ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যে কোন সময় বন্ধ হয়ে যেতে পারে সিটিসেল

প্রকাশিত: ০৮:০৬, ১ আগস্ট ২০১৬

যে কোন সময় বন্ধ হয়ে যেতে পারে সিটিসেল

স্টাফ রিপোর্টার ॥ দেশের সবচেয়ে পুরনো মোবাইল ফোন অপারেটর সিটিসেল সরকারের পাওনা পরিশোধ করতে না পারায় যে কোন সময় বন্ধ হয়ে যেতে পারে। বিটিআরসির চেয়ারম্যান প্রকৌশলী ড. শাহজাহান মাহমুদ এ কথা জানিয়েছেন। বিটিআরসি জানিয়েছে, আগামী ১৬ আগস্টের মধ্যে এই অপারেটরের গ্রাহকদের বিকল্প সেবা নেয়ার জন্য বলা হয়েছে। বিটিআরসি দু’একদিনের মধ্যে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে জানিয়ে দেবে। ক্রমাগত গ্রাহক কমতে থাকায় বড় ধরনের সঙ্কটে পড়া দেশের প্রথম ও একমাত্র সিডিএমএ মোবাইল অপারেটর সিটিসেলের কাছে সরকার ৪৭৭ কোটি ৫১ লাখ টাকা পাওনা। গত জুন মাস শেষ নাগাদ এই অপারেটরের গ্রাহক সংখ্যা ছিল ৭ লাখ। বিটিআরসি চেয়ারম্যান বলেন, সিটিসেলের কাছে আমাদের পাওনা রয়েছে প্রায় ৪৭৭ কোটি টাকা।
×