ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জঙ্গীবাদের তথ্য জানতে ডিএমপির ‘হ্যালো সিটি’ এ্যাপস উদ্বোধন

প্রকাশিত: ০৭:৫৯, ১ আগস্ট ২০১৬

জঙ্গীবাদের তথ্য জানতে ডিএমপির ‘হ্যালো সিটি’ এ্যাপস উদ্বোধন

স্টাফ রিপোর্টার ॥ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ডিএমপির নতুন এ্যাপসের মাধ্যমে সন্ত্রাস ও জঙ্গীবাদের মদদদাতা ও অর্থদাতাদের তথ্য সমূলে উদঘাটন করা সম্ভব। রবিবার ডিএমপি মিডিয়া সেন্টারে ‘হ্যালো সিটি’ নামে এ এ্যাপসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। জঙ্গী ও উগ্রবাদ, বিস্ফোরক, অস্ত্র এবং আন্তঃদেশীয় অপরাধের তথ্য জানাতে ‘হ্যালো সিটি’ নামে এ্যাপস তৈরি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম এ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম (সিটি) ইউনিট। এছাড়া জঙ্গী নির্মূলে জনগণকে সম্পৃক্ত করতে নতুন একটি মোবাইল এ্যাপ আনা হয়েছে। এই এ্যাপের মাধ্যমে তথ্যদাতা সন্দেহভাজন জঙ্গী তৎপরতার ছবি, অডিও ও ভিডিও পুলিশকে পাঠাতে পারবেন কোন ধরনের জটিলতা ছাড়াই। আসাদুজ্জামান খান কামাল বলেন, হলি আর্টিজানে নিষ্ঠুরতার পরই আমরা এ ধরনের এ্যাপসের কথা ভাবতে শুরু করি। যে এ্যাপসের মাধ্যমে নিজের পরিচয় না জানিয়েই অপরাধ সংক্রান্ত যে কোন তথ্য জানানো যাবে। তিনি বলেন, আমরা শুধু বিশ্বাসই নয়। প্রমাণ করেছি এ দেশে সব ধর্মের মানুষ যে যে যার যার ধর্ম পালন করে। কিন্তু এ সম্প্রীতির ধারাকে বাধাগ্রস্ত করতে একটি চক্র এ নাশকতা ঘটাচ্ছে।
×