ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রিপেইড মিটারে বিদ্যুতে সিস্টেম লস পাঁচ ভাগের নিচে নামিয়ে আনা সম্ভব

প্রকাশিত: ০৮:২৫, ১ আগস্ট ২০১৬

প্রিপেইড মিটারে বিদ্যুতে সিস্টেম লস পাঁচ ভাগের নিচে নামিয়ে আনা সম্ভব

স্টাফ রিপোর্টার ॥ দেশে প্রি-পেইড মিটারে বিদ্যুত সরবরাহ করলে সিস্টেম লস পাঁচ ভাগের নিচে নামিয়ে আনা সম্ভব। রবিবার রাজধানীতে একটি সেমিনারে এ তথ্য তুলে ধরা হয়। বিদ্যুত বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে ‘গ্রাহক সেবায় প্রিপেমেন্ট মিটার’ শীর্ষক সেমিনারটি রাজধানীর বিদ্যুত ভবনে অনুষ্ঠিত হয়। যুক্তি হিসেবে সেমিনারে বলা হয়, দেশে এখন যে সিস্টেম লস দেখানো হয় তার প্রায় পুরোটাই চুরি। এর আগে পাওয়ারসেল একটি সমীক্ষায় সিস্টেম লসের একটি বড় অংশকে চুরি বলে উল্লেখ করেছিল। সেমিনারে বলা হয়, সিস্টেম লসের কারণে উৎপাদিত বিদ্যুতের একটি বড় অংশ নষ্ট হয়। কারিগরি ক্ষতি ছাড়াও সিস্টেম লসের অন্যতম কারণ বিদ্যুত চুরি। প্রি-পেইড মিটার স্থাপন করলে গ্রাহককে আগেই নির্দিষ্ট অঙ্কের টাকা রিচার্জ করে বিদ্যুত ব্যবহার করতে হয়। এক্ষেত্রে মিটার রিডিং গ্রহণ বিল বিতরণ এবং বিল গ্রহণের কোন ঝামেলা থাকে না। এই পদ্ধতিতে শতভাগ বিলও আদায় হয়ে থাকে।
×