ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সব বিশ্ববিদ্যালয় কলেজে জঙ্গীবাদ বিরোধী সমাবেশ মানববন্ধন আজ

প্রকাশিত: ০৮:০২, ১ আগস্ট ২০১৬

সব বিশ্ববিদ্যালয় কলেজে জঙ্গীবাদ বিরোধী সমাবেশ মানববন্ধন আজ

স্টাফ রিপোর্টার ॥ সরকারী-বেসরকারী বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন সব কলেজে আজ শিক্ষক-শিক্ষার্থীদের জঙ্গীবাদ বিরোধী মানববন্ধন, শোভাযাত্রা, সমাবেশ হবে। ইউজিসি নির্দেশে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান বেলা এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাস কিংবা পার্শ্ববর্তী স্থানে পালন করবে এ কর্মসূচী। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে কেন্দ্রীয় শহীদ মিনারে জমায়েত হবেন শিক্ষক-শিক্ষার্থীরা। এদিকে জঙ্গী উত্থানের প্রেক্ষাপটে বেসরকারী বিশ্ববিদ্যালয়ে একজন সরকারী পর্যবেক্ষক রাখার ঘোষণা দিয়ে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান হুঁশিয়ারি দিয়েছেন, জঙ্গী তৎপরতা বা দেশের সার্বভৌমত্বের ক্ষতি হয় এমন কোন কাজে লিপ্ত হলে সেই বিশ্ববিদ্যালয়কে বন্ধ ঘোষণা করা হবে। রবিবার এক সংবাদ সম্মেলনে কর্মসূচীর বিষয় তুলে ধরে ইউজিসি চেয়ারম্যান জানান, কর্মসূচীতে বিভিন্ন স্কুল-কলেজ ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলোও যোগ দিতে পারবে। সারাদেশের প্রায় ৪৫ লাখ মানুষ এসব কর্মসূচীতে অংশ নেবেন বলেও আশা প্রকাশ করেন তিনি। ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত পাঁচটি কলেজ নিয়ে কর্মসূচী পালন করা হবে। এখানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, ইউজিসি চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেবেন। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, আজ বেলা এগারোটা থেকে বারোটা পর্যন্ত সন্ত্রাসের বিরুদ্ধে ‘সন্ত্রাস নয় শান্তি চাই, শঙ্কামুক্ত জীবন চাই’ এই বক্তব্যসহ অভিন্ন ব্যানারে জাতীয় বিশ্ববিদ্যালয় ও সারাদেশে এর অধিভুক্ত কলেজের শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারীরা কলেজের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা উপাচার্যের নেতৃত্বে ঢাকার ইডেন মহিলা কলেজ, সরকারী বদরুন্নেসা কলেজ, শেখ বোরহান উদ্দিন কলেজ ও তেজগাঁও কলেজ কেন্দ্রীয় শহীদ মিনারে জমায়েত হয়ে যৌথভাবে মানববন্ধন কর্মসূচী পালন করবে। মানববন্ধনটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পলাশী মোড়, অপরদিকে দোয়েল চত্বর হয়ে হাইকোর্টের মোড় এবং একটি অংশ চারুকলা অনুষদ ভবনের সম্মুখ থেকে বাংলা একাডেমি হয়ে দোয়েল চত্বরে যুক্ত হবে। এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাস সংলগ্ন সড়কেও বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এ কর্মসূচী পালন করা হবে। ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় আয়োজিত কর্মসূচী পালিত হবে রাসেল স্কয়ার, ধানম-ি-৩২-এ। ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আহসান উল্লাহর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ ফাজিল ও কামিল মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থীরা মানববন্ধনে অংশগ্রহণ করবেন। এছাড়া বেসরকারী নর্থ সাউথ ইউনিভার্সিটি ক্যাম্পাসে সাড়ে দশটায় জমায়েত হয়ে কর্মসূচী পালন করবেন শিক্ষক-শিক্ষার্থীরা। নর্থ সাউথে জঙ্গীবাদ প্রতিরোধ ও সুশিক্ষার পক্ষে হবে এ মানববন্ধন কর্মসূচী। একই কর্মসূচী ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে পালন করা হবে দশটা ৪৫ মিনিট থেকে।
×