ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নিউইয়র্ক পোস্টে মেলানিয়ার নগ্ন ছবি

প্রকাশিত: ০৩:৪৪, ২ আগস্ট ২০১৬

নিউইয়র্ক পোস্টে মেলানিয়ার নগ্ন ছবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ও বিলিওনেয়ার ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্পের কিছু নগ্ন ছবি নিউইয়র্ক পোস্ট ট্যাবলয়েডে রবিবার প্রকাশিত হয়েছে। ছবিগুলো ১৯৯০ এর দশকে তোলা। ট্যাবলয়েডটি বলেছে, মেলানিয়া ১৯৯৫ সালে ম্যানহাটনে এক মডেলিং সেশনের সময় ছবিগুলো তোলেন এবং এগুলো ফ্রান্সের পুরুষদের ম্যাগাজিন ম্যাক্সে প্রকাশিত হয়। ওই ছবির বিষয়ে ট্রাম্পের বক্তব্যও পাওয়া গেছে। তিনি বলেন, মেলানিয়া একজন সফল মডেল এবং অনেক ফটোশূট করেছেন। বড় বড় সাময়িকীর প্রচ্ছদে তার ছবি ব্যবহৃত হয়েছে। ইউরোপীয় সাময়িকীর জন্য মেলানিয়ার এসব ছবি তোলা হয়। ইউরোপে এ ধরনের ছবি ফ্যাশনে বহুল ব্যবহৃত হয়ে থাকে। সেøাভেনিয়ার বংশোদ্ভূত মডেল মেলানিয়া ২৫ বছর বয়সে ওই ছবিগুলো তুলেছেন এবং তখন তিনি মেলানিয়া কে নামে পরিচিত ছিলেন। ছবিগুলো তুলেছিলেন ফরাসী আলোকচিত্রী এ্যালি দ বাসিভিল। তিনি ওই ট্যাবলয়েডকে বলেছেন, মেলানিয়া ছিলেন একজন অসাধারণ ও চমৎকার ব্যক্তিত্বসম্পন্ন মানুষ এবং তিনি আমার প্রতি অনেক সদয় ছিলেন। বাসিভিল বলেন, মেলানিয়া ছিলেন একজন পেশাদার মডেল এবং তিনি কখনও নগ্ন ছবির জন্য পোজ দিতে অস্বস্তি বোধ করেননি। মেলানিয়া বিগ এ্যাপেল বা নিউইয়র্ক সিটিতে আসার কিছুদিন আগেই ওই ছবিগুলো তুলেছিলেন। এর তিন বছর পর ১৯৯৮ সালে নিউইয়র্ক ফ্যাশন উইক পার্টিতে ট্রাম্পের সঙ্গে দেখা হয় মেলানিয়ার এবং ২০০৫ সালে ফ্লোরিডায় একটি সমুদ্র সৈকতের রিসোর্টে ট্রাম্প ও মেলানিয়া বিয়ে করেন। -টাইমস অব ইন্ডিয়া ট্রাম্পের রাশিয়া প্রীতির কঠোর সমালোচনা হিলারির যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক দলের প্রার্থী হিলারি ক্লিনটন রাশিয়ার নীতির প্রতি ডোনাল্ড ট্রাম্পের ‘সম্পূর্ণ আনুগত্যের’ কঠোর সমালোচনা করে বলেছেন, এর ফলে ‘জাতীয় নিরাপত্তা নিয়ে’ প্রশ্ন উঠেছে এবং তার স্বভাব নিয়ে নতুন করে সন্দেহ দেখা দিয়েছে। খবর এএফপির। হিলারির বক্তব্য উড়িয়ে দিয়ে রিপাবলিকান প্রার্থী ট্রাম্প বলেন, রাশিয়ার নেতা ভøাদিমির পুতিনের সঙ্গে তার কোন ‘সম্পর্ক’ নেই এবং তিনি কখনও তার সঙ্গে দেখা করেননি বা টেলিফোনেও কথা বলেননি। তবে আমাদের দেশ যদি রাশিয়ার সঙ্গে চলে সেটা হবে এক বড় ঘটনা। এবিসিকে দেয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, পুতিন যদি তাকে ‘প্রতিভাবান’ বলে প্রশংসা করেন তাহলে তিনি তা অস্বীকার করবেন না। তবে ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে ক্রিমিয়ার ওপর রাশিয়ার সার্বভৌমত্ব স্বীকার করার বিষয়টি অন্তত বিবেচনা করবেন বলে বিতর্ক উস্কে দেন। ক্রিমিয়া ইউক্রেনের অংশ ছিল, যা রাশিয়া ২০১৪ সালে দখল করে নেয়। ট্রাম্প বলেন, আমি যা শুনেছি তা হলো, ক্রিমিয়ার জনগণ রাশিয়ার সঙ্গে থাকবে। হিলারির নীতি বিষয়ক উর্ধতন উপদেষ্টা জেক সুলিভান ট্রাম্পের বক্তব্যকে ‘ভয়ঙ্কর’ বলে উল্লেখ করেন। টোকিওর প্রথম নারী গবর্নর ইউরিকো কোইকে জাপানের রাজধানী টোকিওর প্রথম নারী গবর্নর হিসেবে নির্বাচিত হয়েছেন দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইউরিকো কোইকে। নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন টেলিভিশনের সাবেক সংবাদ উপস্থাপিকা। খবর বিবিসির। স্বতন্ত্রপ্রার্থী ইউরিকো বড় ব্যবধানে হারিয়েছেন তার প্রতিদ্বন্দ্বীদের। রবিবার অনুষ্ঠিত নির্বাচনে তিনি মোট ভোট পেয়েছেন ২৯ লাখ। গবর্নর নির্বাচনে অংশগ্রহণ করে ২১ প্রার্থী। অংশগ্রহণকারীদের মধ্যে সবচেয়ে ভাল অবস্থানে ছিলেন ইউরিকো, রাজনীতিক হিরোয়া মাসুদা এবং সাংবাদিক শুনতারো তোরিগো। ৬৪ বছর বয়সী ইউরিকো উৎফুল্ল সমর্থকদের উদ্দেশে বলেন, নজিরবিহীন পন্থায় টোকিওর রাজনীতিতে নেতৃত্ব দেব আমি।
×