ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাংলা প্রথম পত্র

নবম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৬:০৯, ১ আগস্ট ২০১৬

নবম শ্রেণির পড়াশোনা

(পূর্ব প্রকাশের পর) ৩৩. ‘এই বার ওর একটু গতি করি দাও বাবা’ - ‘গতি’ কথাটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? ক) থাকা-খাওয়ার খ) জ্ঞান লাভের গ) স্বর্গ ভোগের ঘ) ধর্ম অনুশীলনের ৩৪. ভদ্রলোকদের চন্ডাল বংশে জন্মগ্রহণের উপমা দিয়ে প্রাবন্ধিক যা ফুটিয়ে তুলেছেন- র. ব্যথিতের বেদনা রর. উচিত শাস্তির ইঙ্গিত ররর. মনুষ্যত্বের শিক্ষা নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৩৫. তেল নুন আনার পর দুর্গা আবার অপুকে কী আনতে বলে? ক) বাটি খ) মসলা গ) পেঁয়াজ ঘ) লঙ্কা ৩৬. বাংলা নববর্ষ পালন আরম্ভ হয়- ক) ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধে খ) ঊনবিংশ শতাব্দীর শেষার্ধে গ) বিংশ শতাব্দীর প্রথমার্ধে ঘ) বিংশ শতাব্দীর শেষার্ধে ৩৭. ঐতিহাসিক আবুল ফজল নববর্ষকে কী বলে উল্লেখ করেছেন? ক) নওরোজ খ) জাতীয় উৎসব গ) অনন্য উৎসব ঘ) বর্ষবরণ উৎসব ৩৮. ‘পাঁড়ে, ব্যাটাকে গলাধাক্কা দিয়ে বার করে দে ত!’ - এ উক্তিতে কী প্রকাশ পেয়েছে? ক) শত্রুতা খ) জাতি বৈষম্য গ) উপযুক্ত শাস্তি বিধান ঘ) সাম্প্রদায়িকতা ৩৯. ছোট ছেলেটি কত বার রান্না ঘরে গিয়ে দাঁড়ালো? ক) এক দুই বার খ) দুই তিন বার গ) তিন চার বার ঘ) চার পাঁচ বার ৪০. ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধে ‘নিচ থেকে ঠেলা’ বলতে কী বোঝায়? ক) লোভের ফাঁদে পা না দেয়া খ) সুশিক্ষার ব্যবস্থা করা গ) সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা নিশ্চিত করা ঘ) মনুষ্যত্ব অর্জনের পথ প্রশস্ত করা ৪১. কত সালে বনফুল ম্যাট্রিক পাস করেন? ক) ১৯১৬ খ) ১৯১৭ গ) ১৯১৮ ঘ) ১৯১৯ ৪২. ‘নিরীহ বাঙালি’ কী জাতীয় রচনা? ক) বিজ্ঞান বিষয়ক খ) হাস্যরসাত্মক গ) তথ্য প্রযুক্তি বিষয়ক ঘ) নারীর উন্নতি বিষয়ক ৪৩. মমতাদির কাজ বিনা আড়ম্বরে - ক) শেষ হলো খ) শুরু“হলো গ) নিখুঁত হলো ঘ) কমে গেলো ৪৪. ‘মক্কার শ্রেষ্ঠ বংশে তিনি জন্মিয়াছিলেন’- কে? ক) হযরত মুহম্মদ (স) খ) হযরত আবুবকর (রা) গ) হযরত ওমর (রা) ঘ) হযরত ওসমান (রা) ৪৫. মমতাদির ঘোমটা দেওয়া- ক) সীমান্ত পর্যন্ত খ) বেশ উঁচু করে গ) হালকা করে ঘ) বেশ নিচু করে ৪৬. শিক্ষার অপ্রয়োজনীয় দিক প্রকৃতপক্ষে কী শিক্ষা দেয়? ক) ক্ষুৎপিপাসার চেতনা খ) কর্তৃত্ব লাভের স্পৃহা গ) মনুষ্যত্বের জাগরণ ঘ) আর্থিক প্রতিষ্ঠার আগ্রহ ৪৭. শিক্ষার সঙ্গে কোন বিষয়টি সবচেয়ে বেশি পরিপূরক? ক) মূল্যবোধ অর্জন খ) কর্মক্ষেত্র নির্বাচন গ) লেফাফাদুরস্তি ঘ) স্বাধীনতা লাভ * উদ্ধৃত অংশটুকু পড় এবং নিচের ৩টি প্রশ্নের উত্তর দাও: রাত্রি শেষ। কুয়াশায় ক্লান্ত মুখ শীতের সকাল পাতার ঝরোকা খুলে ডানা ঝাড়ে ক্লান্ত হরিয়াল, শিশিরস্নাত ঘাসে মুখ রেখে শেষের কান্নায় দু’চোখ ঝরেছে কার, পরিচিত পাখিদের পায়। ৪৮. লাইব্রেরির সুবিধা কী? র. সেখানে অনেক বই থাকে- রর. বই কিনে পড়তে হয় না- ররর. নিজের পছন্দমতো বই পড়তে পারা যায়- নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র ও ররর ৪৯. নজরুলের কবিতাকে বিশিষ্টটা দান করেছে- ক) আমেরিকার খ) বাংলাদেশের গ) ফ্রান্সের ঘ) নিউজিল্যান্ডের ৫০. ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধটি কোন গ্রন্থের অন্তর্গত? ক) শীতকালীন অতিথি পাখির কথা খ) শীতের পিঠার কথা গ) শিশিরের কথা ঘ) শীতের সবজির কথা সঠিক উত্তর : ৩৩. (গ) ৩৪. (গ) ৩৫. (ঘ) ৩৬. (খ) ৩৭. (ক) ৩৮. (খ) ৩৯. (ঘ) ৪০. (গ) ৪১. (গ) ৪২. (খ) ৪৩. (গ) ৪৪. (ক) ৪৫. (ক) ৪৬. (গ) ৪৭. (ক) ৪৮. (ঘ) ৪৯. (ঘ) ৫০. (খ)
×