরণের পরপরই কাবুলের কয়েকটি স্থানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। স্থানীয় বাসিন্দা ইনামুল্লাহ্ খান বলেন, রাতে আমি যখন ঘুমাতে যাচ্ছিলাম তখন বিকট শব্দে বিস্ফোরণটি ঘটে এবং বিদ্যুৎ চলে যায়। বিস্ফোরণটি ছিল প্রচ- শক্তিশালী। গত সপ্তাহে ইসলামিক স্টেটের (আইএস) দুটি আত্মঘাতী বোমা হামলায় ৮০ জন নিহত ও ২শ’ ৩০ জন আহত হয়। ইয়াহুর আক্ষেপ! ইয়াহুর ভুল চমকে ওঠার মতোই ঘটনা। আবার আফসোসে মাথার চুল ছেঁড়ার মতোও। প্রযুক্তি বিশ্বের এখনকার অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান গুগলকে দুবার কিনে নেয়ার সুযোগ পেয়েছিল ইয়াহু। প্রথমবার মাত্র ১০ লাখ মার্কিন ডলারে। ইয়াহু তখন তাকে গোনার মধ্যেই ধরেনি। সেই ইয়াহু আর নেই, বিক্রি হলো মাত্র ৪৮৩ কোটি ডলারে। - এনডিটিভি আফ্রিকার জন্য এ্যাপ আফ্রিকায় উচ্চ গতির ইন্টারনেট, যথেষ্ট স্মার্টফোন ও প্রচলিত এ্যাপভিত্তিক মোবাইল ব্যাংকিং ব্যবস্থা খুব বেশি নেই। মহাদেশটির প্রত্যন্ত অঞ্চলে প্রযুক্তি সেবার কথা চিন্তা করে ডেভেলপাররা এমন এ্যাপ বানানোর চিন্তা করছেন যা এসএমএসভিত্তিক হবে এবং কোটি কোটি মানুষ, যাদের স্মার্টফোন নেই, তারা সাধারণ ফোন ব্যবহারের মাধ্যমেই সংযুক্ত হতে পারবেন। এর বিল মাসিক ভিত্তিতে বা প্রতি ব্যবহারের ভিত্তিতে হতে পারে। - ভার্জ
×